শুভ হোক
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২১ জুলাই, ২০১৪, ০৭:১১:১৪ সকাল
শুভ হোক
-- কিশোর কারুণিক
শুভ্রতার আলোক রশ্নি
সমস্ত অন্তর জুড়ে
পুরাতন যা কিছু ভুলে গিয়ে
মুছে ফেলে
আরেক বার শুরু হলো
জীবনের নতুন পথ চলা
শুভ হোক সমস্ত কিছু
শুভ হোক আকাশ
শুভ হোক বাতাস
শুভ হোক রোদ্রস্নান
শুভ হোক
সকাল বিকাল সন্ধ্যা রাত
শুভ হোক জীবনের জয় গান
শুভ হোক সত্য
শুভ হোক সুন্দর
শুভ হোক ভাবনা
শুভ হোক কল্পনা
শুভ হোক ছন্দ
শুভ হোক ভাললাগা
শুভ হোক পথচলা
সকল জীবের অন্তর।
বিষয়: সাহিত্য
৮৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন