স্বাধীনতা, আমার স্বাধীনতা!
লিখেছেন লিখেছেন ওয়াচডগ বিডি ২০ মে, ২০১৪, ০২:৫২:২৬ দুপুর
আজকের বাংলাদেশ আর স্বাধীনতা পূর্বক বাংলাদেশের মাঝে পার্থক্য শুধু একটা পতাকা। পতাকা নিয়ে কবিতা লেখা যায়, সাতার কেটে আবেগের নদী পাড়ি দেয়া যায়। আমি কবিতা পূজারি নই, জানালার বাইরে এমন কোন নদীও নেই যা পাড়ি দেয়ার তাগাদা আছে। আমার স্বাধীনতা ১৬ কোটি মানুষের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, স্বপ্ন দেখার স্বাধীনতা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আর স্বাভাবিক জন্ম-মৃত্যুর স্বাধীনতা। পাকিস্তানী ২২ পরিবারের যাঁতাকল হতে মুক্তি পেয়ে বাংলাদেশের দুই পরিবারের খপ্পরে আটকে যাওয়ার জন্যে ১৬ই ডিসেম্বর ছিলনা। সে দিনের সে ১৬ই ডিসেম্বর হোঁচট খেয়ে আটকে গেছে পরাধীনতার চোরাবালিতে। মুক্তি চাইলে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে আমাদের। প্রস্তূতি নিন সে পথের...শুভ হোক সে যাত্রা।
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনো পরাধীনতা গেলোনা
একি শুধু কাগুজে স্বাধীনতা
নাকি স্বাধীনতার প্রহসন
স্বাধীন অভিমত নিষেধ
প্রতিবাদী জনগন দেশদ্রোহী
চারিদিকে না পাওয়ার হাহাকার
গদিতে তৃপ্তির তৈলাক্ত হাসি!
স্বাধীনতা আজ শহীদ মিনারে
লাল সবুজ পতাকার ঘুড়ি
তার নিচে চেতনার বাহাদুরি
সীমান্ত দেয়ালে রক্তের ধারা
নিষ্পাপ দেহের নিথর স্তুপ
প্রতিবাদ করলে অকৃতজ্ঞ জাতী
বন্ধুত্বের দক্ষিনায় জীবন দান
ক্ষমতার লাগি স্বার্থ জলাঞ্জলী!
দাম্ভিক মুখে তৃপ্তির ঢেকুর
যেন বিশ্ব-জয়ের বাহাদুরি।
চল্লিশ বছর গেল-অধিকার এলোনা
স্বাধীন হলো-পরাধীনতা গেলোনা
চল্লিশ বছর গেল-এখনো স্বাধীনতা এলোনা..
মন্তব্য করতে লগইন করুন