কেন এমন করি

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২২ আগস্ট, ২০১৪, ১১:২৭:১৪ রাত

কেন এমন করি

কিশোর কারুণিক

নিরালায় বসে ঘুম ঘুম চোখে দেখি

চৌর্যবৃত্তি আর মহাকীর্তি

ভেবে মরি কী সব, হয় কী

রাতের পরে রাত, আলোর পরে আলো

ভীমরুলের চুম্বনে আতঃপর জোনাকির মিছিল

সব কিছ ু, কিছু কিছু ঠিকঠাক হবার কথাছিল

নিশানা মাখা আখিঁতে

বেদনা বিধুর অশ্র“তে জোয়ারে জোয়ারে

ভেসে গেল আমার হৃদয়ক’ল

তবু কোন কিছু থেমে নেই

চলেছে যে যা পারছে করছে মনের মাধুরীতে

ওবি অস্ত যায় গোধূলী হয়

ঝাপছা হয় যা দেখা যায়

সুখি হতে গিয়ে দুঃখ হলো জীবন

প্রত্যাশার স্বপ্ন বিথিকায় দীর্ঘশ্বাস

জীবনটা ক্ষনিকের মহামিলনের

কেন নিজেকে ঠকানো কাউকে ঠকানো

প্রশ্নবানে জর্জরিত হৃদয়

বুঝি তবু করি

জানি না কেন এমন হয়!

কেন এমন করি?

বিষয়: সাহিত্য

১০০৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257926
২৫ আগস্ট ২০১৪ রাত ১২:২৯
বাজলবী লিখেছেন : Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File