হারানো বিজ্ঞপ্তি, প্লিজ সন্ধান দিন
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৪ মে, ২০১৫, ০৪:০৮:৩১ বিকাল
ফুলটি দেখে প্রায় সকলে বুঝেছেন কাকে হারিয়েছি। যারা এখনো বুঝেন নাই তাদেরকে বলছিঃ টুডে ব্লগের এক সম্মনিতা ব্লগারানীকে আজ সাপ্তাহদিককাল থেকে পাওয়া যাচ্ছে না।
যার প্রতিটি লিখা স্টিকি হওয়ার দাবী রাখে, তিনিই প্রথম ব্লগে মন্তব্যে ও প্রতি মন্তব্যে সালামের প্রচলন ঘটিয়েছেন, যিনি শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়া, সম্মানিত, সম্মনিতা ছাড়া কোন কমেন্টই করেন না।
এই ব্লগের অনেক ব্লগার যার পরমাত্মীয়, কেউ বা ভাই, ছোটভাই, বড়ভাই, বোন, ছোটবোন, আদরের বোন, কেউ বা উনার সান, লাভলী সান, কেউ বা উনার আঙ্কেলজি,
তিনিও সম্বোধীত হন সম্মানীতা আপু, বড় আপু, শ্রদ্ধেয়া খাম্মুনী, খালাম্মুনী ইত্যাদি বিশেষনে। আসলে সম্মানী ব্যক্তিরাই অন্যকে সম্মন করতে জানে।
কেউ বা উনাকে বাঘা ব্লগার উপাধিতেও ভূষিত করেন। আজ এক সাপ্তাহের বেশী সময় ধরে এই গুনীজনাকে খুব মিস করছি।
কেউ সন্ধান পেলে অবশ্যই জানাবেন। ব্লগারানী সাদিয়া মুক্বিম আপুর কাছে স্কাইপ আইড়ি জানি। তাই উনার কাছে বিশেষ অনুরােধ, সন্ধান পেলে আমাদের জানাবেন।
উনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয়া ব্লগারানী সন্ধাতরা আমার খালাম্মুনিকে অনেক মিস করছি................
উনার প্রিয় ইমুটি বার বার ব্যবহার করছি। ফিরে আসুন হে শ্রদ্ধেয়া, ফিরে আসুন।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দোয়ায় আমীন। বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবেন। আপনার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্।
দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং সমস্ত সমস্যা থেকে মুক্ত রাখেন।
পোস্টের জন্য ধন্যবাদ।
বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবেন। আপনার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্।
না ছোট আপু দেশে বেড়াতে যাইনি। তোমাদের সকলের দোয়ায় ভালই আছি আলহামদুলিল্লাহ্। তবে বর্তমানে কাজের পরিধি অন্নেক বিস্তৃত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও সময় দেয়া সম্ভব হচ্ছে না আপুমনি।
বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবে ছোটবোনটি আমার। তোমার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্।
তাই বোনের জন্য আরও বেশী বেশী করে দোয়া করবে ছোটবোনটি আমার। তোমার জন্যও আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্।
সত্যিই কথা বলতে কি আংকেল আমিও ব্লগ তথা আপনাদের সকলকেই অন্নেক অন্নেক মিস করি। পূর্বে পরিবারের অনেক অনুরোধ উপেক্ষা করে যেটুকু সময় পেয়েছি সেটুকু ব্লগ পরিবারের সাথে শেয়ার করতেই বেশী স্বাচ্ছন্দ্য ও আনন্দ উপভোগ করেছি। কিন্তু বর্তমানে অনির্ধারিত কিছু কর্মব্যস্ততা আমাকে এই ব্লগ পরিবেশ থেকে দূরে রাখতে বাধ্য করছে। যেমন আগে কর্মকালীন সময়ে ব্রেক সময়ে ব্লগে ঢুকে দু’ একটি মন্তব্য করার সৌভাগ্য হতো কিন্ত এখন কর্মস্থলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তা আর সম্ভব হচ্ছে না।
তাছাড়া জুন মাস থেকে আমার ব্যক্তিগত কিছু পূর্বনির্ধারিত কর্মপরিকল্পনা আছে। ফলে ব্লগে হয়তো সম্পূর্ণভাবে অনুপস্থিত কিংবা অনিয়মিত থাকতে হবে আগামী বেশ কয়েক মাসের জন্য। আল্লাহ্ পাক চাহেন তো তারপর আবারও সরব হওয়ার ইচ্ছা আছে ব্লগাঙ্গনে ইনশাআল্লাহ্।
আমার জন্য আপনারা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখবেন যেন আমার নেক নিয়্যতগুলো মহান রাব্বুল আলামীন অত্যন্ত সহজ, সুন্দর ও সঠিকভাবে সম্পাদনের সৌভাগ্য নসীব করেন। আপনাদের সকলের জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা থাকবে ইনশাআল্লাহ্।
পূর্বনির্ধারিত প্ল্যানগুলো সহ আপনার প্রতিটি কাজ, প্রতিটি যায়েজ ও মোবাহ্ ইচ্ছা কে যেন আল্লাহ্ সুবহানাহু ওয়াতা'আলা পুরণ করে দেন। আমীন।
আমার জন্যও দোআ করার অনুরোধ করছি। যাজাকিল্লাহ্ খাম্মুণি।
একজন প্রকৃত অভিভাবক শ্রদ্ধেয়া সন্ধতারা আপুজ্বী প্রিয় এই ব্লগের! স্হেহ-শ্রদ্ধা,দরদ-সোহাগময় উৎসাহ-সহযোগীতার মুর্তপ্রতিক তিঁনি!
চির কল্যাণের পথে আহবান জানান সব সময় অত্যন্ত চমৎকার আবেগী উপস্হাপনায়!
আল্লাহর কাছে বিনীত প্রার্থণা করি-রহমতের বিস্তীর্ণ ছায়ায় উনাকে সহ আমাদের কে আবদ্ধ রাখুন!আমিন!!
ডাক পারি,
খাম্মুনি মোদের
কার বাড়ি?
আয়রে খাম্মুনি
ঘড়ে আয়।
সন্তানেরা কেঁদে
বুক ভাসায়।
খাম্মুনি আছে নিজের বাড়ী
কাজের স্রোতে দিচ্ছে পাড়ি।
আসছি বাবা তাড়াতাড়ি
হাসিমুখে চলো ঘরে ফিরি।
উনি এসেছেন দেখে প্রীত হলাম।
মন্তব্য করতে লগইন করুন