মানবতার গান

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২০ নভেম্বর, ২০১৫, ০২:১২:২২ রাত



তোমরা থাক খুব আরামে যেই দালানের পাঁচ তলায়;

ওরা থাকে রোগ বেরামে... সেই শহরের গাছ তলায়-২

যে ডাস্টবিন পেরিয়ে যেতে চেপে ধরো নাক গুলো

সেই খানেতে খাবার খোজে... ঐ মানুষ আর কাক গুলো-২

ক্ষুধার জ্বালায় প্রাণ বাচে না.. নষ্ট পচা খাবার খায়-২ ঐ



ওদের পানে একটু খানি বাড়াও দয়ার হাতগুলো;

গাছ তলাতে একটু সুখে... কাটুক ওদের রাতগুলো-২

ওদের পানে না তাকালে... কেমনে ওরা বাচবে হায়-২ ঐ



তোমরা থাক খুব আরামে যেই দালানের পাঁচ তলায়;

ওরা থাকে রোগ বেরামে... সেই শহরের গাছ তলায়-২

সেই শহরের গাছ তলায়-সেই শহরের গাছ তলায়,

সেই শহরের গাছ তলায়-সেই শহরের গাছ তলায়।







বিষয়: বিবিধ

২২১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350483
২০ নভেম্বর ২০১৫ রাত ০২:৩০
সন্ধাতারা লিখেছেন : Salam. Heart touching writing Mashaallah. Jajakallahu khair.
২১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
291029
আবু জান্নাত লিখেছেন :
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
সুন্দর অনুভূতির জন্য অনেক অনেক শুকরিয়া।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

350484
২০ নভেম্বর ২০১৫ রাত ০২:৩৩
আফরা লিখেছেন : আমি তো মনে করেছি ব্লগকর্তৃপক্ষ মানবতার কি সুন্দর কবিতা লিখছে । নীচে নেমে দেখি ওমা এটা নকল । তবু শেয়ারের জন্য ব্লগকর্তৃপক্ষ কে ধন্যবাদ ।
২১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
291030
আবু জান্নাত লিখেছেন : লজ্জা দিলেন বুঝি!
নকল কাজ করেছি, তবুও ধন্যবাদ দিলেন, কম কিসের!
এভাবে নিয়মিত লজ্জা দিতে থাকুন। শুকরিয়া।
350493
২০ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৮
শেখের পোলা লিখেছেন : হৃদয়স্পর্শী গান৷ ভাল লাগলল, ধন্যবাদ৷
২১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
291031
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া।
350527
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
২১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
291032
আবু জান্নাত লিখেছেন : Praying Praying Praying Good Luck
350547
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:০২
মোঃ আবু তাহের লিখেছেন : এসব দেখলে-শুনলে মনটা বিষিয়ে উঠে। তাদের জন্য কিছু করতে না পারাকে অপরাধী বলে মনে হয়।
আল্লাহ আমাদের সবাইকে ঐসব অসহায়ের জন্য কিছু করার তাওফীক দান করুন।
২১ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
291033
আবু জান্নাত লিখেছেন : রাষ্ট্রপ্রধানেরই কাজ ছিল এদের মৌলিক অধিকার নিশ্চিত করা, কিন্তু আফসোসের বিষয়, ওনারা বড় বড় কথা আর নিজেদের ভুড়ি মোটা করনেই ব্যস্ত।

সত্যিই বড় আফসোস হয়।

শুকরিয়া।

350631
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভারতীয় শিল্পী ঋত্তিক ১০ মিনিট বিপিএলে নাচা-নাচি করেই নিয়ে গেল ১ কোটি ৫০ লাখ টাকা, আর শ্রিলংকার একজন ৫ মিনিট নাচানাচি করে নিয়ে গেল ৭০ লাখ।
যেই দেশে মানুষ না খেয়ে মরে, ঐদেশের ক্রিকেটারের চার-চক্কা হাকিয়ে লাখ-লাখ টাকা বেতন পায়। এই জাতীর কপালে কি আল্লাহর রহমত থাকবে???
ধন্যবাদ আপনাকে
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৯
291049
আবু জান্নাত লিখেছেন : সত্যিই বলেছেন, আজ আমাদের বিবেক এত পঁচে গেছে যে, হিন্দুদের গরুর প্রস্রাব ও তাবারুক মনে করে আমরা পানি করতে দ্বিধা করছি না।

ইন্ডিয়াকে যেন পুরো বাংলাদেশ দিয়ে দিলেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি।

দুঃখ হয় ক্রিকেট প্রেমিকদের জন্য, আসলে আমরা দিন দিন ভারত প্রেমিক হতে চলেছি।

দেশ রসাতলে যাক তাতে কি! দাদারা খুশি হলেই ব্যস।

শুকরিয়া।
350737
২২ নভেম্বর ২০১৫ রাত ১২:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।
ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফিন - কোরআনের এই আয়াতটি আমরা ভুলে যাই!

শুকরিয়া।
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৬
291214
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, সত্যিই আমরা কুরআনের শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছি।

অনেক অনেক শুকরিয়। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File