অপরূপ সৃষ্টি (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৩:৫৩ দুপুর



হে প্রভূ! তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না প্রভূ তুমি কত সুন্দর।

হাদিসে এসেছে " تَفَكَّرُوا فِي خَلْقِ اللَّهِ ، وَلا تَفَكَّرُوا فِي اللَّهِ فَتَهْلِكُوا " তোমরা আল্লাহ তায়ালার সৃষ্টিতে গবেষনা কর, আল্লাহ তায়ালা সত্বা নিয়ে নয়। (যদি আল্লাহ তায়ালার সত্বা নিয়ে বেশি গবেষনা কর) তবে ধ্বংস হয়ে যাবে। কয়েকটি সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, কোন কোন সূত্রে فَتَهْلِكُوا (তবে ধ্বংস হয়ে যাবে) শব্দটি উল্লেখ নেই।

হাদিস শরীফে এত বড় ধমকির পরেও মানুষের কৌতুহলের শেষ নেই। কেই আল্লাহ তায়ালার অবস্থান, কেউ আল্লাহ তায়ালার হাত, পা, চেহারা, চোখ, কান ইত্যাদি, আবার কেউ আল্লাহ তায়ালার আকার আকৃতি নিয়ে গবেষনা করেই চলেছে।

আমার বিশ্বাস হলঃ মহান আল্লাহ তায়ালা সত্বা ও গুণাবলীসহ যেভাবে যেখানে যেমন থাকার উপযুক্ত, তেমনই আছেন। এতে আমাদের এত বিশ্লেষন ও গবেষনার প্রয়োজন নেই। যেহেতু হাদিসে নিষেধ করা হয়েছে।

আজ আল্লাহ তায়ালার কিছু অপরুপ সৃষ্টি ও নেয়ামতের ছবি আপলোড় দিচ্ছি।



ইস! এত ফল, যা দেখে কাওমে সাবা'র কথা মনে পড়ে যায়। আল্লাহ তায়ালা তাদের এত এত নেয়ামত দিয়েছিলেন। কিন্তু কুফরী ও না শুকরীর কারণে সব ধ্বংস করে দিয়েছিলেন।



একই প্রকারের মাটি ও গাছ থেকে কত প্রকারের ফল।



নারিকেলের পানি, আহ! মনটা জুড়িয়ে যায়।



কাঁচা তালের বিচি, আহ! কিযে মজা।



পেপে'র সারি। দেখলেই খেতে মন চায়।



শীত কালের কদু/লাউ। চিংড়ি মাছ দিয়ে পাকালে লা জবাব।



আহ! কত রঙ্গের নয়ন জুড়ানো পাখি।



এই পদ্ধতিতে তরমুজ চাষ খুব কমই দেখা যায়।



শহুরে জীবনেও সবজির দারুন চাষ।



মরিচ বাগানটি কি সুন্দর না দেখাচ্ছে!



চমৎকার বেগুন।



সবুজ মরিচ, ভিটামিন সি।



এমন গ্রাম খুব কমই দেখা যায়।



মাশা আল্লাহ, এত লম্বা ঝিঙ্গা/ধুন্ধুল আমি আর দেখি নাই।



লাল শাপলা, তুলতে কিযে মজা।



শাপলার ঝিলের তাজা মাছ। প্রবাসে বসে স্বপ্ন মনে হয়।



হে প্রভূ! তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না প্রভূ তুমি কত সুন্দর।

"তোমরা আল্লাহর কোন কোন নিয়ামাত করবে অস্বীকার"। সূরা আর-রাহমান।

ইয়া রাব্বাল আলামীন, তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন নেয়ামতই অস্বীকার করা যাবে না।

বিষয়: বিবিধ

৩৮৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355311
২৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
ছালসাবিল লিখেছেন :
Time Out Time Out Time Out এগুলো Day Dreaming পেঁপেঁ Big Grin নট পেঁয়ারা Tongue
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৬
295077
আবু জান্নাত লিখেছেন : পেপে ঠিক করেছি। নোয়াখালীর ভাষায় 'হেহে' বলা যায়। কারণ এখানে সকল "প" "হ" উচ্ছারণ হয়। পানি থেকে হানি। পান থেকে হান। ফেনী থেকে হেনী। অতএব নিশ্চিন্তে বলতে পারেনঃ পেপে থেকে হেহে।
355313
২৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৯
মাটিরলাঠি লিখেছেন : ইয়া আল্লাহ! তোমার কোন নিয়ামাতই অস্বীকার করতে চাইনা, আমাদের ক্ষমা করুন, হেদায়াত দান করুন।
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৮
295078
আবু জান্নাত লিখেছেন : সত্যিই কোন নিয়ামত অস্বীকার করতে চাইলেও পারবো না। কারণ আল্লাহ তায়ালার নেয়ামতে যে ডুবে আছি।

আপনার দোয়ায় আমীন।

355315
২৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
রোজবাড লিখেছেন : সৃষ্টিকে দেখেই স্রষ্টার মহাত্ম উপলব্ধি করা যায়। মহাকাশে অসংখ্য গ্রহ ও নক্ষত্রের মধ্যে পৃথিবী একটি গ্রহ মাত্র। আর এখানে আল্লাহ রাব্বুল আল আমীন এতো নেয়ামত দান করেছেন। সকল সৃষ্টিকুলের সেরা করে আমাদের পাঠিয়েছেন আর অন্যগুলোকে করেছেন আমাদের করয়াত্ব। আমরা দেদারছে তাঁর এসব নেয়ামত ভোগ করে যাচ্ছি অথচ বিনিময়ে কতটুকুই কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটাই ভেবে দেখার বিষয়!
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২১
295079
আবু জান্নাত লিখেছেন : একদম সত্য বলেছেন। অধিকাংশ মানুষ সত্যিই অকৃতজ্ঞ।
সুন্দর কমেন্টটির জন্য ধন্যবাদ।

355349
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ। আজকে আমিও মহান আল্লাহতায়লার সৃষ্টির কিছু নিদর্শন দেখে এলাম। শেয়ার করার চেষ্টা করব।
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৫
295114
আবু জান্নাত লিখেছেন : সত্যিই মহান আল্লাহর সৃষ্টি অপরূপ। আপনার অভিজ্ঞতা শেয়ার করার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
355377
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০১
হতভাগা লিখেছেন :



স্বাভাবিক একটা গাছকে এরকম বামন করে (বনসাই) বানানোর প্রক্রিয়া কি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা নয় ?
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৮
295115
আবু জান্নাত লিখেছেন : এই ছবিগুলো নেট দিয়ে ধরেছি। এটি অরিজিনাল নাকি মেকি, সে ব্যপারে কনফিউসড। তাই কোন ফুটনোট যোগ করি নাই। বিচক্ষণতার জন্য ধন্যবাদ।
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৩৪
295254
দ্য স্লেভ লিখেছেন : মদীনায় যখন রসূল(সাঃ)ইসলামী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠা করেছেন,তখন দেখলেন আনসার সাহাবারা খেজুর গাছের ক্লোনিং এর মাধ্যমে উৎপাদন বাড়াচ্ছে। তখন রসূল(সাঃ) বললেন এটা আমি পছন্দ করিনা। সে বছর খেজুরের উৎপাদন ব্যপক কম হওয়াতে তিনি(সাঃ)জানতে চাইলেন উৎপাদন কম হল কেন ? জবাব আসল আপনি তো ওই পদ্দতি পছন্দ করেননি তাই সেটা আমরা করিনি। রসুল(সাঃ)বললেন এটা তো দুনিয়া সংক্রান্ত বিষয় এ বিষয়ে তোমরাই ভালো জানো। আমি তো কেবল আমার ব্যক্তি মন্তব্য করেছি মাত্র। .....

বনসাইও একই ফর্মুলায় পড়বে। আল্লাহর সৃষ্টির বিকৃতি সংক্রান্ত বিধানটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রানী বা গাছের ক্ষেত্রে নয়।
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:১২
295258
হতভাগা লিখেছেন : কাফেররা দেবতাদের উদ্দেশ্যে বলি দেবার সময় সেই পশুর কান ফুটো করে দিত বা কোন অঙ্গের হানি ঘটাতো - মূলত এটাকে ফোকাস করে আল্লাহ তার সৃষ্টিকে বিকৃত করার ব্যাপারে না করেছিলেন ।
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৯
295274
আবু জান্নাত লিখেছেন : দুই জনের প্রতিক্রিয়া দুই দিক থেকে ঠিকই আছে। দু'জনকেই ধন্যবাদ। Good Luck Good Luck

355417
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশআল্লাহ, খুব ভাল লাগলো,ধন্যবাদ আপনাকে
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
295141
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগা যেন চির বহমান থাকে। সুখী হোন নতুন জীবনে। এটাই কামনা।

তবে একটি কথা: মোবাইলে বিবাহের ব্যপারে যেহেতু অনেকটা মতভেদ আছে। তাই দেশে গিয়ে এ ব্যাপারে কোন ভালো আলেমের পরামর্শ নিবেন। প্রয়োজন হলে আক্বদ দ্বিতীয় বার পড়ে নিবেন। এতে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে।

আমার এক খালাতো ভাই দেশে গিয়ে পুণরায় আকদ পড়েছে। কারণ সম্পর্কটি চিরদিনের। তাই ওয়াসওয়ানা মুক্ত থাকাটাই শ্রেয়।

অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
295181
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ধন্যবাদ সুন্দর পরামরশের জন্য।
355529
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
আফরা লিখেছেন : সত্যি খুব সুন্দর ছবি গুলো ।সংগ্রহ করে শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ জান্নাতের বাবা আমার ভাইয়াকে ।
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৬
295227
আবু জান্নাত লিখেছেন : অন্নেক অন্নেক শুভেচ্ছা আফরা মনি সাইয়ারা আমার ছোট্ট খুকি বোন।

355585
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৩৫
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ সৃষ্টি অতি সুন্দর কিন্তু সব তো খাবারের ছবি দিলেন....এ তো আমার লাইনের কাহিনী হল Happy
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪১
295276
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আহ! সুন্দর সৃষ্টির কথা মাথায় না নিয়ে খাবারের দিকেই মন ঝুকালেন। সত্যিই মহান খাদক ভাই।
355728
৩০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছবিগুলো খুব খুব ভাল লাগল। সত্যিই আল্লাহর সৃষ্টি নৈপুণ্য চিন্তা করলে শুকরিয়া করে শেষ করা যাবেনা এবং কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসবে।
কিন্তু আমরা শুধু দেখেই যাই, চিন্তা করিনা এতো সুন্দর নয়নাভিরাম সৃষ্টির স্রষ্টা কে?
৩০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
295396
আবু জান্নাত লিখেছেন : সুন্দর মতামতের জন্য অনেক শুকরিয়া। আল্লাহ তায়ালা যেমন মহান, তার সৃষ্টিও তেমন নৈপুন্যে ভরা। সৃষ্টি নিয়ে গবেষণা করলে সৃষ্টাকে পাওয়া যায়।

শুকরিয়া।

১০
355929
০১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলেই প্রতিটি ছবি চোখজুড়ানো আর মনকাড়া। অপরূপ
০১ জানুয়ারি ২০১৬ রাত ১১:৪৬
295591
আবু জান্নাত লিখেছেন : তাইতো বলিঃ মহান প্রভূর অপরূপ সৃষ্টি। শুকরিয়া।
১১
357120
১৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : ছবিগুলো খুব খুব ভাল লাগল। সত্যিই আল্লাহর সৃষ্টি নৈপুণ্য চিন্তা করলে শুকরিয়া করে শেষ করা যাবেনা এবং কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসবে।
ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪০
296383
আবু জান্নাত লিখেছেন : সৃষ্টি নিয়ে গবেষণা করলে সৃষ্টাকে পাওয়া যায়।

শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File