সময় পার করা
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ০৮ এপ্রিল, ২০১৫, ১২:৫৩:৩৯ দুপুর
---কিশোর কারণিক
অনেক দিনের জমানো কথাগুলো
গুমরে কেঁদে উঠলো।
বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে
পথ চলতে গিয়ে
প্রতি পদে বাধা বিপত্তি
শুকনো পাতার মর্মর ধ্বনি
উদাসী আকাশ বাউল বাতাস
মন মরা তালমাটাল এদিক ওদিক
ভালবাসা নিরুদ্দেশ অচিন দ্বীপে
তবু সমীরণের ছোঁয়া নিতে
রোদেও আলো গায়ে মেখে
বারির ধারায় ভিজতে
এখনো ইচ্ছা করে
ভালবাসতে কাছে যেতে
নীরব চোখের ভাষা
এখন নীরব পথ চলা
ভাললাগার অনুভূতিগুলোয়
সোহাগে সোহাগে
আর কিছুক্ষণ
চুপচুপ তোমার অপেক্ষায়
শুধু সময় পার করা ।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারির ধারায় ভিজতে
এখনো ইচ্ছা করে
মন্তব্য করতে লগইন করুন