মুক্তমনা কি জিনিষ? খায় না মাথায় দেয়!

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫০:২৯ দুপুর



পৃথিবীটা কেমন যেন দিন দিন মানবতাহীন হয়ে যাচ্ছে। বর্তমান দুনিয়াতে কারো বিপদে কেউ-ই তেমন একটা এগিয়ে আসে না। বেশির ভাগ মানুষই সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে।

মানবতার কথা পৃথিবীর প্রত্যেকটি ধর্মেই বলা আছে। দিন দিন মানুষ যেমন ধর্ম বিমূখ হচ্ছে, ধর্মের প্রতি অনিহা দেখাচ্ছে, তেমনি মানবতাহীন হয়ে যাচ্ছে। একজন পানিতে ডুবে মরছে, অন্যজন বাচাতে সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ছে।

তবে এরই মাঝেও কিছু কিছু মানুষ মানবতার জলন্ত উদাহরণ দিয়ে যাচ্ছে, যেমন কয়েকদিন আগে এক ট্রাফিক পুলিশ ড্রেন থেকে এক শিশুতে উদ্ধার করেছেন। স্যালুট জানাই ঐ পুলিশ ভাইকে। কিছুদিন আগে চট্টগ্রামে এক প্রতিবন্ধি মহিলা ফুটপাতে প্রসব বেদনায় কাতর, ক্যামেরা মানবরা ওদের মেমোরী পূরণে ব্যস্ত। মাত্র একজন পুলিশ সদস্য ঐ মহিলার সাহায্যে এগিয়ে এসেছেন।

এসব টুকিটাকি সংবাদগুলো হতাশার মাঝে আশার প্রদ্বীপ জ্বালে। যেন বিরান মরুভূমিতে এক গ্লাস ঠান্ডা পানিসম।

এই পোষ্টটি লিখার কারণঃ

মুসলিমদের মাঝে যদি কোন দূর্ঘটনা বা সন্ত্রাসী ঘটনা ঘটে, তখন মুক্তমনা নাস্তিকরা ইসলামকে বিষোদাগার করে, মানবতাহীন ধর্ম বলে আখ্যা দেয়। আচ্ছা, কিছু মানুষের অন্যায় ইসলামকে বহন করতে হবে কেন?

বার্মার মুসলিমদের উপর নির্যাতন পুরো বৌদ্ধধর্ম বহন করতে হবে কেন? বারবী মসজিদের উপর জগন্নতম হামলা পুরো হিন্দু জাতি বহন করবে কেন? আইসিস ও বোকোহারামের এর হত্যা পুরো মুসলিম জাতিকে বহন করতে হবে কেন?

গত শুক্রবার সন্ধায় যখন ক্রেন ধসে হারাম শরীফে বিপর্যয় ঘটলো, তখনো দেখলাম মানবতা না দেখিয়ে একদল মুক্তমনা নাস্তিক মহান আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে। অথচ এসময় অন্তত মানবতাবাদী হয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোই মানবতার আহবান ছিলো।

আচ্ছা, ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শতাধিক হলেও এখানে কিন্তু মুক্তমনা নাস্তিকরা দেবদেবীর অক্ষমতা বলে কোন কিছু লিখতে দেখিনি, প্রতি বছর ভারতের ঝাড়খন্ডে পূজার সময় পদদলিত হয়ে শতশত হিন্দু তীর্থযাত্রির জিবনাবসান হলেও মুক্তমনা নাস্তিকদের কোন মাথা ব্যাথা হয় না।

আচ্ছা পাঠা বলির সময় সময় এসব মুক্তমনা নাস্তিকরা কিছু বলে না কেন? অথচ মুসলিমদের কোরবানের ঈদে পশু জবাই নিয়ে এদের কত আপত্তি।

তাহলে কি আমরা ধরে নেব যে মুক্তমনা মানে হিন্দু ধর্মের দালাল তথা লিঙ্গের পুজারী!

সম্প্রতি অপি............ নামের নিক থেকে ইসলাম ও আল্লাহ, রাসূল নিয়ে দিনকে দিন তামাশা করে যাচ্ছে, এর কি কোন সূরাহা হওয়ার দরকার নেই?

ব্লগ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করবো, প্লীজ ধর্ম বিদ্ধেশীদের নিক গুলো ব্লক করে দিন। দিনকে দিন তাদের বেয়াদবী সীমা ছড়িয়ে যাচ্ছে। আমাদের ঈমান আকিদায় ছিড় ধরাতে তারা সিদ্ধ হস্ত হয়ে কাজ করে যাচ্ছে। প্লীজ এদের ব্যাপারে ব্যবস্থা নিন।

বিষয়: বিবিধ

২২১৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341448
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২১
282856
নাবিক লিখেছেন : ভাই মন্তব্যটা এবার একটু আপডেট করেন। অনেক দিন ধরে একটাই চলতেছে। Rolling on the Floor
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
282879
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগা ধরে রাখবেন। @দুষ্টু পোলা।
সুন্দর পরামর্শের জন্য আপনাকেও ধন্যবাদ @নাবিক ভাই
341458
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
নাবিক লিখেছেন : কারণ ওদের সব চুলকানী ইসলাম ধর্ম নিয়েই। ইসলামে মদ, অবাধ যৌনাচার ইত্যাদি অনেক কিছুই নিষিদ্ধ। কিন্তু অন্য ধর্মগুলোতে এইসব ব্যাপারে এতো কঠোর নিষেধাজ্ঞা নেই। তাই একমাত্র ইসলাম ধর্মই ওদের চোখের কাঁটা।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৩
282884
আবু জান্নাত লিখেছেন : সাধারণত মদ ও যৌনাচার সব ধর্মেই নিষিদ্ধ। কিন্তু ধর্মীয় গুরুরা তা অমান্য করায় সাধারণ মানুষরাও তাতে জড়িয়ে পড়েছে।
আমার মনে হয়, এরা মুক্তমনার লেভেল দিয়ে মুসলিমদের কোন্ঠাসা করে রাম রাজত্ব কায়েম করতে চায়। যা কোন দিনই পূরণ হওয়ার নয়।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
341459
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনি লিখেছেনঃ ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শতাধিক হলেও এখানে কিন্তু মুক্তমনা নাস্তিকরা দেবদেবীর অক্ষমতা বলে কোন কিছু লিখতে দেখিনি,।।!

নাস্তিকদের পক্ষ হতে এমনটি দেখার সম্ভাবনা কম। এরা শুধু ইসলাম বিদ্ধেষী ইসলামের বিরুদ্ধে বিষাদাগার করতে পারলেই ওদের স্বস্তি!!!

আমি নিক ব্লকড করার পক্ষে নই.....! আমি চাই ব্লগ নীতিমালা অনুসারে তাদের ব্যপারে ব্যবস্থা নেয়া হোক। নীতিমালা বহির্ভূত লেখা মুছে দিয়ে সতর্ক করা হোক। তাতে কাজ না হলে ব্লকড!!!

ধন্যবাদ সুন্দর পোস্টির জন্য।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
282889
আবু জান্নাত লিখেছেন : সত্যিই আশ্চার্য হতে হয়। মুক্তমনা নাম দিয়ে এরা শুধু ইসলামকে আঘাত করতে ব্যস্ত।

বাস্তবতা হচ্ছে এরা চরম ও জঘন্য ইসলাম বিদ্ধেষী। সলামকে গালি দিতে পারলেই এদের চুলকানি কিছুটা প্রশমিত হয়।

সরাসরি ব্লক এর পক্ষে আমিও নই, আগে নোটিশ, পরে ব্লক।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।

341462
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ঠিক বলেছেন।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৩
282885
আবু জান্নাত লিখেছেন : খুব ধন্যবাদ।
341471
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : দুনিয়াটা ক্রমে ক্রমে যান্ত্রীক হয়ে যাচ্ছে। যন্ত্রের তো হৃদয় নেই তাই মানুষও হৃদয়হীন হয়ে যাচ্ছে৷মুক্তমনা শব্দটার অর্থ বদলে দেওয়া দরকার। কেননা পাথরে ঘষতে ঘষতে এদের হৃদয়ের ছালই উঠে গেছে৷তাই এরা মানুষেরও বাইরে চলে গেছে৷ আর বাইদানীকে ব্যান করলেই পরেদিনই হিজড়া হয়ে দেখা দেবে৷ তার চেয়ে সবাই তারে বয়কট করুন৷ধন্যবাদ৷
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
282891
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দারুন করে বলেছেনঃ যন্ত্রের তো হৃদয় নেই তাই মানুষও হৃদয়হীন হয়ে যাচ্ছে৷

যেখানে মানবতা নেই, সত্যিই সেখানে যন্ত্রের কর্ম সাধিত হয়। আমি তাকে অনেক আগেই ব্লক করেছি, যেন আমার লিখায় নোংরা মন্তব্য করতে না পারে। আমার মনে হয় তাকে মন্তব্যের সুযোগ না দেওয়াই ভালো। অন্তত অন্যের পোষ্টে নোংরামীর সুযোগ পাবে না।

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।

341472
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
আফরা লিখেছেন : হায় হায় ভাইয়া খবরদার ! মক্তমনা ভুলে ও খাবেন না মাথাও দিয়েন না ওটা হল চুলকানি ।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩২
282908
আবু জান্নাত লিখেছেন : না রে বোন! খাবো ও না মাথায় ও দিব না। তবুও দূর্বল ঈমানের মুসলিমদের কথা ভাবি। কারণ এ সমস্ত উদ্ভড় কথাবর্তার কারণে আমার মত দূর্বল ঈমানদারদের অনেকের কষ্ট হয়।
মন্তব্যের জন্য শুকরিয়া।

341483
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৫
মাটিরলাঠি লিখেছেন : প্রাথমিক অবস্থায় নিক ব্যান, ব্লক, কমেন্ট ব্লকের পক্ষে নই। ব্লগ কর্তৃপক্ষ হিটের লোভ না করে তাঁদের তৈরী নীতিমালা অনুসরণ করলেই এ অবস্থা নিয়ন্ত্রণ করতে পারেন। ধন্যবাদ @আবু জান্নাত ভাই।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৮
282911
আবু জান্নাত লিখেছেন : ঠিক বলেছেন, ব্লগনীতিমালায় সুন্দর করে বলা আছে, কোন ধর্মকে আঘাত করা যাবে না। কিন্তু কর্তৃপক্ষও তো তাদের নীতিমালা অনুস্বরণ করছে না।
মন্তব্যের জন্য শুকরিয়া।
341500
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মুক্তমনা রা হচ্ছে নিজেদের মতামতে অন্ধ!!
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫২
282912
আবু জান্নাত লিখেছেন : নিজেদের মতামতে অন্ধ হলেও শুধু ইসলাম ধর্মের ব্যাপারেই সিদ্ধহস্ত।

আসলে আমার মনে হয়, এরা কোন জাতির মিশন নিয়ে কাজ করে। না হলে বাংলাদেশে কত গুম খুন ক্রসফায়ার হচ্ছে, একমাত্র ওদের জন্য কেন এফ,বি,আই আসবে!

বাকিরা কি মানুষ নন? ভেবে দেখার সময় এসেছে।
341531
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৫
আব্দুল গাফফার লিখেছেন : কিছু মানুষের অন্যায় ইসলামকে বহন করতে হবে কেন?আরে ভাই যারা এসব কাজ করে তারা তো মুসলিমই না ,ইসলাম বিদ্বেষীরা আছে বলেই তো আমাদের সাবধান হতে হবে । মুক্তমনা মানে জিনিসটা খায়না মাথায় দেয় ? উত্তরটা জানা হলো না Tongue অনেক করে ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০১
282943
আবু জান্নাত লিখেছেন : শুধু কি ধন্যবাদ দিলে চলবে? এর উত্তরটি আপনাকেই দিতে হবে, খায় নাকি মাথায় দেয়।

সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া। আবশ্যই আমাদের সাবধান হতে হবে।
১০
341543
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।
ভাইয়া জানেন জিলহজের চাঁদ কি দেখা গিয়েছে কিনা?
শুকরিয়া।
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৯
282995
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
জ্বি আপু, গতকাল আরবদেশে চাঁদ দেখা যায় নাই। তাই ঘোষনা করা হয়েছে- ঈদ ইন-শা আল্লাহ ২৪ শে সেপ্টেম্বরে হবে।
বিস্তারিত দেখুন- এখানে
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪০
283024
সাদিয়া মুকিম লিখেছেন : জাযাকাল্লাহু খাইর!
১১
341556
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্লীজ এদের ব্যাপারে ব্যবস্থা নিন।
মুডুরা দেখেনা এরা কিলিখে?
সুন্দর পোস্টেরর জন্য শুকরিয়া।
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
282996
আবু জান্নাত লিখেছেন : আশা করি মডারেশন প্যানেল এ ব্যপারে ব্যবস্থা নিবেন।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও শুকরিয়া।
১২
341740
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাইজান আপনার নামটি তো লেখেননি
যাই হউক আপনার চমতকার লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৭
283060
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই,
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্যা ধন্যবাদ।
ভাইরে! নাম প্রকাশ না করাই ভালো মনে করছি, তবে ফেসবুকে আছে।
১৩
345027
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই আপনার লিখাটা খুব ভাল লাগলো, মাঝে মাঝে খুব খারাফ লাগে যখন দেখি মুসলিম নামধারি কিছু লোক ইসলামের বিরোধীতা করে। আর আপনি অপি বাইদান থেকে শুরু করে যাদের কথা বলতেছেন, তারা হলো পেইড চামচা, এরা টাকার বিনিময়ে ঈমান হারা হয়ে গেছে।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩০
286269
আবু জান্নাত লিখেছেন : সত্যিই বলেছেন, মুসলিমরাই আজ অর্থের বিনিময়ে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। এ ব্যাপারে সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাসে বিষদবর্ণনা আছে। বর্তমানেও অমুসলিমদের থেকে মুসলিমরাই এগিয়ে।

অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File