হিজামা (একটি মৃত সুন্নত)
লিখেছেন লিখেছেন হিজামা ১৮ নভেম্বর, ২০১৪, ০৪:৫১:৪১ বিকাল
হিজামা হযরত মুহাম্মদ (সাঃ) এর একটি অন্যতম চিকিৎসা ব্যবস্থা। হুজুর (সাঃ) তার জীবদ্দশায় অনেক বার হিজামা দ্বারা চিকিৎসা করিয়েছেন। এবং সাহাবারাও হিজামা দ্বারা চিকিৎসা করাতেন। রাসুল্লুল্লাহ (সাঃ) একজন ব্যাক্তিকে উৎসাহ দিলেন যিনি হিজামা লাগান, বললেন এটা রক্ত বদল করে, পিঠ আলোকিত করে এবং চোখের জ্যোতি বাড়ায়। (জামুল ওয়ারসাই, পৃঃ ১৭৯)। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন, রাসুল্লুল্লাহ (সাঃ) বলেছেন, “রাত্রি ভ্রমনে আমি কোন ফেরেস্তাকে অন্য ফেরেস্তা হতে যেতে দেখেনি যে তারা আমাকে বলেনি হে মুহাম্মদ(সাঃ) আপনি হিজামা লাগান”। (সুনানে ইবনে মাজাহঃ ৩৪৭৭)। সালমা (রাঃ) বর্ননা করেছন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যখন কেউ রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে এসে মাথা ব্যথার কথা বলত, তিনি (সাঃ) তাদের হিজামা লাগানোর কথা বলতেন”। (সুনানে আবি দাউদঃ ৩৮৫৮)। ইবনুল কাইয়্যূম (রঃ) মন্তব্য করেন, রাসুলুল্লাহ (সাঃ) যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় হিজামা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয় ( যাদ আল মায়’দঃ ৪/১২৫-১২৬)। আমাদের দেশের পরিস্থিতিতে হিজামা একটি মৃত সুন্নত। আসুন হিজামা ব্যবহার করি। সুন্নতকে জিন্দা করি। সুস্থ্য, সুন্দর জীবন যাপন করি।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন