সৃষ্টিকর্তাকে দেখা না গেলেও উপলব্ধি করা যায়...
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১২ অক্টোবর, ২০১৪, ০৬:২৮:৪৮ সন্ধ্যা
আমাদের দু'টি চোখের অবস্থান তো মাথার সামনের দিকে না হয়ে পেছন দিকেও হতে পারতো? শরীরে আরো অসংখ্য জায়গা ছিল- এত থাকতে কপালের ঠিক নিচেই কেন? চোখের সাথে মিল রেখে হাত-পা সহ শরীরের জরুরী অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো শরীরের সামনের দিক বরাবর কেন? মানব শরীর সৃষ্টির পেছনে যদি কোন ডিজাইনারের ভূমিকা না থাকে- তাহলে তো একেকটা অঙ্গ একেক জায়গায় বিশৃঙ্খল ও এলোমেলোভাবে অবস্থান করার কথা। উদাহরনস্বরুপ- হাতগুলো থাকতো সামনের দিকে, আবার পায়ের পাতাটা পেছন দিকে উল্টানো, মুখটা হয়তো থাকতো সামনের দিক বরাবর, কিন্তু চোখ দুইটা মাথার পেছন দিকে।
দাতগুলোই বা মুখের ভেতরে কেন? এগুলা তো শরীরের অন্য কোন জায়গাতেও গজাতে পারতো? কিংবা ধরুন- জিহবা... জিহবাটা যদি মুখের ভেতরে না থেকে অন্য কোথাও থাকতো? তাহলে কি এটা কোন কাজে আসতো? চোখের পাতা, পাপড়ি, কানের ভেতরের পেঁচানো অংশ, আঙুলের অগ্রভাগের শক্ত নখ- প্রত্যেকটারই রয়েছে অত্যাবশ্যকীয় প্রয়োজন।
আবার দেখুন- মানব শরীরের বেসিক জিনিসগুলো ঠিক রেখেও বংশগতির ধারা ঠিক রাখার জন্য নারী-পুরুষের মধ্যে সুক্ষ্ম কিছু পার্থক্য গড়ে দেয়া হল। প্রজনন অংগগুলোর কথাই ধরুন, নারী-পুরুষ ভেদে বিপরীত বৈশিষ্টমন্ডিত অঙ্গগুলো একদম সঠিক জায়গায় সঠিক মাপে অবস্থান করাটা কি কোন কাকতালীয় ব্যাপার? এমনকি এসবকিছু থাকার পরেও মানুষের মধ্যে যদি যৌন আকাঙ্ক্ষা কাজ না করতো, তাহলে প্রজনন অংগ থাকার পরেও সে তা সঠিকভাবে ব্যবহার করতো না, আর নতুন কোন প্রাণেরও সৃষ্টি হত না। তাই মানুষের মস্তিস্কের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি একটা যৌন আকাঙ্ক্ষা ঢুকিয়ে দেয়া হল। একটি ছোট্ট ভ্রুন থেকে যে নির্ভূল ও বিষ্ময়কর মানবশরীর তিলে তিলে গড়ে ওঠে তার পেছনে অবশ্যই অসীম জ্ঞান ও বুদ্ধির অধিকারী কোন ডিজাইনারের হাত রয়েছে। যে ডিজাইনার প্রত্যেকটি মানুষের ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিএনএ তে তার শরীরের গড়ন কেমন হবে তা প্রোগ্রাম করে দিয়েছেন অত্যন্ত সুক্ষ্মভাবে।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অঙ্গ প্রত্যঙ্গের উদাহরন যদি দেন তাহলে বলা যায় যে ,
আল্লাহ্'র অস্তিত্ত্বে এই কাঠামো ভূমিকা রাখে কিন্তু অতটা না ।আল্লাহ্'র অস্তিত্ত্বে ভূমিকা রাখে ,প্রাণী এবং বিশ্ব ।
যেমন সামান্য একটা উদাহরন,
আশাকরি বুঝতে পেরেছেন ।
সুবহানাল্লাহ!!!
মন্তব্য করতে লগইন করুন