ইরানে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা; চুক্তি সই
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ১৯ মে, ২০১৬, ০৪:০৪:০৪ বিকাল
পার্স্ টুডে,মে ১৮, ২০১৬ ,১৮:৩৯, এশিয়া/ঢাকা:-
তেহরান সফররত ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
গতকাল কোলিন্দা বিশাল একটি প্রতিনিধিদল নিয়ে তেহরান এসে পৌঁছান। ইরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ক্রোয়েশিয়া তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায়। এর অংশ হিসেবে দুই প্রেসিডেন্ট দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তিতে সই করেছেন।
পরে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ক্রোয়েশিয়া ইউরোপের দেশ হলেও ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণে ইরানের সঙ্গে দেশটির অনেক অভিন্ন মূল্যবোধ রয়েছে। ক্রোয়েশিয়ার ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপ মহাদেশে ইরানের জন্য প্রবেশদ্বার হয়ে গেছে।
অর্থনৈতিক ইস্যুতে ইরান ও ক্রোয়েশিয়া দু পক্ষই সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে দু দেশ প্রযুক্তি, বিজ্ঞান, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি বিষয়ে সহযোগিতা বাড়াবে। এছাড়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু দেশের মধ্যে সহযোগিতা থাকার কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি।
সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, স্বাধীন হওয়ার পর থেকে তার দেশ তেহরানের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রক্ষা করে চলেছে।#
বিষয়: আন্তর্জাতিক
১০০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগামীতে হিজাবের বিপরীতে দাড়াতে গেলে এটা রেফারেন্স্ হয়ে থাকবে।
বাংলাদেশ বা সউদীরা এটা করতে পারে নাই।
মন্তব্য করতে লগইন করুন