সায়েন্স ফিকশনঃ ডিম আগে না মুরগি আগে? (পুরো অংশ একসাথে)

লিখেছেন লিখেছেন মোঃ আনোয়ার হুসাইন ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৩:৫৪ রাত

নাসার সহকারি বাংলাদেশের

চার বিজ্ঞানী- অভি হাসান,

আবির আহসান, লিজন হোসাইন,

নুসরাত জাহান, চারজনের নাম তখন

সারা পৃথিবীর সবার মুখে মুখে

বিরাজ করছে। কিছুদিন আগে

তারা 'সৌর থিওরি' নামে সূর্য

সম্পর্কে একটি থিওরি বিশ্বের

সম্মুখে প্রকাশ করে। একসময় সূর্য

নিষ্প্রভ হয়ে যাবে।

চার বিজ্ঞানীর সাঙ্কেতিক নাম

FORCR OF TRUTH. তারা মহান

আল্লাহ তা'আলার বাণী আল

কুরআনের আলোকে তাদের

গবেষণা করে। FORCR OF TRUTH

এবারও সম্মেলন ডেকেছে। এতে

তারা একটি নতুন থিওরি প্রদান

করবে। থিওরিটির নাম- "ডিম আগে

নাকি মুরগি আগে।" থিওরিটার

শিরোনামটা খুবই সাধারণ। কিন্তু

এর প্রয়োজনীয়তা আছে। কেউ বলে

ডিম আগে কেউ বলে মুরগি আগে।

কিন্তু এ বিষয়ে কেউ এখনো কোন

সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে

পারেনি। এ বিষয়ে তর্ক করে

মানুষে মানুষে দ্বন্দ বাড়ে।

মানুষ বিস্ময়ে উচ্চতর গবেষণা শুরু

করে। অবশেষে তারা তাদের

সফলতা লাভ করে।

থিওরির শিরোনাম শুনে অনেকেই

আসতে চাইনি। কিন্তু তারা এটাও

ভেবেছে যে আগের থিওরির

মতো এবারের থিওরিও নিশ্চয়ই

যুগান্তকারী হবে। তাই অনিচ্ছা

সত্ত্বেও সবাই এসেছে।

সারা পৃথিবীর চোখ এখন

বাংলাদেশের দিকে।

বাংলাদেশের সেরা চার

বিজ্ঞানীর থিওরি আজ

উন্মেচিত হবে।

বাংলাদেশের নাসা মৈত্রী

ভবন। উপস্থিত আছেন নাসা প্রধান,

নাসার সহকারি, নানা পদে

উপবিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত

হয়েছেন বিভিন্ন দেশের সেরা

সেরা বিজ্ঞানী,

বাংলাদেশের প্রধানমন্ত্রী,

বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ

এবং নানান দেশের নানান লোক।

আরও উপস্থিত আছেন সকল দেশের

বিভিন্ন টিভি চ্যানেল ও

সংবাদপত্র।

আজকে আমরা বিশ্বের সামনে যে

বিষয়টি উন্মোচন করব তা হলো ডিম

আগে নাকি মুরগি আগে। বিষয়টি

খুবই সাধারণ। আপাতদৃষ্টিতে এটাই

মনে হয়। কিন্তু আমরা বলছি, বিষয়টি

বিশ্বের অন্যান্য জটিল

সমস্যাগুলোর মাঝে অন্যতম। কারণ

আজ পর্যন্ত এ বিষয়টির কোন সঠিক

বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া

যায়নি।

এ বিষয়ে মানুষ প্রথমে তর্ক শুরু করে,

আস্তে আস্তে কথা কাটাকাটির

মাধ্যমে তা চরম পর্যায়ে পৌঁছায়।

মানুষে মানুষে তখন হাতাহাতি

মারামারি সৃষ্টি হয়। একের প্রতি

অন্যের অবিশ্বাস সৃষ্টি হয়। মানুষে

মানুষে বিশ্বাস ও সম্প্রীতি বজায়

রাখার উদ্দেশ্যেই আমরা এ বিষয়ে

গবেষণা শুরু করি। এবং আমরা সফলও

হই।

এবার আবির বলা শুরু করল।

আমরা ডিম ও মুরগি নিয়ে গবেষণা

শুরু করি। ডিমের বিভিন্ন

উপাদানের মধ্যে আমরা মুরগির

সম্পর্কে খোঁজা শুরু করি। গবেষণায়

পাই যে, ডিম নয়, মুরগিই আগে

পৃথিবীতে এসেছে।

হলরুমে গুঞ্জন শুরু হলো।

বাংলাদেশের সাহসী

সাংবাদিক প্রশ্ন করলেন,

"কিভাবে?" ব্যাখ্যা করল লিজন।

আমরা ডিমের গঠনপ্রক্রিয়ার ওপর

সুপার কম্পিউটার জুম করি। এতে

আমরা ডিমে

ওভারক্লোডিডিন-১৭ ( OC-17)

নামের এক ধরনের প্রোটিন পাই। এই

প্রোটিন ছাড়া ডিমের গঠন অসম্ভব।

ওসি-১৭ প্রোটিন ডিমের খোসা

তৈরি হতে সাহায্য করে। কুসুমের

বৃদ্ধি ও নতুন মুরগির সৃষ্টি হতে এ

খোসা ও ফ্লুইড খুবই অপরিহার্য

ডিমের গঠনের জন্য ওসি-১৭ নামক

প্রোটিন আবশ্যক।

একমাত্র মুরগির শরীরের ভেতরে

থাকলেই এ প্রোটিন হওয়া সম্ভব।

প্রাকৃতিকভাবে এটি তৈরি হতে

পারে না। এ প্রোটিন

ক্যালসিয়াম কার্বোনেটকে

ক্যালসাইট ক্রিস্টালে পরিণত করে

যা ডিমের শক্ত খোলসের গঠন

তৈরি করে।

এবার নুসরাত বলার চান্স পেল।

ওসি-১৭ প্রোটিন মুরগির দেহের

ভিতরে সৃষ্টি হয় এবং সেখানেই

ডিমের গঠনপ্রক্রিয়া শুরু হয়। ডিমের

কুসুম হলো সবচেয়ে বড় নিউক্লিয়স।

এর মাঝেও উক্ত প্রোটিন থাকে।

কুসুম হতে বাচ্চা তৈরিতে এ

প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ

প্রোটিন ছাড়া ডিম হতে মুরগির

বাচ্চা সৃষ্টি হওয়া সম্ভব নয়।

ডিমের অস্তিত্ব মুরগির দেহের

ভিতরেই থাকতে পারে। তাই

মুরগির আগে পৃথিবীতে ডিম সৃষ্টি

হতে পারে না। মুরগি পৃথিবীতে

আগে এসেছে।

একজন সাংবাদিক দাঁড়িয়ে বলল,

"আপনারা আপনাদের 'সৌর

থিওরি' কুরআনের অনুপ্রেরণায়

করেছিলেন, এটার ক্ষেত্রেও কি

তাই ঘটেছে?"

হ্যাঁ। এটাও আমরা আল কুরআনের

অনুপ্রেরণা নিয়ে করেছি। মহান

আল্লাহ্ বলেছেন, "আমি প্রত্যেক

প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি

করেছি।"

উক্ত আয়াতে মহান আল্লাহ্

তাআলা বলেছেন প্রাণীর কথা।

এখানের বস্তুর কথা বলা হয়নি।

মুরগিও একটি প্রাণী। তাই ডিমের

আগে মুরগিই সৃষ্টি হয়েছে।

সত্যিই, আল কুরআন হলো জ্ঞানের

ভান্ডার।

মানুষ যে জিনিস আজ জানতে

পারল, আল কুরআনে তা বহু আগেই

দেওয়া আছে। আল কুরআনের জ্ঞান

অর্জনের মাধ্যমে মানুষ অজানা

অনেক রহস্য উন্মোচন করতে পারবে।

আসলে আল কুরআন নাযিল হয়েছে

মানবকল্লাণের জন্যই।

লেখকঃ অভি হাসান সংগ্রহঃ

কিশোর কন্ঠ সেপ্টেম্বর ২০১৫

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343013
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : লেখাটার প্যারা এভাবে সাজানো ঠিক হয়নি কম লাইনে স্বাভাবিক নিয়মে সাজানো যেত। তবে লেখার মর্মার্থ এককথায় চমৎকার কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, তারা কোরানের প্রতি বিশ্বাস স্হাপন করবেনা এবং অতীতে তাদের পূর্ববর্তীগণেরও আচরণ এরূপই ছিল। যদি তাদের জন্য আকাশের দুয়ার উন্মুক্ত করে দেই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে তাকে, তবুও তারা বলবে,আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, না, বরং আমরা জাদুগ্রস্হ হয়ে পরেছি। (সুরা হিজর, আয়াত:১৩,১৪,১৫) 
343020
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৯
আফরা লিখেছেন : ধন্যবাদ । ২৬ তারিখ শনিবার সন্ধ্যা ৭ টায় আমাদের বিডি ব্লগ আনন্দ অনুষ্টান হবে আপনার থাকার আমন্ত্রণ রইল ।
343042
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:০৩
দ্য স্লেভ লিখেছেন : অনেক ভালো লাগল ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File