হিজামা (ওয়েট কাপিং থেরাপী)

লিখেছেন লিখেছেন হিজামা ০২ অক্টোবর, ২০১৪, ১১:২০:৫৪ সকাল

হিজামা হুজুর (সাঃ) এর একটি অন্যতম চিকিৎসা ব্যবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন, রাসুল্লুল্লাহ (সাঃ) বলেছেন, “রাত্রি ভ্রমনে আমি কোন ফেরেস্তাকে অন্য ফেরেস্তা হতে যেতে দেখেনি যে তারা আমাকে বলেনি হে মুহাম্মদ(সাঃ) আপনি হিজামা লাগান”। (সুনানে ইবনে মাজাহঃ ৩৪৭৭)।

আব্দুল্লাহ ইবনে মাসু’দ (রাঃ) হতে বর্নিত, ফেরেস্তারা বললেন “ ওহে মুহম্মদ (সাঃ) আপনার উম্মতকে হিজামা লাগাতে আদেশ দিন। (সুনানে তিরমিজীঃ ৩৪৭৮)।

সালমা (রাঃ) বর্ননা করেছন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যখন কেউ রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে এসে মাথা ব্যথার কথা বলত, তিনি (সাঃ) তাদের হিজামা লাগানোর কথা বলতেন”। (সুনানে আবি দাউদঃ ৩৮৫৮)

ইবনুল কাইয়্যূম (রঃ) মন্তব্য করেন, রাসুলুল্লাহ (সাঃ) যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় হিজামা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয়।( যাদ আল মায়’দঃ ৪/১২৫-১২৬)

হুজুর (সাঃ) হতে হিজামা সম্পর্কে আরও বিভিন্ন হাদিসে আলোচনা করা হয়েছে। কিন্ত আমাদের দেশে এই চিকিৎসা বিরল। অথচ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “বস্তুত, হিজামা লাগানোতেই আছে শেফা”।

বিষয়: বিবিধ

১৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File