যেভাবে আমরা শীতবস্ত্র দান করি আসুন ঠিক সেভাবে এই মধুমাসে...

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ মে, ২০১৬, ০২:৩৩:৪৯ দুপুর

ফল উৎসব করে কিছু ফল বিতরণ করি সেই সব মানুষদের যারা এসব কিনে খেতে পারে না! আম/ লিচুর দাম হয়ত এখন খুব বেশি কিন্তু কিছুদিনের মধ্যেই হয়ত সেই দাম কিছুটা কমবে, এছাড়াও আরো কিছু সস্তা দামের ফল পাওয়া যায়, আসুন কিছু টাকা খরচ করে এইসব ফল কিনে পথশিশুদের কিংবা আমাদের আশে-পাশে থাকা গরীব প্রতিবেশীদের মাঝে বিলাই!

এই মধুমাসে আমাদের অনেকের ঘরেই ফলের ছড়াছড়ি হবে! কারো কারো আম/লিচু বাগান আছে! আসুন না সেখান থেকে কিছু ফল বিতরণ করি! অনেকের ঘরে আম/লিচু অ্যাদেল- গ্যাদেল হয়ে পঁচে! আসুন সেইসব ফল পঁচার আগে যারা এসব খেতে পারে না তাদের বিলাই,এমন কিছু ক্ষতি হবে না তাতে কিন্তু যাদের বিতরণ করবেন তাদের মুখের হাসি আপনাকে অদ্ভুত এক প্রশান্তি দিবে!!

আমরা করি! অনেক ফল কিনে বিতরণ না করলেও,আমাদের জন্য যেসব ফল আনা হয় এই মধুমাসে আমরা সেখান থেকে কিছু ফল আমাদের পাশে থাকা গরীব প্রতিবেশীদের মাঝে বিলাই! তাদের খেতে দেই! আম/লিচু/তরমুজ সব ফলের দাম শেষের দিকে এসে কিংবা বেশি উৎপন্ন হলে কয়েকদিনের মধ্যেই দাম পড়ে যায় আপনি চাইলে সেই সময়টাও বেছে নিতে পারেন!

আমরা আমাদের জায়গা থেকে সামান্য কিছু করি আপনি আপনার জায়গা থেকে কিছু করতে পারেন, এই আর কি ! অন্তত এক একজন যদি এরকম এক একজন কে বেছে নিয়ে মধু মাসে ফল খাওয়াই খুব বেশি ক্ষতি হবে কি? ভেবে দেখতে পারেন !!

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369577
১৯ মে ২০১৬ দুপুর ০৩:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দর উপলব্ধি আপু। হাতে সময় নেই তাই অল্প কথায় লিখতে হচ্ছে পাজি সালাহউদ্দিন দেখলে আবার দোষারোপ করবে। সরোবর এর এমন একটা প্রোগ্রাম আছে তারা প্রতিবছর অর্থ সংগ্রহ করে নিজেরাই আবার ফরমালিন মুক্ত ফল বাগান থেকে নিয়ে আসে এবং বস্তি ও মাদ্রাসার গরিব এতিমদের মাঝে তা বিলি করে। আপনি ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
১৯ মে ২০১৬ দুপুর ০৩:৪৫
306714
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঘুম ভাঙ্গাতে চাই হচ্ছেন সরোবর মানে পানির হেড অব দি ড়িরেক্টর, সাথে সাথে কর্পোরেটও। নিশ্চয় উনার সঙ্গে যোগাযোগ করবেন। গরীব লোকেরা এসে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে, তাই মাঝে মাঝে মাথাটা একটু যায় গরম হয়ে। গরীবদের জন্য আম কাঠাল, লিচু, যা ইচ্ছে খাওয়ান, কিন্তু তরমুজগুলো উনার মাথায় ঢালার সবিনয় অনুরোধ জানাই।
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
306720
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ভাইয়া, আমি যেকোন কিছু নিজে করতে পছন্দ করি! মানে কিছু যদি কখনো দান করি তা নিজেই করি! যতটুকু পারা যায় নিজে থেকে! ধন্যবাদ আপনাকে ! ঘুম ভাঙাতে চাই ভাই!
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
306721
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ভাইয়া, আমি যেকোন কিছু নিজে করতে পছন্দ করি! মানে কিছু যদি কখনো দান করি তা নিজেই করি! যতটুকু পারা যায় নিজে থেকে! ধন্যবাদ আপনাকে ! ঘুম ভাঙাতে চাই ভাই!
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
306734
শেখের পোলা লিখেছেন : গাজী সাহেব, আপনি আমার সব মায়েদের পিছনে লাগেন কেন? আমি নতুন বৌকে বলে দেব।
369578
১৯ মে ২০১৬ দুপুর ০৩:২১
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো চিন্তা করেছেন সব কাজেই সহযোগীতা করা যায়। ইসলামও তাই বলে লেখাটি খুবই ভালো লাগলো তাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
306722
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! পাশে থাকার জন্য! এটা একটা আহ্বান ! কেউ যদি সেই আহ্বানে সাড়া দিয়ে নিজে থেকে কিছু করে আরো ভালো লাগবে!
369579
১৯ মে ২০১৬ দুপুর ০৩:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
306723
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ! ভালো থাকবেন!
369588
১৯ মে ২০১৬ দুপুর ০৩:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে রম্য রসিক চৌধুরানী, এতো দিন পরে ব্লগ বাড়িতে আপনার পা পড়ল!!!!!
আমিও গরীবদের থেকে খুব উচ্চ শ্রেণীর নই। তাদের কাতারে আমাকেও শামিল করে দু'চারটা ফল ফ্রুট খাওয়াবেন কেমন!
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
306724
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ঠিক বুঝতে পারছি না আপনি আসলে কি বঝাতে চাইছেন! হু অনেক দিন পরেই!
369594
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১০
পললব লিখেছেন : এই রকম একটি অভিজ্ঞতার সম্মূক্ষিণ হয়েছিলাম সেনেগালে। তরমুজের দোকানে দেখলাম আশে পাশে অনেক গরীব ছেলে মেয়ে বসে আছে যারা তরমুজের ফালি কিনে খাচ্ছে বাচ্চাদের দিয়েই খাচ্ছে। ভালো লাগলো আপনার অনুভভুতি । ধন্যবাদ।
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
306725
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!
369595
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সত্যিই সুন্দর উপলদ্ধি, অনেক অনেক ধন্যবাদ
০৭ জুন ২০১৬ সকাল ১১:২৪
308022
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাই! ধন্যবাদ পাশে থাকার জন্য!
369598
১৯ মে ২০১৬ রাত ০৮:০২
শেখের পোলা লিখেছেন : সুন্দর প্রস্তাব। আসুন সবাই আপন আপন গরীব প্রতিবেশীদের জন্য এ রকম কিছু করি। ধন্যবাদ।
০৭ জুন ২০১৬ সকাল ১১:২৪
308023
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ পাশে থাকার জন্য ভাইয়া!
369602
১৯ মে ২০১৬ রাত ০৮:১৩
হতভাগা লিখেছেন : Charity begins at home

তাই ব্লগে বিতড়ন করে কাজ শুরু করে দিন ।

আপনি তো সামুতেও ব্লগিং করেন , এই পোস্ট সামুতেও পোস্টান্নাই তো ?
০৭ জুন ২০১৬ সকাল ১১:২৫
308024
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহহহাহা সামুতে দিলে কি এখানে দেয়া যাবে না ? সব সময় ট্যারা কথা না বলে একটু ভাল কথা বললে এমন কোন ক্ষতি হয় না ভাই!
369610
১৯ মে ২০১৬ রাত ০৮:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার একটি বিষয় এ বলেছেন। আসলে দরিদ্রদের দান নয় বরং ভাগ করে খাওয়ার মানসিকতার বৃদ্ধি ও প্রয়োজন আছে।
০৭ জুন ২০১৬ সকাল ১১:২৫
308025
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ পাশে থাকার জন্য ভাইয়া!
১০
369611
১৯ মে ২০১৬ রাত ০৮:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সম্ভবত মালয়শিয়ার একটা ক্যাফের ভিডিও দেখেছিলাম। সেখানে একটা বোর্ড আছে। কেউ দুই কাপ কফির দাম দিয়ে এককাপ খান আর বোর্ডে একটা টিকেট সাঁটা হয়।কোন দরিদ্র লোক আসলে সেই টিকেট এর বিপরিতে একটা বিনামুল্যে কফি পান।
০৭ জুন ২০১৬ সকাল ১১:২৫
308026
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বাহ্‌ দারুন তো !!
১১
369622
১৯ মে ২০১৬ রাত ১১:২৪
সন্ধাতারা লিখেছেন : সালাম আপু। লিখাটি সুন্দর ভাবনার শুভ্র প্রতিফলন।
০৭ জুন ২০১৬ সকাল ১১:২৫
308027
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ আপু!! ভালো থাকবেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File