Thumbs Up Thumbs Up হারানো বিজ্ঞপ্তি, প্লিজ সন্ধান দিন Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৪ মে, ২০১৫, ০৪:০৮:৩১ বিকাল



Thumbs Up Thumbs Up ফুলটি দেখে প্রায় সকলে বুঝেছেন কাকে হারিয়েছি। যারা এখনো বুঝেন নাই তাদেরকে বলছিঃ টুডে ব্লগের এক সম্মনিতা ব্লগারানীকে আজ সাপ্তাহদিককাল থেকে পাওয়া যাচ্ছে না।

Thumbs Up Thumbs Up যার প্রতিটি লিখা স্টিকি হওয়ার দাবী রাখে, তিনিই প্রথম ব্লগে মন্তব্যে ও প্রতি মন্তব্যে সালামের প্রচলন ঘটিয়েছেন, যিনি শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়া, সম্মানিত, সম্মনিতা ছাড়া কোন কমেন্টই করেন না।

Thumbs Up Thumbs Up এই ব্লগের অনেক ব্লগার যার পরমাত্মীয়, কেউ বা ভাই, ছোটভাই, বড়ভাই, বোন, ছোটবোন, আদরের বোন, কেউ বা উনার সান, লাভলী সান, কেউ বা উনার আঙ্কেলজি,

Thumbs Up Thumbs Up তিনিও সম্বোধীত হন সম্মানীতা আপু, বড় আপু, শ্রদ্ধেয়া খাম্মুনী, খালাম্মুনী ইত্যাদি বিশেষনে। আসলে সম্মানী ব্যক্তিরাই অন্যকে সম্মন করতে জানে।

Thumbs Up Thumbs Up কেউ বা উনাকে বাঘা ব্লগার উপাধিতেও ভূষিত করেন। আজ এক সাপ্তাহের বেশী সময় ধরে এই গুনীজনাকে খুব মিস করছি।

Thumbs Up Thumbs Up কেউ সন্ধান পেলে অবশ্যই জানাবেন। ব্লগারানী সাদিয়া মুক্বিম আপুর কাছে স্কাইপ আইড়ি জানি। তাই উনার কাছে বিশেষ অনুরােধ, সন্ধান পেলে আমাদের জানাবেন।

Thumbs Up Thumbs Up উনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয়া ব্লগারানী সন্ধাতরা আমার খালাম্মুনিকে অনেক মিস করছি................

Thumbs Up Thumbs Up উনার প্রিয় ইমুটি বার বার ব্যবহার করছি। ফিরে আসুন হে শ্রদ্ধেয়া, ফিরে আসুন।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320033
১৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চটজলদি ফিরে আসুন। সেই অপেক্ষায়। Rose Rose Rose
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
261132
আবু জান্নাত লিখেছেন : জ্বী ভাই, অনেক শুকরিয়া।
১৫ মে ২০১৫ রাত ১২:০৬
261174
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার ডাকে চটজলদি ফিরে এলাম ক্ষণিকের জন্য। আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
320038
১৪ মে ২০১৫ বিকাল ০৫:৩০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
261133
আবু জান্নাত লিখেছেন : পড়ার জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
১৫ মে ২০১৫ রাত ১২:০৮
261176
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার ডাকে ফিরে এলাম ক্ষণিকের জন্য। আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।
320040
১৪ মে ২০১৫ বিকাল ০৫:৫২
শেখের পোলা লিখেছেন : আজকাল এ পারে ডুব দিয়ে ও পারে ওঠে৷ উনি কোন পারে জানা নাই৷অসুস্থও হতে পারেন৷ আল্লাহ তাকে সুস্থ করে ফিরিয়ে দিক৷
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
261134
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়ার সাথে আমীন। ফিরে আসুক এই প্রত্যাশায়....
১৫ মে ২০১৫ রাত ১২:১৩
261180
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। ইচ্ছে করে ডুব দেইনি ভাইয়া। ভীষণ কর্মব্যস্ততা যাচ্ছে তাই তো অনিচ্ছাকৃত নির্বাসনে। আপনাদের দোয়ায় সুস্থ আছি আলহামদুলিল্লাহ্‌। দোয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার দোয়ায় আমীন। বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবেন। আপনার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।
Good Luck Good Luck Good Luck
320044
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার টুকটাক লেখাতে তিনি উৎসাহিত করতেনই। দু’য়েকটি লেখায় ওনাকে না দেখে আমিও চিন্তা করতেছিলাম।
দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং সমস্ত সমস্যা থেকে মুক্ত রাখেন।
পোস্টের জন্য ধন্যবাদ।
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
261135
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়ার সাথে আমীন। ফিরে আসুক এই প্রত্যাশায় রইলাম। আসলে উনাকে খুব মিস করছি...
১৫ মে ২০১৫ রাত ১২:১৭
261183
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। ভীষণ কর্মব্যস্ততা যাচ্ছে তাই তো অনিচ্ছাকৃত নির্বাসনে। আপনাদের দোয়ায় সুস্থ আছি আলহামদুলিল্লাহ্‌। দোয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবেন। আপনার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।

Good Luck Good Luck Good Luck
320095
১৪ মে ২০১৫ রাত ১০:৩৭
আফরা লিখেছেন : আমার ধারনা আপু দেশে বেড়াতে গিয়েছে ।যেখানেই থাকুক আল্লাহ আপুকে ভাল রাখুন ও আমাদের মাঝে ফিরে আসুক ।
১৫ মে ২০১৫ রাত ১২:২৫
261187
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদরের আফ্রামনি।
না ছোট আপু দেশে বেড়াতে যাইনি। তোমাদের সকলের দোয়ায় ভালই আছি আলহামদুলিল্লাহ্‌। তবে বর্তমানে কাজের পরিধি অন্নেক বিস্তৃত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও সময় দেয়া সম্ভব হচ্ছে না আপুমনি।
বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবে ছোটবোনটি আমার। তোমার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১৫ মে ২০১৫ রাত ১২:৩৬
261200
আবু জান্নাত লিখেছেন : Applause Applause Applause Applause Applause Applause Applause
320105
১৪ মে ২০১৫ রাত ১১:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : সবার প্রিয়, ব্লগের অভিভাবক। আপু ফিরে আসেন তাড়াতাড়ি Love Struck
১৫ মে ২০১৫ রাত ১২:৩৭
261202
আবু জান্নাত লিখেছেন : আপু এসে গেছে, আমার কিযে আনন্দ লাগছে Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On
১৫ মে ২০১৫ রাত ১২:৩৭
261203
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদরের ছোট্ট আপি।Good Luck Love Struck Good Luck ব্যস্ততার ভীড়েও অন্নেক ক্লান্ত অবসন্ন দেহে বাসায় ফিরে বিছানায় শুয়ে শুয়ে তোমার রেখে যাওয়া মন্তব্য পড়েছিলাম আপুম্নি কিন্তু আমার অনুভূতি প্রকাশ করার সুযোগ হয়নি। তোমাকে অবশ্যই তুমি বলেই সম্বোধন করবো ছোট আপি। তোমার মন্তব্য পড়ে কেন জানি অঝোর ধারায় অশ্রু গঙ্গা বয়েছিলো দু’চোখে সেদিন। তোমরা সকলেই এমনি করে ভালোবাসার এক অবিচ্ছেদ্য গভীর মায়াজাল তৈরি করেছো যে তা অতিক্রম করে বেশী দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে এমন কিছু কাজ হাতে নিয়েছি যে ইচ্ছা করলেও হয়তো বা ব্লগে নিয়মিত উপস্থিত হওয়া সম্ভব হবে না। যত দ্রুত সম্ভব ফিরে আসার ইচ্ছে থাকবে ইনশাআল্লাহ্‌।

তাই বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবে ছোটবোনটি আমার।Love Struck Love Struck তোমার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।Good Luck Love Struck Good Luck
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
261298
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
১৬ মে ২০১৫ সকাল ০৭:৩০
261382
আবু জান্নাত লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-
১৭ মে ২০১৫ রাত ০১:৪৭
261511
বৃত্তের বাইরে লিখেছেন : শুকরিয়া আপুLove Struck সবার কাজের ব্যাস্ততা বাড়ছে।Crying আগে দায়িত্ব। একেবারে হারিয়ে না যেয়ে মাঝে মাঝে সুযোগ পেলে উকি দিয়ে আমার মতHappy দোয়া করবেনGood Luck
320113
১৪ মে ২০১৫ রাত ১১:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মে ২০১৫ রাত ১২:৩৬
261199
আবু জান্নাত লিখেছেন : আপনার কাছে নিম পাতাও ভালো লাগে, তাইনা ভাই!
১৫ মে ২০১৫ রাত ১২:৪০
261206
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। বোনের জন্য বেশী বেশী করে দোয়া করবেন ভাইয়া। আপনার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।Good Luck Good Luck Good Luck
320117
১৫ মে ২০১৫ রাত ১২:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী। বাসায় ফিরে হঠাৎ আপনার হারানো বিজ্ঞপ্তি শিরোনামের পোষ্টটি দেখে চমকে উঠি। জীবনের অনেক কর্মব্যস্ততার ভীড়েও খালাম্নির খোঁজে বিজ্ঞপ্তি দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

সত্যিই কথা বলতে কি আংকেল আমিও ব্লগ তথা আপনাদের সকলকেই অন্নেক অন্নেক মিস করি। পূর্বে পরিবারের অনেক অনুরোধ উপেক্ষা করে যেটুকু সময় পেয়েছি সেটুকু ব্লগ পরিবারের সাথে শেয়ার করতেই বেশী স্বাচ্ছন্দ্য ও আনন্দ উপভোগ করেছি। কিন্তু বর্তমানে অনির্ধারিত কিছু কর্মব্যস্ততা আমাকে এই ব্লগ পরিবেশ থেকে দূরে রাখতে বাধ্য করছে। যেমন আগে কর্মকালীন সময়ে ব্রেক সময়ে ব্লগে ঢুকে দু’ একটি মন্তব্য করার সৌভাগ্য হতো কিন্ত এখন কর্মস্থলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তা আর সম্ভব হচ্ছে না।

তাছাড়া জুন মাস থেকে আমার ব্যক্তিগত কিছু পূর্বনির্ধারিত কর্মপরিকল্পনা আছে। ফলে ব্লগে হয়তো সম্পূর্ণভাবে অনুপস্থিত কিংবা অনিয়মিত থাকতে হবে আগামী বেশ কয়েক মাসের জন্য। আল্লাহ্‌ পাক চাহেন তো তারপর আবারও সরব হওয়ার ইচ্ছা আছে ব্লগাঙ্গনে ইনশাআল্লাহ্‌।

আমার জন্য আপনারা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখবেন যেন আমার নেক নিয়্যতগুলো মহান রাব্বুল আলামীন অত্যন্ত সহজ, সুন্দর ও সঠিকভাবে সম্পাদনের সৌভাগ্য নসীব করেন। আপনাদের সকলের জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।
Rose Rose Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Rose
১৫ মে ২০১৫ রাত ১২:৪০
261205
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া খালাম্মুনি। আমি কোন প্রতি মন্তব্য করতে চাইয়া, আপনি ফিরেছেন এতেই আমি আনন্দিত খুব আনন্দিত Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Happy>- Music Music Music Music Music Music Music Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
261300
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @প্রিয় খালাম্মুণি..... আপনার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইলো, ভবিষ্যতেও থাকবে সবসময় ইনশা আল্লাহ্।

পূর্বনির্ধারিত প্ল্যানগুলো সহ আপনার প্রতিটি কাজ, প্রতিটি যায়েজ ও মোবাহ্ ইচ্ছা কে যেন আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'আলা পুরণ করে দেন। আমীন।

আমার জন্যও দোআ করার অনুরোধ করছি। যাজাকিল্লাহ্ খাম্মুণি।
১৫ মে ২০১৫ রাত ১১:৩৮
261312
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Love Struck Love Struck Happy Happy Love Struck Love Struck
১৬ মে ২০১৫ রাত ০১:৪৮
261325
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই সান হ্যারি। অবশ্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ্‌। তুমিও খালামনির জন্য বেশী বেশী করে দোয়া করিও কেমন।
১৬ মে ২০১৫ রাত ০১:৫০
261326
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই সান আওন্মনি।
১৬ মে ২০১৫ সকাল ০৭:৩০
261381
আবু জান্নাত লিখেছেন : অনেক অনেক শুকরিয়া @ হ্যারি ও আওন ভাই
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
261985
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি এসেছেন দেখে প্রীত হলাম।Good Luck Good Luck Good Luck Praying Praying Praying Praying Praying
320173
১৫ মে ২০১৫ সকাল ০৫:৩৮
কাহাফ লিখেছেন :
একজন প্রকৃত অভিভাবক শ্রদ্ধেয়া সন্ধতারা আপুজ্বী প্রিয় এই ব্লগের! স্হেহ-শ্রদ্ধা,দরদ-সোহাগময় উৎসাহ-সহযোগীতার মুর্তপ্রতিক তিঁনি!
চির কল্যাণের পথে আহবান জানান সব সময় অত্যন্ত চমৎকার আবেগী উপস্হাপনায়!
আল্লাহর কাছে বিনীত প্রার্থণা করি-রহমতের বিস্তীর্ণ ছায়ায় উনাকে সহ আমাদের কে আবদ্ধ রাখুন!আমিন!!
১৫ মে ২০১৫ রাত ১০:০৬
261308
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহচমৎকার বলেছেন জাযাকাল্লাহ খাইর
১৬ মে ২০১৫ রাত ০১:৫৫
261327
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। অযোগ্য বোনটিকে এভাবে মূল্যায়ন করার জন্য জাজাকাল্লাহু খাইর। বোনের বেশী বেশী করে দোয়া করবেন কেমন। আপনার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্‌।
১০
320221
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
১৫ মে ২০১৫ রাত ১০:০৬
261306
আবু জান্নাত লিখেছেন : Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer
১৬ মে ২০১৫ রাত ০১:৫৬
261328
সন্ধাতারা লিখেছেন : কেমন আছো মাই সান?
১৬ মে ২০১৫ রাত ০১:৫৮
261329
সন্ধাতারা লিখেছেন : আপনারা সবাই ভালো আছেন আংকেল? জান্নাত্মনির খবর কী?
১৬ মে ২০১৫ সকাল ০৭:২৬
261378
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ, সবাই ভালো আছি। দোয়া চাই খালাম্মুনি।
১১
320246
১৫ মে ২০১৫ রাত ১০:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জি ভাইয়া অনেকদিন যাবত আমিও আফরা আপু ও সন্ধা তারা আপুকে খুজে পাচ্ছিনা।
১৬ মে ২০১৫ রাত ০২:০০
261330
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার সর্বশেষ চমৎকার অনুপ্রেরণা মূলক অভিজ্ঞতার আলোকে লিখাটি গভীর মনোযোগ সহকারে পড়েছি কিন্তু বাংলায় মন্তব্য করার সুযোগ না থাকায় মন্তব্য করতে পারিনি ভাইয়া। স্যরি।
১৬ মে ২০১৫ সকাল ০৭:২৯
261380
আবু জান্নাত লিখেছেন : আফরা আছে নিয়মিত। সাপ্তাহখানিক পর সন্ধাতারা খালাম্মুনিও এসে হাজির হয়েছে। সাবাইকে যেন নিয়মিত পাই, এটাই কামনা।
১২
320256
১৫ মে ২০১৫ রাত ১১:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : খাম্মুনি খাম্মুনি
ডাক পারি,
খাম্মুনি মোদের
কার বাড়ি?
আয়রে খাম্মুনি
ঘড়ে আয়।
সন্তানেরা কেঁদে
বুক ভাসায়।
Good Luck Good Luck Good Luck
Crying Crying Crying Crying
১৬ মে ২০১৫ রাত ০২:০৮
261331
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি।

খাম্মুনি খাম্মুনি
ডাক পারি,
খাম্মুনি মোদের
কার বাড়ি?
আয়রে খাম্মুনি
ঘড়ে আয়।
সন্তানেরা কেঁদে
বুক ভাসায়।
অসাধারণ লাগলো। এতো সুন্দর ছন্দ! সত্যিই অভিভূত হলাম মাই সান। প্রাণভরে অন্তর্যামীর কাছে দোয়া করি উনি যেন তোমাকে অন্নেক বড় লেখক এবং কবি বানিয়ে দেন। দুনো জগতের কামিয়াবী হাসিলের সৌভাগ্য নসীব করেন। আমীন।

খাম্মুনি আছে নিজের বাড়ী
কাজের স্রোতে দিচ্ছে পাড়ি।
আসছি বাবা তাড়াতাড়ি
হাসিমুখে চলো ঘরে ফিরি।
১৬ মে ২০১৫ সকাল ০৭:২৭
261379
আবু জান্নাত লিখেছেন : মা শা আল্লাহ কবির পর কবিগুরু এসেছে, চমৎকার খালাম্মুনি।
১৩
320585
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
egypt12 লিখেছেন : উনি এসেছেন দেখে প্রীত হলাম।
১৭ মে ২০১৫ রাত ০৯:৩৫
261719
আবু জান্নাত লিখেছেন : অসংখ্য শুকরিয়া ভাইয়া।
১৪
320841
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

উনি এসেছেন দেখে প্রীত হলাম।
১৮ মে ২০১৫ রাত ০৯:৪৩
262008
আবু জান্নাত লিখেছেন : আপনি এসেছেন দেখে আমি অনেক আনন্দিত হলাম, শুকরিয়া ভাইয়া্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File