শিরক ও বিদাতের আস্তানা এদেশের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেয়া দেয়া আমাদের ঈমানী দায়িত্ব নয় কি?
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১০ নভেম্বর, ২০১৪, ০৭:১০:২২ সন্ধ্যা
সিলেটের হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ থেকে শুরু করে কুষ্টিয়ার নাস্তিক লালন শাহ এর আখড়া পর্যন্ত এদেশে যত মাজার/মোকাম আছে সবগুলো বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া উচিত। ইসলামের নামে সবচেয়ে বেশি অনৈসলামিক কার্যকলাপ চলে এসব মাজারে। মাজারের ৯৯% কার্যকলাপ ইসলাম বহির্ভূত। মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর দালালরা মাজারকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা করছে। কেউ পূণ্য অর্জনের আশায়, কেউবা আবার বিভিন্ন দাবি-দাওয়া, মানত নিয়ে শত শত মাইল দূর থেকে পীরের দরবারে ছুটে আসে। পীরের উপর তাদের অগাধ বিশ্বাস, তাদের ধারনা মৃত পীর তাদের যে কোন ইচ্ছা পুরণ এবং বিপদ আপদ থেকে রক্ষা করতে সক্ষম। এদেশে এমন অসংখ্য মুসলমান আছে যারা মাজার জিয়ারতকে নামাজ পড়ার চেয়েও বেশি গুরুত্বপুর্ণ ও সওয়াবের কাজ মনে করে। তারা আল্লাহর কাছে কোন কিছু চেয়ে প্রার্থনা করার চেয়ে মাজারে গিয়ে পীরের কাছে আর্জি পেশ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করে। তাদের ধারনা, নামাজ পড়ে আল্লাহর কাছে কোনকিছু চাইলে যতটা না কাজ হবে পীরের মাজারে গিয়ে মানত করলে তারচেয়ে বেশি কাজ হবে (নাউজুবিল্লাহ)। খেয়াল করলে দেখবেন অসংখ্য হিন্দু্ও বিভিন্ন মানত নিয়ে এসব মাজারে ভিড় জমায়। মাজারে কবর জিয়ারত ছাড়া বাদবাকি যতগুলো কাজ হয় তার সবই ইসলামের দৃষ্টিতে হারাম। মাজারগুলোতে যেসব অনৈসলামিক কাজ চলে তার মধ্যে উল্লেখযোগ্য-
১। পীরের জন্মবার্ষিকীতে বাৎসরিক ওরশ পালন করা
২। গাজার আসর বসানো
৩। পীরের কবরকে সেজদা করা
৪। মৃত পীরের কাছে আর্জি পেশ করা
৫। মাজারকে ঘিরে বাতি প্রজ্জ্বলন করা
৬। ঝাড়-ফুক, তাবিজ বিক্রি
৭। পীরের নাম জড়িয়ে গান-বাজনা করা
৮। কোন কিছু মানত করে মোমবাতি-টাকা-পয়সা ও সিন্নী উৎসর্গ করা
মাজার মানেই শিরক, মাজার মানেই বিদাত, মাজার মানেই কুফরী। এইসব ভন্ডামীর সাথে সর্বকালের সর্বাধুনিক ইসলাম ধর্মের কোন সম্পর্কই নেই, বরং গাজাখুরী সনাতন ধর্মের সাথে এর ব্যাপক মিল খুজে পাওয়া যায়। কুরআন ও হাদীসে মাজারের ব্যাপারে কি বলা হয়েছে তা কমেন্টে তুলে ধরছি, আশা করি কারো কোন সন্দেহ থাকলে তা দূর হয়ে যাবে।
ফেসবুকে আমি - এখানে
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিকরায়হান রহমান ,মহি১১মাসুম,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
এসব গুঁড়িয়ে দিতে গেলে এর পুঁজারীরা পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আপনাদেরকে বিপদে ফেলে দেবে ।
এর জন্য আগে মানুষকে শিক্ষিত ও সচেতন করে তুলতে হবে।
ইসলামী শাসন ছাড়া ভাঙা সম্ভব ন।। গনতন্ত্রের ছায়ায় শিরক বেদাত দুর করা সম্ভব নয়। সচেতনতা জরুরী....
মন্তব্য করতে লগইন করুন