মিলন মেলা
লিখেছেন লিখেছেন মামুন ০২ অক্টোবর, ২০১৪, ১০:২৩:৫৬ সকাল
দুই মেয়েকে নিয়ে মা এলাকার দোকানে গেছেন।
বাবা বাসায়।
একা।
প্রথমে দুই কন্যা ফিরল। অন্যান্য জিনিসপত্রের সাথে একটা প্যাকেট।আইস্ক্রীম রয়েছে ভিতরে। দুজনে নিজেদেরটা নেবার পরে বাকীটা বাবার হাতে দেয়। রাজকন্যাদের হাত থেকে পুরো রাজত্ব পাবার স্বাদ আস্বাদন করলেন যেন বৃদ্ধ রাজা!
-তোমাদের আম্মু কোথায়? বাবার প্রশ্নে বড়জন নির্লিপ্ত থাকলেও সপ্রতিভ ছোটটি উত্তর দেয়,
:আম্মু আস্তে আস্তে আসছে।
বৃদ্ধ রাজা আইসক্রীম ফ্রীজে রেখে দিয়ে তার রানীর উদ্দেশ্যে সিড়ি দিয়ে নেমে যায়।
মিনিটখানেক হাঁটার কষ্টও করতে হলনা। অন্ধকার রাস্তাটা... নির্জন।
নিজেকে যেমন কঠিন অন্ধকারেও চেনা যায়, তেমনি অর্ধাঙ্গীনি মানেই তো নিজেরই অংশ। এই অংশ সব কিছু মিলিয়েই। চিন্তা, ভাবনা, অটো ডিসিশন নেয়া- সব কিছু। অন্ধকারে প্রচ্ছন্ন লাল বউ হাতে বাজারের ব্যাগ... সামনে আসতেই বৃদ্ধ রাজা হাত বাড়ায়।
সে ও ব্যাগগুলো দিয়ে দেয়।
নিজের বাকী অর্ধেককে পেয়ে দুটি সত্তা এবারে এক হল।
দু'জন হয়েও একজন!
বাহ!
দশমিনিট পরে...
চারজন একসাথে। ছোট কন্যা হঠাৎ মায়ের কোলের ভিতরে দুষ্টুমি করে ঢুকে যায়।মা একটু অভিমান করে বলে-
-থাক আর ঢং করতে হবে না। একেবারে বাপের রক্ত...
এ কি একটু আগে এক হওয়া দুটি সত্তার ভিতরের অদৃশ্য না পাওয়া আরো কিছু এক হবার উপাদান করায়ত্ত করায় দুই বিপরীত শক্তির ভিতরের মৃদু খুনসুটি?
বাধ্য হয়ে বাবা এবারে দৃশ্যপটে হাজির হতে বাধ্য হয়।
: কেন বাপ আবার কি করল?
- ওরা কথা্য় কথায় আম্মু তোমাকে বাবার থেকে বেশী ভালোবাসি... আর দোকানে গিয়ে দুজনে দুটো আইসক্রীম নিয়ে বলে, "আম্মু বাবার জন্য একটা নিয়ে যাই?"... আমি মা, আর আমার কথাই ভুলে গেলো
কপট অভিমান করে বাবুদেরকে কথাগুলো বলা হলেও তার ভিতরে কন্যাদের বাবা অন্য এক জগতের ভিতরের আসল কিছু না বলা কিছু- খুব দামি একটা জিনিসের ভিতরের সরল কথন যেন শুনতে পেল?
দুই কন্যার মুখ ভার... মাথা নীচু করা। থমথমে আকাশে দমকা বাতাসের দাপটে এই বুঝি ঝুম বর্ষণ শুরু হল।
তখনই বাবা ফ্রীজের ভিতর থেকে তাকে দেয়া আইসক্রীমটি বের করে সামনে ধরেন।ততোক্ষণে তিনদিক থেকে প্রচন্ড বর্ষণ শুরু হয়ে গেছে।
নিজের জন্য বরাদ্দ আইসক্রীমটি দিয়ে ক্রন্দনরত মা- মেয়েদের পুনর্মিলনের দৃশ্যটি এই চারজনের সাথে সাথে অদৃশ্য অন্য একজনও উপভোগ করছিলেন। হৃদয় থেকে হৃদয়ে মায়ার ট্রান্সফার.. ভালবাসার লেনদেন... থেকে থেকে প্রগলভ হয়ে উঠা...এ সবকিছু মিলিয়েই 'সেই জনের' মাষ্টার হৃদয়কে উপলব্ধি করার জন্য এই 'প্রি-অ্যারেঞ্জড' নাটকের অবতারনা। খুবই উপভোগ্য!
উপভোগ করার জন্যইতো তিনি সব বানিয়েছেন!
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহ কঠিন কথা ভাই। হৃদয়ে প্রশান্তির ঝর্ণাধারা বইয়ে দিলেন। আহ! আমার পরিবারটা যদি এমন হতো। আমার পুতুলটা যদি এমন হতো।
গল্প অসাম। কিচ্চু বলার নাই
আল্লাহপাক আপনাকে এমন পুতুলের মতই আপনার ইচ্ছানুযায়ী সংখ্যার বাবু দান করুক-আমীন।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
তিনি যদি রাজকন্যা ও তাদের মায়েদের সাথে দোকানে যেতেন তবে হয়ত....থাক আর কিছু বলব না।
চারটি আইসক্রীম কিনলেতো এই মজাদার বৃষ্টি পর্ব আমরা মিস করতাম
আপনি বৃদ্ধ রাজাকে একদম ঠিক চিনেছেন। কিন্তু 'রাজা' বলে কথা, তাই প্রকৃতিগতভাবেই অলস হয়েছেন।
হ্যা, ঐ যে বললাম, যিনি আমাদের সাথে সাথে উপভোগ করবেন, তাইতো 'প্রি-অ্যারেঞ্জড' এই বৃষ্টি পর্ব করার জন্যই তিনটি আইসক্রীম কিনতে বাধ্য করেছেন।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য, আবারো ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
নিজের জন্য বরাদ্দ আইসক্রীমটি দিয়ে ক্রন্দনরত মা- মেয়েদের পুনর্মিলনের দৃশ্যটি এই চারজনের সাথে সাথে অদৃশ্য অন্য একজনও উপভোগ করছিলেন। হৃদয় থেকে হৃদয়ে মায়ার ট্রান্সফার.. ভালবাসার লেনদেন... থেকে থেকে প্রগলভ হয়ে উঠা...এ সবকিছু মিলিয়েই 'সেই জনের' মাষ্টার হৃদয়কে উপলব্ধি করার জন্য এই 'প্রি-অ্যারেঞ্জড' নাটকের অবতারনা। খুবই উপভোগ্য!
এক্সিলেন্ট! এক্সিলেন্ট!! একটি অতি সাধারণ ঘটনাকে অসাধারণ করে উপস্থাপনা করতে পারার দক্ষতা আপনার কাছেই আছে। আল্লাহ আপনার হাত দিয়ে আরো অনেক বেশী চমৎকারিত্ব প্রকাশ করার তৌফিক দিন। অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ!
সুন্দর অনুভূতিটুকু রেখে গেলেন, আর আপনার ছেড়ে যাওয়া বিশেষণ অনেক ভালো লাগলো।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ...
এক্সিলেন্ট! এক্সিলেন্ট!! একটি অতি সাধারণ ঘটনাকে অসাধারণ করে উপস্থাপনা করতে পারার দক্ষতা আপনার কাছেই আছে। আল্লাহ আপনার হাত দিয়ে আরো অনেক বেশী চমতকারিত্ব প্রকাশ করার তৌফিক দিন। অনেক ধন্যবাদ
যথার্থ বলেছেন, সহমত, আ মী ন
জাযাকুমুল্লাহ..
আপনার অনুভূতি রেখে যাবার জন্যও অনেক ধন্যবাদ ভাইয়া।
জাজাকাল্লাহু খাইর।
অনেক সুন্দর অনুভূতি রেখে গেলে। ধন্যবাদ।
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ...
এক্সিলেন্ট! এক্সিলেন্ট!! একটি অতি সাধারণ ঘটনাকে অসাধারণ করে উপস্থাপনা করতে পারার দক্ষতা আপনার কাছেই আছে। আল্লাহ আপনার হাত দিয়ে আরো অনেক বেশী চমতকারিত্ব প্রকাশ করার তৌফিক দিন। অনেক ধন্যবাদ
যথার্থ বলেছেন, সহমত,
আমি ও তাই বলছি ।
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
কবিতা লিখে পোষ্ট করুণ, পড়বার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
অসাধারণ রচনাশৈলিতে 'রাজাগিরি'এতো সুন্দর ভাবে ফুটে উঠেছে!আসলেই আপনি লেখনী জগতের'রাজা'।
সালাম রাজা....!!!
একটু বেশী বিশেষায়িত করা হেয়ে গেলো না কাহাফ ভাই?
শুভেচ্ছা রইলো আপনার প্রতিও।
জাজাকাল্লাহু খাইর।
আপনার সাথে একমত।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ওয়াও ওয়াও ওয়াও ওয়াও মামুন ভাই ওয়াও। আজকের দিনের সেরা কল্পনাটি করলাম। যদিও বাবা হইনি। স্বপ্ন দেখালেন।
'এমন ও তো প্রেম হয়, ও ও ও ও চোখের জলে কথা কয়'- সৈয়দ আব্দুল হাদী।
এখন হন নাই, তবে ইনশা আল্লাহ একদিন হবেন। আর স্বপ্ন না দেখলে জীবন আগাবে কিভাবে?
আব্দুল হাদী'র গানটি প্রিয় লিষ্টে রয়েছে। অনেক শুনেছি, এখনো সময় পেলে শুনি।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন