শক্তি বনাম আমাদের ভূল!
লিখেছেন লিখেছেন আপেক্ষিক ১৮ জুলাই, ২০১৪, ১০:৪০:০১ রাত
পৃথিবীর কোন চিৎকার-আর্তনাদ
ওদের থামাতে পারবেনা;ওদের
শক্তি ওদের পশুর থেকেও নিকৃষ্টতম
করেছে....এই হিংশ্রতম
আচরণে ওদেরকে বাহবা-সমর্থনও
দিচ্ছে অনেক জনগণ ও জনপদ।
নির্যাতিত জনগণের
পক্ষে জনশক্তিরদের সামান্য
মিডিয়া তোলপাড় , মিছিল, মিটিং,
অর্থনৈতিক সাহায্য শত্রুপক্ষের
গায়ে বিন্দুমাত্র প্রভাব
ফেলতে পারছেনা। মুসলিম জনপদের
এই রক্তাক্ত অবস্থার দায়
হয়তো আমরাই! আমাদের ভুল!
আমরা চাই পরিত্রান চাই!
হে আল্লাহ! তুমার যা ইচ্ছা তাই কর
এবং করবা কিন্তু আমাদের
ভুলগুলো বোঝার ও সংশোধন করার
তৌফিক দাও! এ যদি পরীক্ষা হয়
তাহলে আরো পরীক্ষা কর... যত
মনে চায় চায় তত কর... কর... কর...
কর.....কিন্তু তোমার পরীক্ষায়
সর্বোচ্চ নম্বরে উত্তীর্ণের সুযোগ
করে দিও ......!
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন