ছবির কবি( পাণ্ডা কাণ্ড)
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০২ অক্টোবর, ২০১৪, ১১:০৯:১৮ সকাল
ছবির কবি( পাণ্ডা কাণ্ড)
আজ সকালে নাস্তা করতে যাচ্ছিলাম পাশের হোটেলে। সেই সময় দেয়ালে এই পোষ্টার সাটা দেখে শেয়ার দেবার লোভ সামলাতে পারলাম না।
>>> লিগের এক পাণ্ডা( সাবের হোসেন চৌধুরী) আরেক পাণ্ডার( লতিফ সিদ্দিক) এর বিরুদ্ধে পোষ্টার ছেপেছে। তাই দেখে হাসতে হাসতে মরে যাই।
একটু বিনুদুন আর কি।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাগলা ছাগলাদের পোষ্টার দেখে হাসি ও আসে রাগ ও লাগে । গরু সব গরু !
মন্তব্য করতে লগইন করুন