কিয়ামতের পূর্বে সংঘটিত হওয়া কিছু ঘটনার ভবিষ্যদ্বাণী এবং বর্তমান সময়ে তার আশ্চর্য্য বাস্তবায়ন

লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০৪ জুলাই, ২০১৪, ০২:৫৬:৪৬ দুপুর

কিয়ামতের আলামত সম্পর্কে ১৪৫০ বছর আগে এমন কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং তা আজ এত নিখুতভাবে বাস্তবায়িত হচ্ছে যে ভাবলেও গা শিউরে ওঠে। এরকম ১০টি ভবিষ্যদ্বাণী-

১। জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে। (উল্লেখ্য, বর্তমান পৃথিবীতে সবচেয়ে উচু যে ১০০ টি টাওয়ার রয়েছে গত ৩০-৪০ বছর আগেও তার কোনটারই অস্তিত্ব ছিল না)

২। দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতিদ্রুত ও সহজ হয়ে যাবে। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। (তথ্য প্রযুক্তির এই যুগে সময় কতটা দ্রুত বয়ে যায় তা ফেসবুকে একবার লগ ইন করলেই বুঝা যায়)।

৩। মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে। লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে, নিজেদের মধ্যে আলিশান মসজিদ নির্মান করার প্রতিযোগীতা করবে... (আপনার আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পাবেন।)

৪। দাসী তার মালিকের জন্ম দিবে অর্থ্যাৎ সন্তান তার মায়ের সাথে চাকরানীর মত ব্যবহার করবে (এমন ঘটনা আজ অহরহ ঘটছে। কিছুদিন আগেই এক ছেলে তার মাকে গোয়ালঘরে বেধে রেখেছে এরকম একটা খবর আপনাদের সাথে শেয়ার করেছিলাম)

৫। মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দিবে। (পাশ্চাত্বে এটি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, কিছুদিন আগে এমনটাও শুনলাম এক ব্যক্তি মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি পোষা কুকুরের নামে লিখে দিয়ে গেছে।)

৬। মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে (প্রত্যেকটা ক্ষেত্রে আজ বিশ্বাসের অভাব পরিলক্ষিত হচ্ছে। কেউ কাউকে বিশ্বাস করছে না, সন্তান বাবা মাকে আবার বাবা মা তাদের সন্তানকে বিশ্বাস করতে পারছে না, স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতে পারছে না, বাজারে গিয়ে কোন দোকানদারকে বিশ্বাস করা যাচ্ছে না যে সে তার দ্রব্যে ফরমালিন মিশ্রিত করেনি)

৭। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে (এটা বাস্তবায়িত হচ্ছে, বিশেষ করে পাশ্চাত্যে তো মানুষ বাবা-মায়েরই খোজখবর ঠিকমত নেয় না, আত্মীয় স্বজন তো অনেক আগেই পর করে দিয়েছে। এই সংস্কৃতি ক্রমেই সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে আজ দূরের মানুষ হয়েছে কাছের আর কাছের মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে)

৮। মহিলাদের জন্য এমন পোষাক আবিস্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে (কতটুকু সত্য তা মনে হয় ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। বেশি না মাত্র এক শতাব্দী আগেও আজকের মত এত নোংরা ও অশ্লীল পোশাকের প্রচলন ছিল না। আপনি যদি কয়েক দশক আগের হলিউডের কোন ক্লাসিক ম্যুভি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন ঐ সময়ের পাশ্চাত্যের মেয়েদের পোশাক পরিচ্ছদ দেখে। ঐ সময় তারা যে শালীনতা বজায় রেখে চলতো আজকে বাংলাদেশের মত মুসলিম দেশের মেয়েরাও তা করে না।)

৯। বেপরোয়া সুদ খাওয়ার প্রচলন শুরু হবে, ব্যাপকভাবে জারজ সন্তানের প্রাদুর্ভাব ঘটবে। (সুদ থেকে পুরোপুরি মুক্ত এমন মানুষ আজকের পৃথিবীতে বিরল)।

১০। গান বাজনা এবং বাদ্যযন্ত্র ব্যাপক প্রসার লাভ করবে এবং তা জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাবে (মন্তব্য নিষ্প্রয়োজন

(ফেসবুকে আমি- এখানে )

বিষয়: বিবিধ

১৮৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241623
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা আমাদের সকল খারাপ কাজ থেকে বিরত রাখুন।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
241628
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৪
কথার_খই লিখেছেন : হে আল্লাহ আমাদের ক্ষমা করোন আমিন
241633
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৯
আব্দুল গাফফার লিখেছেন : ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ
241670
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৫
নূর আল আমিন লিখেছেন : কেয়ামতের আলামত সমুহ
241692
০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
সন্ধাতারা লিখেছেন : The signs of keyamat are being existed now. Being a Muslim we should think it over. Jajakalla khairan.
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
188897
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : আপনার উপলব্ধির জন্য অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File