ফেসবুকের ভয়ঙ্কর কিছু FIELD (ক্ষেত্র) এর বর্ণনা (পর্ব-১)
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৩:২৪ সন্ধ্যা
ফেসবুকে প্রত্যেকের প্রোফাইলেই "interested in" নামক একটা অপশন থাকে। নিজেকে ভদ্রলোক (!) ও মেয়েলোভী নয় প্রমান করার জন্য আমরা অনেকেই সেখানে "men" এবং "women" দুটোই উল্লেখ করে থাকি। অর্থ্যাৎ আমরা নারী-পুরুষ উভয়ের সাথেই বন্ধুত্ব করতে আগ্রহী এমনটা বুঝাতে চাই। কিন্তু ব্যাপারটা মোটেও অতটা সহজ নয়! বছর দুয়েক আগে আসল ব্যাপারটি জানতে পারার পর আমি আমার প্রোফাইল থেকে Men কেটে দিয়ে কেবল Women দিয়ে রাখি। এজন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে। ইনবক্সে এখনো প্রশ্ন আসে- "আপনি নিজেকে একজন ইসলামপন্থী দাবী করেন অথচ আপনার প্রোফাইলে দেখা যাচ্ছে- আপনি ছেলে নয় কেবল মেয়েদের ব্যাপারে ইন্টারেস্টেড!! এসব ভন্ডামী ছাড়ুন।" সময়ের অভাবে সবাইকে জবাব দিতে পারি না। কিন্তু আমার এই স্ট্যাটাসটি পড়লে তাদের ভুল ধারনাটি ভাঙবে বলেই আমি মনে করি।
আসলে "Interested In" অপশনটি দিয়ে আপনি কোন লিঙ্গের মানুষের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী সেটা বুঝাচ্ছে না, বরং আন্তর্জাতিক ও ফেসবুকের নিয়ম অনুযায়ী এটি দ্বারা আপনি কোন লিঙ্গের মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে উৎসাহী বা অভ্যস্ত সেটাই প্রকাশ পাচ্ছে। অর্থ্যাৎ যারা "Men" ও "Women" দুটোই উল্লেখ করেছেন তারা নিজেকে bisexual বা উভকামী হিসেবে উপস্থাপন করলেন। অর্থ্যাৎ ছেলে এবং মেয়ে উভয়ের সাথেই আপনি প্রেম/বিয়ে করতে আগ্রহী বা অভ্যস্ত। আপনি যদি একটি মেয়ে হয়ে থাকেন এবং Interested In কলামটিতে কেবল Women দিয়ে রাখেন- তাহলে এর মানে দাড়াচ্ছে আপনি একজন সমকামী।
বিষয়: বিবিধ
১৯৪৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখুনি এই কলামটি এডিট করছি।
ধন্যবাদ আপনাকে।
তবে এটাকে সেক্সুয়াল ওরিয়েন্টশন হিসেবে দেখা হয় বলে মনে হয় না।
পিলাচ
মন্তব্য করতে লগইন করুন