মুক্তমনা কি জিনিষ? খায় না মাথায় দেয়!
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫০:২৯ দুপুর
পৃথিবীটা কেমন যেন দিন দিন মানবতাহীন হয়ে যাচ্ছে। বর্তমান দুনিয়াতে কারো বিপদে কেউ-ই তেমন একটা এগিয়ে আসে না। বেশির ভাগ মানুষই সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে।
মানবতার কথা পৃথিবীর প্রত্যেকটি ধর্মেই বলা আছে। দিন দিন মানুষ যেমন ধর্ম বিমূখ হচ্ছে, ধর্মের প্রতি অনিহা দেখাচ্ছে, তেমনি মানবতাহীন হয়ে যাচ্ছে। একজন পানিতে ডুবে মরছে, অন্যজন বাচাতে সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ছে।
তবে এরই মাঝেও কিছু কিছু মানুষ মানবতার জলন্ত উদাহরণ দিয়ে যাচ্ছে, যেমন কয়েকদিন আগে এক ট্রাফিক পুলিশ ড্রেন থেকে এক শিশুতে উদ্ধার করেছেন। স্যালুট জানাই ঐ পুলিশ ভাইকে। কিছুদিন আগে চট্টগ্রামে এক প্রতিবন্ধি মহিলা ফুটপাতে প্রসব বেদনায় কাতর, ক্যামেরা মানবরা ওদের মেমোরী পূরণে ব্যস্ত। মাত্র একজন পুলিশ সদস্য ঐ মহিলার সাহায্যে এগিয়ে এসেছেন।
এসব টুকিটাকি সংবাদগুলো হতাশার মাঝে আশার প্রদ্বীপ জ্বালে। যেন বিরান মরুভূমিতে এক গ্লাস ঠান্ডা পানিসম।
এই পোষ্টটি লিখার কারণঃ
মুসলিমদের মাঝে যদি কোন দূর্ঘটনা বা সন্ত্রাসী ঘটনা ঘটে, তখন মুক্তমনা নাস্তিকরা ইসলামকে বিষোদাগার করে, মানবতাহীন ধর্ম বলে আখ্যা দেয়। আচ্ছা, কিছু মানুষের অন্যায় ইসলামকে বহন করতে হবে কেন?
বার্মার মুসলিমদের উপর নির্যাতন পুরো বৌদ্ধধর্ম বহন করতে হবে কেন? বারবী মসজিদের উপর জগন্নতম হামলা পুরো হিন্দু জাতি বহন করবে কেন? আইসিস ও বোকোহারামের এর হত্যা পুরো মুসলিম জাতিকে বহন করতে হবে কেন?
গত শুক্রবার সন্ধায় যখন ক্রেন ধসে হারাম শরীফে বিপর্যয় ঘটলো, তখনো দেখলাম মানবতা না দেখিয়ে একদল মুক্তমনা নাস্তিক মহান আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে। অথচ এসময় অন্তত মানবতাবাদী হয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোই মানবতার আহবান ছিলো।
আচ্ছা, ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শতাধিক হলেও এখানে কিন্তু মুক্তমনা নাস্তিকরা দেবদেবীর অক্ষমতা বলে কোন কিছু লিখতে দেখিনি, প্রতি বছর ভারতের ঝাড়খন্ডে পূজার সময় পদদলিত হয়ে শতশত হিন্দু তীর্থযাত্রির জিবনাবসান হলেও মুক্তমনা নাস্তিকদের কোন মাথা ব্যাথা হয় না।
আচ্ছা পাঠা বলির সময় সময় এসব মুক্তমনা নাস্তিকরা কিছু বলে না কেন? অথচ মুসলিমদের কোরবানের ঈদে পশু জবাই নিয়ে এদের কত আপত্তি।
তাহলে কি আমরা ধরে নেব যে মুক্তমনা মানে হিন্দু ধর্মের দালাল তথা লিঙ্গের পুজারী!
সম্প্রতি অপি............ নামের নিক থেকে ইসলাম ও আল্লাহ, রাসূল নিয়ে দিনকে দিন তামাশা করে যাচ্ছে, এর কি কোন সূরাহা হওয়ার দরকার নেই?
ব্লগ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করবো, প্লীজ ধর্ম বিদ্ধেশীদের নিক গুলো ব্লক করে দিন। দিনকে দিন তাদের বেয়াদবী সীমা ছড়িয়ে যাচ্ছে। আমাদের ঈমান আকিদায় ছিড় ধরাতে তারা সিদ্ধ হস্ত হয়ে কাজ করে যাচ্ছে। প্লীজ এদের ব্যাপারে ব্যবস্থা নিন।
বিষয়: বিবিধ
২২১৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পরামর্শের জন্য আপনাকেও ধন্যবাদ @নাবিক ভাই
আমার মনে হয়, এরা মুক্তমনার লেভেল দিয়ে মুসলিমদের কোন্ঠাসা করে রাম রাজত্ব কায়েম করতে চায়। যা কোন দিনই পূরণ হওয়ার নয়।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
নাস্তিকদের পক্ষ হতে এমনটি দেখার সম্ভাবনা কম। এরা শুধু ইসলাম বিদ্ধেষী ইসলামের বিরুদ্ধে বিষাদাগার করতে পারলেই ওদের স্বস্তি!!!
আমি নিক ব্লকড করার পক্ষে নই.....! আমি চাই ব্লগ নীতিমালা অনুসারে তাদের ব্যপারে ব্যবস্থা নেয়া হোক। নীতিমালা বহির্ভূত লেখা মুছে দিয়ে সতর্ক করা হোক। তাতে কাজ না হলে ব্লকড!!!
ধন্যবাদ সুন্দর পোস্টির জন্য।
বাস্তবতা হচ্ছে এরা চরম ও জঘন্য ইসলাম বিদ্ধেষী। সলামকে গালি দিতে পারলেই এদের চুলকানি কিছুটা প্রশমিত হয়।
সরাসরি ব্লক এর পক্ষে আমিও নই, আগে নোটিশ, পরে ব্লক।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।
দারুন করে বলেছেনঃ যন্ত্রের তো হৃদয় নেই তাই মানুষও হৃদয়হীন হয়ে যাচ্ছে৷
যেখানে মানবতা নেই, সত্যিই সেখানে যন্ত্রের কর্ম সাধিত হয়। আমি তাকে অনেক আগেই ব্লক করেছি, যেন আমার লিখায় নোংরা মন্তব্য করতে না পারে। আমার মনে হয় তাকে মন্তব্যের সুযোগ না দেওয়াই ভালো। অন্তত অন্যের পোষ্টে নোংরামীর সুযোগ পাবে না।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া।
মন্তব্যের জন্য শুকরিয়া।
মন্তব্যের জন্য শুকরিয়া।
আসলে আমার মনে হয়, এরা কোন জাতির মিশন নিয়ে কাজ করে। না হলে বাংলাদেশে কত গুম খুন ক্রসফায়ার হচ্ছে, একমাত্র ওদের জন্য কেন এফ,বি,আই আসবে!
বাকিরা কি মানুষ নন? ভেবে দেখার সময় এসেছে।
সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া। আবশ্যই আমাদের সাবধান হতে হবে।
ভাইয়া জানেন জিলহজের চাঁদ কি দেখা গিয়েছে কিনা?
শুকরিয়া।
জ্বি আপু, গতকাল আরবদেশে চাঁদ দেখা যায় নাই। তাই ঘোষনা করা হয়েছে- ঈদ ইন-শা আল্লাহ ২৪ শে সেপ্টেম্বরে হবে।
বিস্তারিত দেখুন- এখানে
মুডুরা দেখেনা এরা কিলিখে?
সুন্দর পোস্টেরর জন্য শুকরিয়া।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও শুকরিয়া।
যাই হউক আপনার চমতকার লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্যা ধন্যবাদ।
ভাইরে! নাম প্রকাশ না করাই ভালো মনে করছি, তবে ফেসবুকে আছে।
অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন