সুখের ঠিকানা-পর্ব ২য়
লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১৪ মে, ২০১৫, ০৩:১৮:৩৯ দুপুর
মানুষ মানেই সামাজিক জীব। সমাজ বদ্ধ হয়ে বসবাস করি।আমাদের সমাজে নানা ধরনের মানুষ বাস করে। নানা ধরনের অশ্লীলতা, সুদ-ঘুষ, অনাচার-ব্যাবিচার, গীবত আমাদের পুরো সমাজকে আচ্ছাদিত করে রেখেছে। আমি যেহেতু এ সমাজেরই মানুষ তাই এদের সাথে আমাকে চলতে হবে।তার জন্য প্রয়োজন তাকওয়া। এই তাকওয়া কোথায় থাকে আগে আমাদের তা জানা দরকার।
তাকওয়া যেমন ঈমানের মূল অংশ ঠিক তেমনি তাকওয়া রাখার স্থানটি হল শরিরের সর্বোত্তম অংশ। তা হল আমাদের অন্তর। আগে তাকওয়া রাখার এই স্থানকে পরিষ্কার - পরিচ্ছন্ন করতে হবে। তা না হলে তাকওয়া টিকবেনা।
শুধু নিজে তাকওয়াবান হলে হবে না। সমাজের মানুষ গুলোর মধ্যে তাকওয়ার সৃষ্টি করতে হবে।
সাথে থাকুন.......
চলবে....................
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
খুব সঠিক কথা বলেছেন ।ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন