গানে গানে তুমি -আমি ! (বলেন তো- এই বাংলা গান গুলি কি কি?)

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৮ নভেম্বর, ২০১৪, ০৭:২৬:১০ সন্ধ্যা

@ চ্যাটে সবুজ বাতি দেখবি যখন

দুষ্টু বালকটাকে পড়বে চোখে

চলবে তখন কথা ইনবক্স আর স্ট্যাটাস এ

প্রেমিক যে এসেছিলো জানবে লোকে... !

(কি বলছিস তুই ?

বুঝতে পারছিস না?)

মেসেজগুলি কেন তোর এলোমেলো হচ্ছে

মনের মানুষটিকে কি তোর চেনা চেনা লাগছে

তুই কি তবে তাকে কাছে ডাকবি?

@ সব সখির- ই মেসেজ পড়

এটা আমার জানা

আমার মেসেজ পড়তে তোমায়

কে করেছে মানা...

সখা গো... ও সখা...

আমি মেসেজ দিয়েছি

মেসেজ পড়তে পয়সা লাগে না!

@ আমায় তোর ফ্রেন্ডলিস্টে একটু জায়গা দিবি কি - বন্ধু হব

অপেক্ষা করতে করতে ক্লান্ত একটু জিরবো...

বন্ধু হব বলে ডাকতে থাকি ...

শুনিস না কেন পরানের পাখি

আবারো কি বন্ধু হতে পারিস না?

@ বল তুই আমায় ব্লক করে

রাখবি কতদিন

বল তুই আমায় আবার ফ্রেন্ডলিস্টে

ডাকবি কবে?

ইনবক্সে হাজার মেসেজ আসতেই পারে

তাই বলে কি সেটা পড়ে রাখবি আমায় দূরে ?

@ ইনবক্স কান্দে সখি আমার

মেসেজের লাগি ,বুঝলা না ...

আর কতকাল মেসেজ না দিয়ে

চুপচাপ থাকবা -বললা না

আমার মোবাইলের ইনবক্সে...

পাঠাও না তোমার ভালোবাসাকে

পাঠাও না আগের মত মুঠোবার্তা... !

@আমি স্ট্যাটাস এ স্ট্যাটাস এ রটিয়ে দেবো

তুমি আমার...।।

@ আমি ঝাড়ি খেতে ভালবাসি

তাই ব্লক করলেও অন্য আইডি দিয়ে

তোর টাইমলাইনে আসি ...

@ স্ট্যাটাস দেখো

নোট দেখো

গল্প- কবিতায়

মুখোর আমায় দেখো

দেখো না তো কেউ

লেখা শেষে নীরবতা

লেখা পড়ে তো কেউ বুঝলো না

কোনটা আমার কোনটা রূপক

লেখা পড়ে কেউ বুঝলো না

এই আমাকে......!

@ লিখতে পারি না কোন কবিতা আজ তুই ছাড়া...

ভাবতে পারি না কোন স্ট্যাটাস তোকে ছাড়া

কি যে যন্ত্রনা এখন এই ফেবুতে থাকা

সব কিছুতে লাগে একা তুই জানিস না

ফেবুর ইনবক্সে মেসেজে মেসেজে তুই ছিলি জড়িয়ে

দুজনের খুনসুটি ছিল চারপাশ ছড়িয়ে

কি যে যন্ত্রনা ...............

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282402
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ফখরুল লিখেছেন : আপনাদের ব্লগে দেখলে ভাল লাগে। আবার সবাই মিলে এক সাথে ব্লগিং করা যায় না? কেন আপনারা হারিয়ে যান মাঝে মাঝে? আপনাদের কয়েক জন গুনি ব্লগার ছাড়া ব্লগকে অপূর্ণ মনে হয়। আশা গনতন্ত্র রক্ষায় ব্লগের বিকল্প নেই। অনেকেই ফেইস বুকে একটিভ দেখা যায়। আশা করি সবাই আগের মত ব্লগিং শুরু করবেন।
অসাধারন কিছু বাস্তব আমাদের সাথে তুলেছেন।ধন্যবাদ আপনাকে।
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:২২
225791
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ভাইয়া একদম সত্যি কথা বলতে কি আমি কনফিউজ! আপনি কি আমার লেখাতে ভুল করে কমেন্ট করেছেন (অন্য কারো লেখাতে করতে গিয়ে?) ! যদি আমার লেখাতেই হয় তাহলে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমন্ত্রন জানানোর জন্য! আসলে সময় ও ব্যস্ততার কারনে ফেবু কিংবা ব্লগে আসলেও সেটা শুধু ঢুঁ -ই মারা হয়! চেষ্টা করবো নিয়মিত হতে! Happy
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
225802
ফখরুল লিখেছেন : আসলে এই কথাটা আমি প্রায় সব ব্লগারদের বলি। আপনার নামের সাথে পুস্পিতা আপুর নাম টা গুলিয়ে ফেলেছি। আমি মনে করেছি পুস্পিতা। ঠিক ভাবে খেয়াল করিনি ইস্পিতা অর পুস্পিতা। আমার এই মন্তব্য সবার জন্য।
282406
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : প্রথমটা :: আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।

(কি বলছেন আপনি
বুঝতে পারছো না)

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

দ্বিতীয়টা :: সব সখির পার করিতে নিবো আনা আনা

০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
225788
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবগুলাই পারি কিন্তু সময়ের অভাবে দিতে পারছি না। আমি প্রচুর গান শুনি তাই
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:২২
225793
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহা! ঠিক ধরেছেন! Happy
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৫
225801
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওককে! অনেক ধন্যবাদ !
282442
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গানের তেরটা বাজিছে!!!
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
226503
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা ফান দিয়ে গান এভাবেই হয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File