রবির কিরণ
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২৪ এপ্রিল, ২০১৫, ১০:৫৯:৩৬ সকাল
রবির কিরণ
---কিশোর কারুণিক
প্রবাহিত ঝর্নার ঝড়ধারা
প্রখরিত রবির কিরণ
হিমেল সমীরণে সমস্ম শরীর
পূলকে স্ফুরনে শিহরিত
নীলিমা বার্তা দিলো
তুমি আসবে
তোমার আহমনে নিজেকে সাজালাম
গাছ ফুল এলো
ফল এলো
প্রাণে নতুন সুরে গান এলো
অপূর্ব স্নিগ্ধতায় প্রেম এলো
ভাললাগা থেকে ভালবাসা
সৌরভ ছড়িয়ে গেল দিগন্তে
অনাবিল শুদ্ধতার নেশায়
কেমন এক প্রকার আকর্ষণে
ফিরে পেলাম
যা অনেক দিন ছিল না কাছে ।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন