যার জন্য করি চুরি সেই বলে চোর আমি বলি যার জন্য ফেসবুক বন্ধ করি সেই ফেসবুক চালায়
লিখেছেন লিখেছেন মোঃ আনোয়ার হুসাইন ২০ নভেম্বর, ২০১৫, ০৬:৪৭:০৬ সকাল
বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই। তাদেরকে জনগণ চায়না এটা তারা ভালো করেই জানে। এই সরকার যদি এতই যদি গনতন্ত্রে বিশ্বাসী হয় তাহলে কেমন করে ফেসবুক, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটস আপ, মেসেঞ্জার, ইন্টারনেট বন্ধ করে। আমরা প্রথম থেকেই বলে আসছি এই সরকার ইসলাম, মুসলমানবিদ্বেষী সরকার। এই সরকার বাকশালী সরকার। এই সরকার বিরোধি দল, মত নিঃশেষ করার মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় বিভোর হয়ে আসে। কবে এই জাতির ঘুম ভাঙবে। আর যখন ভাঙবে তখন মনে হয় অনেক দেরি হয়ে যাবে।
আমার লেখার উদ্দেশ্য হলো সরকার ফেসবুক বন্ধ করল জামাত শিবিরের কারণে। যুক্তি হিসেবে বলছে তারা এগুলো দিয়ে নাশকতার পরিকল্পনা করবে। আসলে নাশকতা কারা করছে সেটা জনগণ ভালো করেই জানে।
এর ফাঁকে একটা ঘটনার তীব্র নিন্দা জানাই। দিনাজপুরে ইতালীয় নাগরিক হত্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির দিনাজপুর জেলা সেক্রেটারি এড. মাহাবুবুর রহমানকে পুলিশ সন্দেহজনক হিসেবে গ্রেফতার করেছে। আমি তার গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
সরকার কি মনে করেছে মাহাবুবুর রহমান সাহেবকে গ্রেফতারের মাধ্যমে দিনাজপর থেকে ইসলামি আন্দোলন পিছু হটবে। তাহলে সরকার বোকার সর্গে বাস করছে। গ্রামের মহিলারা অর্থাৎ যারা দিন আনে দিন খায় তারাও বিশ্বাস করতে নারাজ এ ঘটনা জামাত করেছে। তারা বলছে অর্থাৎ গ্রামের মহিলাদের যারা এই কাজ করেছে তারাতো পালায় গেছে। আসল খুনিকে আড়াল করতেই সরকারের এই ব্যবস্থা।
আসলে তারা এই যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে প্রমাণ করল বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। আর এগুলো প্রথম ধাপ। এরপরে আরো যোগাযোগ মাধ্যম হয়ত বন্ধ হবে। অলরেডি দিগন্ত, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, আমার দেশ বন্ধ। সরকার আস্তে আস্তে তার আসল রুপ দেখাচ্ছে। যাতে করে সাধারণ পাবলিক বুঝতে না পারে।
মূল কথা দিয়ে ফেসবুক বন্ধ করার দিন থেকে বাসায় ভাইয়া বলছে কিরে ফেসবুক চালু করিছে?
আমি বললাম, চালু করিছে।
ভাইয়া বলল, ডাটা চালুই হয় না।
অনেক কথাবার্তা হলো।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলল, কিরে ফেসবুক চলেছে?
আমি বললাম আমাকে আর বিরক্ত করেন না। আমি সারাদিন এবং রাত ১০ টা পর্যন্ত ফেসবুক চালাইলাম। সকালে ফজর নামাজের আগে ও পরে চালাইলাম।
তখন ভাইয়া বলল, সরকার তোমার অত্যাচারে ফেসবুক বন্ধ করলো আর তোরায় চালাছেন আর আমরা সাধারণ জনগণ চালাতে পারছিনা।
_________________(চলবে)
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন