সত্যিকারের মানুষ!

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১২ আগস্ট, ২০১৪, ০৩:২২:১৮ দুপুর

সত্যিকারের মানুষ!

কিশোর কারুণিক

দু’জনের শরীরে প্রবাহমান লাল রক্ত

তবে কেন ব্যবধান তোমার আর আমার ?

তুমি কমিউনিজমের কথা বলো

আমি কমিউনিজম মেনে চলার চেষ্টা করি।

তুমি গণতন্ত্রের কথা বলো

আমি গণতন্ত্রের মূল্যবোধে পথ চলি।

তুৃমি সত্য সুন্দরের কথা বলো

আমি সত্য ও সুন্দরের আরাধনা করি।

তুমি পরিবর্তন দেখতে চাও

আমি পরিবর্তন হতে চাই।

তুমি যা বলো বিশ্বাস করো

তা বাস্তবে করো না,

বুকে হাত দিয়ে একটু বলো তো

তুমি কাউকে ঠকাওনি!

তুমি কি মানবিক ?

তুমি কি অসাম্প্রদায়িক চেতনা পোষন করো ?

তুমি কি একজন মানুষ হতে চাও ?

তবে যা বলো

তা আগে কাজে করবার চেষ্টা করো;

আমাদের বড় পরিচয় হওয়া দরকার

আমরা মানুষ।

আমাদের খাদ্যভ্যাস আলাদা হতে পারে

পথচলা, কথাবলা, ভাবনা ভিন্ন হতে পারে

কিন্তু মনে রাখতে হবে একটি কথা

তুমি আমার , আমি তোমার।

চলো তো এবার পথ চলি

পথ চলায় ছন্দ আসবে

কথা বলাতে প্রেম জাগবে

হৃদয়ে ভালবাসা ফুটে উঠবে।

ক্ষনেকের পৃথিবীতে

কেন হিংসা ? কেন বিদ্ধেষ ?

কেন হত্যা ? কেন ব্যাভিচার ?

এসো হিংসার বিরুদ্ধে ঐক্যগড়ি

এসো বিদ্ধেষের বিরুদ্ধে সচেতনা সৃষ্টি করি।

এসো হত্যা বন্ধ করি

ব্যাভিচার উপরে ফেলি।

এসো আমরা মানুষ হয়ে উঠি

সত্যিকারের মানুষ!

সত্যিকারের মানুষ

বিষয়: সাহিত্য

৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File