বৃষ্টি... বৃষ্টি
লিখেছেন লিখেছেন মামুন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪৮:৪০ দুপুর
[ আমার কবিতাগুলোকে সাধারণ অর্থে কবিতা বলা যায় কিনা, তাতে আমার ঘোরতর সন্দেহ রয়েছে। আমার কাছে এগুলো 'পদ্যের গদ্যানুভূতি' মনে হয়। তাই জীবনে প্রথম এবং শেষবার ছন্দ মিলিয়ে কিছু একটা লিখতে চেষ্টা করলাম। তবে আমার লিখার ট্রেন্ড থেকে বের হয়ে লিখতে আমার অনেক কষ্ট হল এবং মনটাও যারপরনাই ব্যথিত হল।]
বৃষ্টি... বৃষ্টি
.
বৃষ্টিতে দৃষ্টি
রেখে যায়
ভালোলাগার রেশ টি!
অপরুপা বৃষ্টির
অনুভূতি মিষ্টি।
.
প্রগলভ বৃষ্টি
যেন স্রষ্টার
মনলোভা সৃষ্টি!
.
অতি অতি বৃষ্টি
একি অনা সৃষ্টি!
ডুবে গেলো পথ ঘাট
ভেসে যায় কৃষ্টি।
.
রিমঝিম বৃষ্টিতে
জেগে উঠে ভালোবাসা
চাহিদার লিস্টিতে।
.
যখন অনা বৃষ্টিতে
ঝাপসা এ দৃষ্টি,
ভেকেদের চীৎকার
টেনে আনে বৃষ্টি।
হৃদয়ের তন্ত্রীতে
সুর তোলে সৃষ্টি।
.
আহ হা রে বৃষ্টিতে
চাতকের দৃষ্টি,
উপচানো ভালোবাসায়
মুগ্ধতার মিষ্টি!
.
সবুজাভ দেশটিতে
হেঁটে চলি বৃষ্টিতে,
ঝির ঝিরে টুপ টাপ
দশ দিক চুপচাপ।
.
ক্ষণে ক্ষণে জেগে উঠে
সুর তোলে সৃষ্টিতে
হৃদয়ের বিনা তারে
রেখে যায় রেশ টি।
.
দৃষ্টিতে বৃষ্টি
আহা কি যে মিষ্টি!!
বিষয়: সাহিত্য
৯০৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শব্দের সাথে চলে অনুভূতির কুস্তি,
মর্ম বুঝতেই হবে-পেতে হবে স্বস্হি।
হাড় গুলোচুর্ণ হয়-মাথা হয় বন্য,
না বুঝার ঢালী তবুও-রয়ে যায় শুণ্য!!
আমারটির থেকে বহুগুণে আপনার মন্তব্যের কবিতাটি সুন্দর হয়েছে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আপনার উতসাহের তীব্রতায় কিছু টা হলেও ভেসে ভেসে যাচ্ছি প্রিয় মামুন ভাই...।
শব্দের অগোছালো বন্ধন কে 'কবিতা' বলে নাম দিলেন!! শুকরিয়া আদায় করছি।
তবে প্রতিটি গোছালো এবং অগোছালো শব্দই কবিতা।
ভালো থাকবেন।
সুর তোলে সৃষ্টিতে
হৃদয়ের বিনা তারে
রেখে যায় রেশ টি।
সুন্দর অনুভূতি রেখে গেলেন।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
সুর তোলে সৃষ্টিতে
হৃদয়ের বিনা তারে
রেখে যায় রেশ টি।
অনেক সুন্দর, দারুন এবং অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
কিন্তু কান্নার কি হল?
অপেক্ষায় রইলাম (কান্না থামার এবং মন্তব্য শোনার)।
জাজাকাল্লাহু খাইর।
তবে আপনার পড়তে ভালো লাগে জেনে খুব খুশী হলাম। কিন্তু ছন্দ মিলাতে গিয়ে আআম্র বারটা বেজে যায়।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
আর এমন ছন্দ মিলানো কবিতা!
বেশ মজা করে পড়লাম আপনার কবিতাখানি! খুব খুব ভালো লাগলো।
অনুভুতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
রিমঝিম বৃষ্টিতে
জেগে উঠে ভালোবাসা
চাহিদার লিস্টিতে।
দোয়া করি
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন