সংগীত সাংস্কৃতিতে ইসলাম! ড. আহমদ আবুল কালাম
লিখেছেন লিখেছেন আপেক্ষিক ২২ অক্টোবর, ২০১৪, ০২:৫২:৩৯ দুপুর
হৃদয়গ্রাহী কথা শোনার জন্য মানবহৃদয়
সাধারণত উৎসাহিত বোধ করে। সঙ্গীত
এমনই এক হৃদয়গ্রাহী অনুষঙ্গ।
এতে অন্তর পরিতৃপ্ত হয়, মন
আবেগাপ্লুত হয়, আত্মা প্রশান্ত হয়।
যৌন উত্তেজনা, নেশা-সৃষ্টি,
অশালীনতার প্রসার,
তাকওয়াবিমুখতা বা এ জাতীয়
ক্ষতিকর উপকরণ
না থাকলে যে কোনো সঙ্গীতই
ইসলামে বিহিত। স্বয়ং রাসূলুল্লাহ (সা.)
সঙ্গীত শ্রবণ করেছেন।
তিনি নিজে সঙ্গীত গেয়েছেন এবং তার
সাহাবিদের সঙ্গীত গাইতে অনুপ্রাণিত
করেছেন। সাহাবা-ই-কেরাম ও
পরবর্তী পর্যায়ের সালাফ সালেহিনের
(পূর্ববর্তী ভালো মানুষ) ধারাবাহিক
আমলের ওপর ছিল। বর্তমান কালেও
দ্বীনি পরিবেশে কোরআন তেলাওয়াতের
পাশাপাশি বিহিত সঙ্গীতচর্চা হয়
বিভিন্ন সভা-সমিতি ও ওয়াজ-
মাহফিলে। ঈদ, বিয়ে, বৌভাত ও মসজিদ
নির্মাণসহ বিভিন্ন উৎসবমুখর
পরিবেশে রাসূলুল্লাহ (সা.)
নিজে বা তার সাহাবিদের
দিয়ে সঙ্গীতচর্চার ব্যবস্থা করেছেন।
সুনানে ইবনে মাজাহতে বর্ণিত এক
হাদিসে জানা যায়, হজরত
আয়েশা (রা.) তার এক আত্মীয়ার
বিয়ে দিয়েছিলেন এক আনসার বরের
সঙ্গে। তখন প্রিয়নবী (সা.)
এসে জিজ্ঞাসা করেছিলেন,
দুলহিনকে কি তোমরা পাঠিয়ে দিয়েছ?
তারা বললেন, হ্যাঁ (পাঠিয়ে দিয়েছি)।
এরপর তিনি (সা.) জিজ্ঞাসা করলেন,
তার সঙ্গে কোনো গায়িকা পাঠিয়েছ
কি? তারা বললেন, না (পাঠাইনি)।
তখন তিনি (সা.) বললেন, আনসার
লোকেরা খুবই সঙ্গীত পছন্দ করে। এ
কারণে দুলহিনের
সঙ্গে যদি তোমরা গায়িকা পাঠাতে যে গাইত,
‘আমরা এসেছি কাছে তোমাদের,
এসেছি তোমাদের বাতায়নে, আল্লাহ
আমাদের রাখুন বাঁচিয়ে,
এসেছি আমরা তোমাদের পানে।’
তাহলে কতই না ভালো হতো!
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সঙ্গীত বলতে কি বুঝি আমরা? আর সঙ্গীত মানে কি?
গীত/গান
সংগীত
ইসলামী গীত/গান
ইসলামী সঙ্গীত
গীত/গানঃ সূর তাল লয় মাত্রার সমন্বয়ে মনের আবেগ প্রকাশই হচ্ছে গীত/গান।
সঙ্গীতঃ বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্রের সংমিশ্রণে যে আওয়াজ বা ধ্বনি সৃষ্টি হয় তাই সঙ্গীত/মিউজিক।
ইসলামী গীত/গান আল্লাহর প্রদত্ত ও রাসুল (সঃ) এর প্রদর্শিত বিধান অনুযায়ী সূর তাল লয় মাত্রার সমন্বয়ে মনের আবেগ প্রকাশই হচ্ছে ইসলামী গীত/গান।
ইসলামী সঙ্গীতঃ তার পর ইসলামী সঙ্গীত সম্পর্কে তেমন কোন ধারনা নাই, অনেক যুক্তি তর্ক আছে ইসলামী সঙ্গীত নিয়ে। যানা থাকলে এই ইসলামী সঙ্গীতের শারয়ি দিক তুলে ধরার আহ্বান লেখক ভাইয়ের প্রতি।
মন্তব্য করতে লগইন করুন