।।পশ্চিমবঙ্গে কংগ্রেস-বামজোটের আবার ভরাডুবি।। মমতার বাজিমাত;চার প্রদেশে বিজেপির শোচনীয় হার
লিখেছেন লিখেছেন Democratic Labor Party ১৯ মে, ২০১৬, ০৩:২৭:৩৮ দুপুর
কলকাতা,১৯ মে,২০১৬: পশ্চিমবঙ্গ ও আসামসমেত ভারতের পাঁচ প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে।
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর আসামে বিজেপি জোট বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে একমাত্র আসাম ছাড়া অন্য ৪টি প্রদেশে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি শোচনীয় পরাজয় বরণ করতে যাচ্ছে।
ব্রিহস্পতিবার কলকাতায় নিউজ কন্ফারেন্সে মমতা ব্যানার্জি ও ত্রিণমুল নেতারা
বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। নিরাপত্তা এতটাই কড়া যে গণনা কেন্দ্রগুলোর বাইরে দলীয় কর্মী সমর্থকদের যে উপস্থিতি অন্যান্য বার চোখে পড়ত, এবার সেখানে শুধুই পুলিশে সয়লাব।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। ২৯৪টি আসনের মধ্যে দলটি ২১৪টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে আছে ৩৯টি আসনে। সিপিএম ৩১টিতে এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজিপি ১০টিতে এগিয়ে রয়েছে। এখনো ভোট গণনা চলছে। চূড়ান্ত ফলাফলে সামান্য পরিবর্তন হতে পারে।
মমতাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে গণনা শুরু হতেই একের পর এক কেন্দ্র থেকে তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে।
বেলা যত গড়িয়েছে, তৃণমূল সমর্থকদের হাসি তত চওড়া হয়েছে। তারই মধ্যে মমতাকে ফোন করেন মোদি। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘মমতাজির সঙ্গে কথা হয়েছে। অসাধারণ এই জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।’ এর পরেই তিনি জানিয়েছেন, ‘প্রদেশে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার জন্য তার প্রতি শুভ কামনা রইল।’
আসাম
বাংলাদেশের সীমান্ত সংলগ্ন প্রদেশ আসামে কংগ্রেসকে হারিয়ে জিতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। ভোট গণনায় ১২৬ আসনের মধ্যে ৭৭টি আসনে বিজেপি, ৩১টিতে কংগ্রেস, ৯টিতে এইউডিএফ এবং অন্যান্য দল ৯টি আসনে এগিয়ে রয়েছে।
তামিল নাড়ু
তামিল নাড়ুতে ২৩৪ আসনের মধ্যে এরই মধ্যে ২৩২ আসনের ফলাফল স্পষ্ট হয়েছে। এর মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী জয়ললিতার এডিএমকে দল ১২৮টি আসনে, ডিএমকে ৯৬ আসনে, পিএমকে ৪, বিজেপি মাত্র ২টি আসনে এগিয়ে রয়েছে।
কেরালা
কেরালায় ১৪০টি আসনের মধ্যে বামপন্থী এলডিএফ ৯০, ইউডিএফ ৪৮, বিজেপি ১ এবং অন্যান্য ১ টি আসনে এগিয়ে রয়েছে।
পন্ডিচেরি
পন্ডিচেরির ৩০ আসনের মধ্যে ১০টিতে কংগ্রেস, ৯টিতে এআইএনআরসি এবং অন্যান্য একটিতে এগিয়ে রয়েছে।
ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, একমাত্র আসাম ছাড়া অন্য কোনো রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি কোনো অবস্থানে নেই। ভোটের হিসেবে দলটির শুধু ভরাডুবিই হয়নি বরং অনেকটাই লাপাত্তা হাল।
বিষয়: রাজনীতি
১২০১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংআলীর ভাগ্যে জুটলো শুধুই সর্বনাশ
৩৯ বছরের বিশ্বাসঘাতকতা , বাংলায় বিজেপি চাই
এরকম এড দিত ভারতীয় বাংলা চ্যানেলে ।
বাংলাদেশীদের জন্য যেই লাউ সেই কদু
মন্তব্য করতে লগইন করুন