যেভাবে আমরা শীতবস্ত্র দান করি আসুন ঠিক সেভাবে এই মধুমাসে...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ মে, ২০১৬, ০২:৩৩:৪৯ দুপুর
ফল উৎসব করে কিছু ফল বিতরণ করি সেই সব মানুষদের যারা এসব কিনে খেতে পারে না! আম/ লিচুর দাম হয়ত এখন খুব বেশি কিন্তু কিছুদিনের মধ্যেই হয়ত সেই দাম কিছুটা কমবে, এছাড়াও আরো কিছু সস্তা দামের ফল পাওয়া যায়, আসুন কিছু টাকা খরচ করে এইসব ফল কিনে পথশিশুদের কিংবা আমাদের আশে-পাশে থাকা গরীব প্রতিবেশীদের মাঝে বিলাই!
এই মধুমাসে আমাদের অনেকের ঘরেই ফলের ছড়াছড়ি হবে! কারো কারো আম/লিচু বাগান আছে! আসুন না সেখান থেকে কিছু ফল বিতরণ করি! অনেকের ঘরে আম/লিচু অ্যাদেল- গ্যাদেল হয়ে পঁচে! আসুন সেইসব ফল পঁচার আগে যারা এসব খেতে পারে না তাদের বিলাই,এমন কিছু ক্ষতি হবে না তাতে কিন্তু যাদের বিতরণ করবেন তাদের মুখের হাসি আপনাকে অদ্ভুত এক প্রশান্তি দিবে!!
আমরা করি! অনেক ফল কিনে বিতরণ না করলেও,আমাদের জন্য যেসব ফল আনা হয় এই মধুমাসে আমরা সেখান থেকে কিছু ফল আমাদের পাশে থাকা গরীব প্রতিবেশীদের মাঝে বিলাই! তাদের খেতে দেই! আম/লিচু/তরমুজ সব ফলের দাম শেষের দিকে এসে কিংবা বেশি উৎপন্ন হলে কয়েকদিনের মধ্যেই দাম পড়ে যায় আপনি চাইলে সেই সময়টাও বেছে নিতে পারেন!
আমরা আমাদের জায়গা থেকে সামান্য কিছু করি আপনি আপনার জায়গা থেকে কিছু করতে পারেন, এই আর কি ! অন্তত এক একজন যদি এরকম এক একজন কে বেছে নিয়ে মধু মাসে ফল খাওয়াই খুব বেশি ক্ষতি হবে কি? ভেবে দেখতে পারেন !!
বিষয়: বিবিধ
১৫৪০ বার পঠিত, ২৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমিও গরীবদের থেকে খুব উচ্চ শ্রেণীর নই। তাদের কাতারে আমাকেও শামিল করে দু'চারটা ফল ফ্রুট খাওয়াবেন কেমন!
তাই ব্লগে বিতড়ন করে কাজ শুরু করে দিন ।
আপনি তো সামুতেও ব্লগিং করেন , এই পোস্ট সামুতেও পোস্টান্নাই তো ?
মন্তব্য করতে লগইন করুন