অসম যন্ত্রনা

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৮ আগস্ট, ২০১৪, ১০:৩১:৫০ রাত

অসম যন্ত্রনা

কিশোর কারুণিক

অসম যন্ত্রনা, অসম কষ্ট , অসম দুঃচিন্তা নিয়ে-

আমি এখনো বেঁচে আছি ।

অঝরে বারি ঝরে

অঝরে অশ্র“

শুদ্ধ চিত্তে, শুদ্ধ তনুতে

আলোর পথে চলতে চেয়েছি যত

অন্ধকার আরো বেশি গাঢ় হয়েছে ।

বুক ভরে শ্বাস নিতেই

বিষাক্ত বাতাস আমাকে মলীন করেছে।

আমি বাড়িয়েছি ভালবাসার হাত

পেয়েছি নিন্দা আর চাতুরতা,

অসম বিশ্বাসে, অসম ভক্তিতে যার কথা রেখেছি

সে খেলা করেছে আমাকে নিয়ে

আপন মহিমায় ছলনার যাতাকলে ।

আমার চাওয়া তেমন কিছু ছিল না

আমি বেঁচে থাকতে চেয়েছিলাম

সুন্দরে, সত্যে

তা হয় নি, তা হতে দেয় নি

যার কাছে নিজেকে সমর্পন করেছিলাম ।

যদি পাপ বলে কিছু করে থাকি

তাহলে এপাপ আমার নই

যদি পূর্ণ কিছু করে থাকি

ভাল কিছু করে থাকি

তাও আমার নই ।

আমি এক সাধারণ সৃষ্টি

অসম সৃষ্টি জগতের রহস্যময় সৃষ্টি;

আমার কর্ম আমি করে গেছি শুধুমাত্র ।

মেঘের কোনে সূর্য হাসে

দিনের শেষে আধার নামে

এখন এমনই সময় দুঃসময়

চারিদিকে অন্ধকার আর অন্ধকার

ক্ষণে ক্ষণে মুখ তুলে

পথ চেয়ে আছি

কখন আলো ফুটবে;

এ সময় যে আর কাটে না

আলোহীনে পথ হারিয়ে যাচ্ছি হারানো পথে

যে পথে যাবার ইচ্ছা কখনো ছিল না

কখনো ছিল না আমার।

বিষয়: সাহিত্য

১০২৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255697
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৫
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
199429
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ
255729
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:১৫
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
199431
কিশোর কারুণিক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
255758
১৯ আগস্ট ২০১৪ রাত ০২:০৬
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
199430
কিশোর কারুণিক লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
255811
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৮
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
255864
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
কিশোর কারুণিক লিখেছেন : অনেক ধন্যবাদ
255865
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৮
কিশোর কারুণিক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File