“কয়েদীর পোষাকে কেমন আছেন আল্লামা সাঈদী”?(ডাউনলোড)
লিখেছেন লিখেছেন ওমর শরীফ ১৮ নভেম্বর, ২০১৪, ০৪:১৪:৪০ বিকাল
প্রিয় আল্লামা সাঈদী কেমন আছ তুমি! কেমন কাটছে জেলখানায় তোমার প্রতিটি সকাল আর সন্ধ্যা। জালীমদের জুলুমের স্বীকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কয়েদীর পোষাকে কেমন যাচ্ছে তোমার প্রতিটি মুহুর্ত। জানি, আমাদের ছেড়ে তুমি ভাল নেই। ভাল থাকার কথাও নয় কারন সারাটা জীবন যার কেটেছে মানুষকে আল্লাহর পথে ডেকে ডেকে। রাসূলের আদর্শের কথা বলতে গিয়ে যিনি কেঁদেছেন হাউমাউ করে। যার পবিত্র মুখে রাসূলের বাণী শুনে কেঁদেছেন লাখো,কুটি তৌহিদী জনতা। যার তাফসীর শুনে পথভ্রষ্ট যুবক-বৃদ্ধ নারী-পুরুষ ফিরে এসেছেন ইসলামের সুমহান ছায়া তলে। সেই মানুষটি আজ কয়েদীর পোষাকে জেলের চারদেয়ালে বন্দী।
আজ কতদিন ধরে তোমায় দেখিনা । তোমাকে দেখার জন্য মাঝে মাঝে পাগল পারা হয়ে যাই। লক্ষ কোটি তোমার ভক্ত অনুরাগীরা তোমার অপেক্ষায় রাত দিন মহান প্রভুর কাছে পরিয়াদ করে যায়। কতদিন ধরে তোমার মুখ থেকে সোনা হয়না আল্লাহর একত্ববাদের কথা । রাসূলের ধ্যের্যের কথা ;সাহাবাদের ত্যাগের কথা। জানি তোমার বুকে অনে-ক কথা জমে আছে। কোরান আর হাদীসের সেই বিশাল ভান্ডার উজাড় করে দিতে ইচ্ছে করে তোমার । কিন্তু কাকে শুনাবে সেই মহান আল্লাহর বানী আর কে শুনবে রাসূলের সেই সব আদর্শের কথা? পাশেতো আজ শুনাবার মত কেউ নেই। হয়তো মধ্যরাতে নির্জন একাকীত্বে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি তোমার সুমধুর কন্ঠে মহান আল্লাহকে তারই আয়াত গুলো তেলাওয়াত করে শুনাও। আর কেঁদে কেঁদে চোখের জলে দু’চোখ ভাসিয়ে একাকার হয়ে যাও।
আমরা তোমাকে আবার কবে দেখবো জানিনা। তোমার ভালবাসায় আবার কবে সিক্ত হবে এ হৃদয় তাও জানিনা! তোমাকে ভালবেসে অনেকেই আজ ওপারে সবুজ পাখীর নীড়ে ঘর বেধেছে। নিশ্চই তাদের সাথেও দেখা হবে তোমার সেই জ্যোর্তিময় জান্নাতের সিঁড়িতে। হে আমাদের প্রানের প্রিয় নেতা, তোমাকে আমরা ভালোবাসি। তোমার জন্য আমরাও প্রয়োজনে কয়েদীর পোষাক গায়ে জড়াতে পারি নির্ভয়ে। হাঁসি মুখে বরন করতে পারি সকল নির্যাতন। তোমাদের জ্যোর্তিময় চোখের দিকে তাকিয়ে শিখেছি কিভাবে ভয়কে পায়ের তলে পিষ্ট করে নির্ভয়ে এগিয়ে যেতে হয় সম্মুক পানে। তাইতো আজ হাঁসতে হাঁসতে যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলি ‘এক আল্লাহ জিন্দাবাদ’ অবাক হবার কিছুই দেখিনা। কারন তুমিই তো বলেছিলে “ফাঁসির দড়িকে মোরা জুতার ফিতা মনে করি”।
ইংশাআল্লাহ, তুমি আবার আমাদের মাঝে ফিরে আসবে। তোমাকে যে আসতেই হবে! তোমার মুখে কোরানের কথাগুলো শুনার জন্য সবার হৃদর যে ব্যকুল হয়ে আছে। আমরা জানি তুমি কোন অপরাধ করোনি। তোমার গায়ে আজ যে কয়েদীর পোষাক, সারা বিশ্বের কোটি,কোটি তৌহিদী জনতা একদিন সেই পোষাক ছিঁড়ে বাতাসের মাঝে উড়িয়ে দেবে। জালীমের সব বিষদাঁত একদিন আমরা ভেঙ্গে চুরে চুরমার করবোই। অপেক্ষা এখন সেই সময়ের । অপেক্ষা কেবল সেই বিজয়ের। একদিন আমরা বিজয়ী হবই। ইংশাআল্লাহ,
আপনাদের জন্য বইটি (“কয়েদীর পোষাকে কেমন আছেন আল্লামা সাঈদী”?) ইন্টারনেটে আপলোড করে দিয়েছি। আশা করছি সবাই বইটি (ডাউনলোড) করে পড়বেন। ধন্যবাদ। ওমর শরীফ
ডাউনলোড লিংক-১
ডাউনলোড লিংক-২
বিষয়: বিবিধ
১৭৮১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি মুক্তি যোদ্ধা,
দেশ প্রেমে জীবন দিয়েও আমি দ্রোহি-
আর তুমি দেবতা!
******************************
এই বিচার বিচার নয় শেষ বিচার বাকী আছে তখন ঐ বলদদের বিচার হবে আর এই বীর মুজাহিদরা জান্নাদের নদীধারে বসে বসে মজাদার আচার খাবে...ডোন্টওরি ওমর ভাই নিরাশ হওয়ার কিছু নাই এক সাইদি জন্মে গেছে কুটি কুটি সাইদি.... অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন