সর্বকালের সবচেয়ে বিখ্যাত ২০ জন বাঙালী নাস্তিক/সেক্যুলারদের তালিকা (পর্ব-১)
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১২ নভেম্বর, ২০১৪, ০৫:৪৮:৩২ বিকাল
১। আহমেদ শরীফ: নতুন প্রজন্মের অনেকেই এই নাস্তিকের নাম জানে না। তার বিখ্যাত উক্তি- "পুরুষদের যদি সততা দরকার না হয় তবে নারীদের সতীত্বের কেন দরকার? নারীরাও যেভাবে খুশি যৌনাঙ্গ বিলাতে পারবে।" তবে স্বঘোষিত নাস্তিক হলেও সে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতো কম। মৃত্যূর পর তার জানাজা এবং কবর কোনটাই হয়নি।
২। হুমায়ুন আজাদ: বাংলা সাহিত্যের অশ্লীল ও কুরুচিপুর্ণ লেখার জনক। সারাজীবন ধর্মের প্রতি বিষোদগার করে গেলেও মৃত্যূর পর ধর্ম মেনে ঠিকই তার জানাজা ও কবর দেয়া হয়েছে, সে এটাই চেয়েছিল কারন মুখে নাস্তিকতার বড় বড় বুলি আওড়ালেও মৃত্যূ পরবর্তী জীবন নিয়ে সম্ভবত সে ভীত ছিল। মেয়ে মৌলি আজাদের ভাষায়- "মাত্রাতিরিক্ত সেক্সের প্রাধান্য থাকতো বাবার উপন্যাসে। তাই মাঝে মধ্যে বিরক্তই হতাম"। হুমায়ুন আজাদের নিজের ভাষায়- "এক একটি উর্বশীকে আমি মেপে মেপে দেখি। মাঝারী স্তন আমার পছন্দ, সরু মাংসল উরু আমার পছন্দ"।
৩। আরজ আলী মাতব্বর: অতি সাধারন অশিক্ষিত এক কৃষক হয়েও সে বাংলার নাস্তিক সমাজের মধ্যমনি। ইসলামী জ্ঞানের স্বল্পতা থাকার দরুন না বুঝেই ইসলাম ধর্ম নিয়ে অনেক অভিযোগ উত্থাপন করেছিল। কুরআন-হাদীসের ভূল ধরতে গিয়ে সে কেবল তার জ্ঞানের সীমাবদ্ধতাকেই তুলে ধরতে পেরেছে। তবুও শুধুমাত্র ইসলাম বিরোধীতা করার কারনে নাস্তিকরা তাকে নিজেদের ধর্মগুরু বানিয়ে নিয়েছে।
৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: ঘোরতর সেক্যুলারপন্থী হলেও ধর্মবিরোধী ছিলেন না। ধর্ম নিয়ে বাড়াবাড়িও করতেন না। বিদ্যাসাগরের ভাষায়: "ঈশ্বরে বিশ্বাস না করার অধিকার যেমন তোমার আছে, তেমনি অন্যরা যে যার ধর্ম পালন করবে সেটিও তাদের অধিকার"।
৫। প্রবীর ঘোষ: বর্তমান সময়ের একজন খাটি নাস্তিক। কলকাতার নাস্তিকদের মধ্যে সে সবচেয়ে জনপ্রিয়। সকল ধর্মের বিরোধী প্রবীর ঘোষ ধর্মমুক্ত একটি বিশ্ব চায়। তার অসংখ্য,ভক্ত-সমর্থক রয়েছে।
শীঘ্রই ২য়, ৩য় এবং ৪র্থ পর্ব নিয়ে আসছি ইন-শা-আল্লাহ...
*** পূর্বে আমার ফেসবুক আইডিতে প্রকাশিত। আইডি লিংক- এখানে
বিষয়: বিবিধ
৪৩১২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : হুমম! আর্কিমিডিস, নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন এরা সবাই মূর্খ, গন্ডখূর্খ?মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আর যদি আইনস্টাইন, নিউটন এরা নাস্তিকও হতেন তাহলেও আমি বলতাম তারা গণ্ডমূর্খ। যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে সে মূর্খ নয় তো কী? কেবল জাগতিক বিষয়ে জ্ঞান থাকলেই জ্ঞানী হওয়া যায় না। নাস্তিক যত বড় সার্টিফিকেটধারীই হোক ইসলামের দৃষ্টিতে সে গন্ডমূর্খ। আপনি যদি মুসলমান হন তাহলে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই আপনার।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : আপনি যে একজন আল্লাপূজারী ছাগল তাতে সন্দেহ নেই। কোথাকার কোন শহীদুল্লার উদাহরন দিয়ে বল্লেন- যাদের সাথে আল্লা ও বিয়েপাগল মোহাম্মদের সম্পর্ক নেই তারা নাকি গন্ডমূর্খ। আবার আপনার লেখাতেই সেই গন্ডমূর্খ! আইস্টাইনকে কোট করছেন।আপনার জন্য আক্ষেপ- আর কতকাল অর্থব মূর্খ, পরজীবি পরগাছা মুসলমানের গোদা বহন করবেন??
এই সব নাস্তিকদের সম্পর্কে জানা থাকা ভালো!
সতর্ক থাকা যায় এতে!
অনেক ধন্যবাদ উপস্হাপনার জন্যে!!!
০ বোঝাই যাচ্ছে, এ হচ্ছে তসলিমা নাসরিনের গুরু ।
তসলিমা জরায়ুর স্বাধীনতা দাবী করেছিলেন।
২. হুমায়ুন আজাদ :
হুমায়ুন আজাদের নিজের ভাষায়-
০ উনার আরেকটা বিখ্যাত উক্তি ছিল :
'' চোখের সামনে মেয়ে বড় হচ্ছে , কিন্তু সামাজিক বিধিনিষেধের কারণে আমার হাত পা বাঁধা ''
এরকম বাবার সাথে থাকতে মেয়ের কি রকম লাগতো ?
এখনকার ডাকসাইটে নাস্তিক আসিফও একই রকম মানসিকতা লালন করেন ।
মন্তব্য করতে লগইন করুন