দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পাবনায়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৭:৪৭ দুপুর
mage/seatt41/1451123206.png[/img]
পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকার। রাশিয়ার এ প্রতিষ্ঠানটি ১২০০ করে মোট ২৪০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে এবং এতে ব্যয় হবে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার(১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা)। শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির সাভুসকিন এই চুক্তিতে সই করেন। এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই চুক্তিটি অনুমোদন পায়। আইন অনুযায়ী,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের হাতে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ’। অ্যাটমস্ট্রয়ের নকশায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত ‘সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি’ দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে এবং চুক্তি অনুযায়ী এই কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য রাশিয়াই ফেরত নিয়ে যাবে। এর প্রথম ইউনিটটি ২০২১ সালের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। জনগণের বিদ্যুতের চাহিদা মিটানোর লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগ গ্রহন করে। এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে বাংলাদেশের বিদ্যুৎ খাত আরও একধাপ এগিয়ে যাবে।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন