মক্কা মুকাররমায় যাওয়ার পথে এক মাতালের খপ্পরে
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ০৮ নভেম্বর, ২০১৪, ০৭:৪৫:৫৮ সন্ধ্যা
গতকালকের ঘটনাটি মনে থাকবে অনেকদিন। ব্যক্তিগত কাজে মক্কা আল মুকাররমায় রওয়ানা করেছি আমি। জুমুয়া নামাজ সেরে খাওয়া দাওয়ার পরপরই মক্কার উদ্দেশ্যে যাত্রা। জেদ্দার বাব মক্কা থেকে একটি প্রাইভেট কারে আরো তিন যাত্রীর সাথে দশ রিয়াল চুক্তিতে আমিও উঠে বসলাম।
পাশের এক বাংলাদেশী প্রবাসী যাচ্ছেন উমরাহ করতে। উনি ড্রাইভারকে আরবীতে গাড়ির এসি ছাড়তে বললেন। ওমনি সৌদি ড্রাইভার শুরু করলেন এসি সম্পর্কে কিছু কথা (আরবীতে)। আমি এখানে বাংলা অনুবাদ লিখে দিচ্ছি:
ও এসি, ও এসি, ও এসি ও এসি....এসি....এসি এসি........এসি.....
এসি হচ্ছে একটি নেয়ামত। এসি হচ্ছে বড় নেয়ামত। এসি হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। এসি হচ্ছে বান্দার জন্য আল্লাহর সব চাইতে সেরা দান। আল্লাহর সেরা নেয়ামত। এসি এসি এসি এসি .........................
আমি একটু ভড়কে গেলাম। ভাবছি এ কোন মাতালের গাড়িতে উঠলাম। সব চিন্তা বাদ দিয়ে আমি ড্রাইভারের মতিগতি লক্ষ্য করছি। দেখতেছি তার মুভমেন্ট ভাল না। চোখ দুটো লাল। সম্ভবত তিন চারদিন ঘুমায়নি। প্রচন্ড ঘাম ঝড়ছে। প্রচন্ড গতিতে গাড়ি ড্রাইভিং করছে সে।
এরমধ্যে ড্রাইভারের একটি ফোন আসে। ফোন রিসিভ করেই একটানা কয়েকমিনিট আজেবাজে বকবক করেছে। অপরপ্রান্ত থেকে ফোন করা ব্যক্তি ড্রাইভারের বেসামাল কথা টের পেয়ে লাইন কেটে দেয়।
এরপর আবারো শুরু হলো লোকটির ভড়ভড়....বিসমিল্লাহ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহি আর রাহমানির রাহিম। বিসমি আল্লাহ আর রাহ মানির রাহিম....
প্রচন্ড আওয়াজে শুধু বিসমিল্লাহ বলছে আর মোরামোরি করছে। আমাদের দিকে চোখ ঘুরিয়ে বার বার তাকাচ্ছে। গাড়িও চালাচ্ছে ধুমছে।
ড্রাইভারের পাশের সিটে বসা এক পাকিস্তানি বেগতিক অবস্থা দেখে বলল ভাই আমারে নামিয়ে দে। আমি ভুলে কাগজ রেখে আসছি।
ড্রাইভারও পাকিস্তানি ব্যক্তির কথাগুলো হুবহু আওড়াচ্ছে আর চোখ বড় করে তাকাচ্ছে। এরপর গাড়িটা দাড় করিয়ে দিল। পাকিস্তানি ১০ রিয়াল ভাড়া দিয়ে চলে যাচ্ছে। এখন ড্রাইভার আমার দিকে তাকিয়ে মাতাল কন্ঠে বলছে সামনে আয়। আমি পেলাম সুযোগ। সামনে যাওয়ার ছতায় আমিও রাস্তায় নেমে পড়লাম। তৎক্ষনাৎ সিদ্ধান্ত নিলাম ১০ রিয়াল দিয়ে আমিও পালাই তবুও এই মাতালের গাড়িতে যাওয়ার দরকার নেই। জীবনের মূল্য আছে......
আমার দেখাদেখি অন্য দুজনও নেমে পড়লেন। এখন দেখছি ড্রাইভারও নেমে পড়ে আমাদের সাথে মাতাল কন্ঠে বলছে এই মক্কা না গেলে পয়সা দে। আমরা সবাই ওরে ১০ রিয়াল করে দিয়ে দিলাম। ও খুশি হয়ে গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেল।
এরপর আমরা সবাই অন্য গাড়ি ভাড়া করে মক্কা গেলাম। মক্কা গিয়ে আসর নামাজ জামাতে পড়লাম হেরেম শরীফে......
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হয় আপনাদের পুলিশকে জানান উচিত ছিল। না হলে আর কেউ বিপদে পরতে পারে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন