কেমন বাংলাদেশ চাই!!!
লিখেছেন লিখেছেন আপেক্ষিক ৩১ আগস্ট, ২০১৪, ০১:০০:৩৫ দুপুর
এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের
ক্ষমতাসীনদের ব্যার্থতায় বিরোধী দলের জনপ্রিয়তা বাড়বে না
বরং প্রতিটি দল জনগণের কাজ করে জনগণের দাবি আদায়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠবে......!
দল -বিরোধী দলের সমাবেশে পাল্টাপাল্টি দোষারোপ নয়,
বরং গঠনমুলক সমালোচনা ও দলীয় নেতাকর্মীরাদের সততার সাথে জনগণের জন্য কাজ করে দলকে জনপ্রিয় করতে বক্তৃতা দিবে........!
প্রতিটি রাজনৈতিক নেতৃত্ব জনগণকে শোষণ নয় বরং শাষনব্যাবস্থায় সত্যের বিজয় নিশ্চিত করবে.....!
সরকারি অফিস-আদালত জনগণের অনাস্থা ও অস্থিরতা নয়
বরং সর্বোচ্চ আস্থার জায়গা হবে...!?
দেশের সাংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল এক থাকবে.....!
====>>>>>>>>>>
আমাদের চাওয়া আমাদেরই পুরন করতে হবে...খাটাশের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, অপসংস্কৃতির রাজনৈতিক চিন্তায় লালিত হওয়া বর্তমান রাজনীতিবিদদের হাতে দেশ পরিচালনা তেমনি নিরাপদ নয়।আমাদের তারুন্যকেই পরিবর্তন এর চেতনায় জেগে উঠতে হবে .....!সুস্থ রাজনৈতিক চর্চা,মানসম্মত আধুনিক শিক্ষা ব্যাবস্থা,সুন্দর-শালীন বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের নতুন করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে!!!
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আপনার সাথে একমত । ধন্যবাদ ভাইয়া ।
সম্ভব ...! তবে দুরত্ব হয়তো
একটু বেশী আবার কাছেও বলা যেতে পারে...
মন্তব্য করতে লগইন করুন