রয়ে যাবে
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৩:৩৯ দুপুর
রয়ে যাবে
--কিশোর কারুণিক
সাজান গোছান সব কিছুর মাঝে
এখনো আমি রিক্ত,
মনে কষ্ট
তবু এখনো আশাবাদী
ভাল কিছু মঙ্গলময় কিছু
জীবনের কঠিন সময়ে-
হবে হয়তো যা আমার জন্যে বন্টন করা ।
অনেক সময় অনেক কিছু
যা হারানোর ভয়
না পাবার বেদনা,
আশাহত দুঃস্বপ্নের রক্তক্ষরণ
তবু চাই উপভোগ করতে
জীবনের নিয়ম প্রকৃতির বিধান।
জানি কেউ কারোর নয়
তবু আপন হতে ইচ্ছা হয়,
ইচ্ছা হয় ছন্দে ছন্দে পা ফেলতে
হাতের মাঝে হাত রেখে
মনের সুখে গান গাইতে।
সবকিছু এক সময় শেষ হবে
আমার স্বপ্ন বেঁচে থাকার স্বপ্ন
রয়ে যাবে সময় অতিক্রম করে কালান্তরে।
বিষয়: সাহিত্য
৬৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন