জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৬:২০ বিকাল

আসন্ন জাতিসংঘ শান্তিরক্ষা শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থাকবেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, আঞ্চলিক নিরাপত্তা, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নিরাপত্তা সংলাপে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ওয়াশিংটনে দুই দেশের মধ্যে চতুর্থ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ মোকাবেলা, বঙ্গোপসাগরে নিরাপত্তা, দুই দেশের নিরাপত্তা, সামরিক সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, রাজনৈতিক সহযোগিতা, যৌথ মহড়া, প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দু’দেশের মধ্যে পরপর তিনটি নিরাপত্তা সংলাপ এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এ সংলাপের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অনেক বেড়েছে। বিশেষ করে তথ্য আদান-প্রদান, সামরিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বৃদ্ধি পেয়েছে। ‘নিরাপত্তা সংলাপ’ শুরুর আগে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যেত, তিন দফা সংলাপের পর সেসব সহযোগিতা অনেক বেড়েছে। বিশেষ করে সামরিক বিভিন্ন প্রশিক্ষণের পরিধি ও মান বেড়েছে। এরফলে সামরিক খাতে দেশ এগিয়েছে, এগিয়ে যাচ্ছে।

বিষয়: বিবিধ

৭৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File