মনে পড়ে
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২০ আগস্ট, ২০১৪, ০৮:৫৬:০৭ রাত
মনে পড়ে
কিশোর কারূণিক
এখনো মনে পড়ে
সেই হাসিমাখা মুখ
দুষ্ট হাসি
হাতছানিতে শুধু এদিক ওদিক
প্রতিপদ পূর্ণিমা অমাবস্যা
গুনগুন হঠ্যাৎ নীরবতা
কেমন আছো?
কৃঞ্চচূড়া আর জাগে না
হঠ্যাৎ কেন আহবান তোমার?
কিছুদিন হলো সবুজবৃক্ষ হাসে না
পাখিরা আর উড়ে না
ঝলমল আলো ঝলমল ভালবাসা
উপচে পড়া বন্যার মতো
আমাকে ভাসিয়ে
আমার আস্তিত্ব তোমার দরবারে!
বিষয়: সাহিত্য
৮৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমানের সাথে লেখাটির মিল খূঁজে পাইনি!
তবে লেখাটি ভাল লেগেছে!
মন্তব্য করতে লগইন করুন