কেমন আছো

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১০ মার্চ, ২০১৫, ১০:৩১:১৮ রাত



---কিশোর কারুণিক

জীবনের চলার পথে

কোন না কোন সময় হারতে হয়

তোমার কাছে হেরেছি আমি

অনেকবার উপেক্ষা করেছ, অবজ্ঞা করেছ

অপমানিত বোধ পীঁড়া দিয়েছে আমাকে

নিজের কাছে নিজেকে খুব লজ্জা লাগে এখন

কী ভালোই না বেসেছিলাম তোমাকে

আমার ভালবাসা বুঝতে পারনি

হয়তো পারতে

কিন্তু বুঝার চেষ্টা করনি

এটা কোন কৃত্তিত্ব হতে পারে না

এখন তুমি কোথায়? আর আমি!

যারা ভালবাসতে জানে

তারা কখনো হারতে জানে না

যারা জীবনের নিয়মকে মানতে পারে

তারা পরাজিত হতে পারে না

আমি ভালবেসেছি ঈশ্বরের সৃষ্টিকে

দুঃখ কষ্ট ব্যথা আমাকে মহিমান্বিত করেছে

আমি যা চেয়েছিলাম

পেয়েছি আরো বেশি অনেক বেশি

অজস্র আলো বিচিত্র সৌন্দর্য

হাজার প্রাণের ভালবাসা

আমাকে সাহস জুগিয়েছে প্রেরনা জুগিয়েছে।

কেমন আছো তুমি?

বিষয়: সাহিত্য

৯২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308259
১০ মার্চ ২০১৫ রাত ১১:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
308393
১১ মার্চ ২০১৫ রাত ০৯:৫৪
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File