অবক্ষয়
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২৮ জানুয়ারি, ২০১৬, ০৮:১৮:৩৮ রাত
স্কুল থেকে শুরু করে ভার্সিটি সব জায়গায় ছাত্রদেরে বেশিরভাগই মেধার মূল্যায়ন হচ্ছে কতিপয় শিক্ষকদের স্বার্থের খেলায় .....শিক্ষার ভিত্তিতে নয় । দেশের আসুস্থ আর নোংরা রাজনীতির ধোঁয়া দূষিত করে দিয়েছে শিক্ষাঙ্গনের পরিবেশ । কালো রাজনীতির হাত ধরে শিক্ষকের মহান আসনটি নড়বড়ে করে দিয়েছে সুযোগ সন্ধানীরা ।
যার প্রমান আজ সর্বত্রই ভুরি ভুরি পাওয়া যাবে । এখন ছাত্র-ছাত্রীদের সম্ভ্রম আর জীবন দিয়ে নিতে হচ্ছে শিক্ষার উপযুক্ত মূল্য !
জীবনে সত্যের প্রদীপ জ্বালানোর এই মহৎ পেশাটাকে কতিপয় শিক্ষকরা( !) বানিয়ে নিয়েছে শুধুই জীবিকার মাধ্যম ! যার ফলে ক্লাসে ছাত্ররা পাচ্ছেনা উপযুক্ত শিক্ষা । মা বাবার কষ্টে উপার্জিত পয়সার ৭০ ভাগই যাচ্ছে ওই শিক্ষকদের পকেটে । তারপরেও কি সব ছাত্ররা পাচ্ছে তাদের ন্যায্য শিক্ষা ?
যখন এখানে দেখি ছাত্র ও শিক্ষকদের মাঝে নির্মল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক , সময়ের প্রতি শ্রদ্ধাবোধ আর নিয়মানুবর্তিতা .,দুর্নীতিহীন এবং রাজনীতির কালো খেলা থেকে সম্পূর্ণ মুক্ত প্রতিটি ক্যাম্পাস তখন আমাদের দেশের শিক্ষার অবস্থা মনে করে মনটা ভীষণ ভারী হয়ে যায় ।
ক্রমবর্ধমান নেতিক অবক্ষয় আর সৃষ্টি করা শিক্ষার নড়বড়ে ভিত আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তার ফল কি আরো কিছু কি দেখার বাকি আছে ?
শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয় । আমাদের শিক্ষার মূল ভিত্তিতে এমন কিছু কারিগর অধীন আছে, যাদের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির শিক্ষায় দলাদলি ,হত্যা ,অন্যায় আর সম্ভ্রমহানীর এক ভীতিকর জায়গায় পরিণীত হয়েছে আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলো ।
এই সব কারিগরদের হাতে শিক্ষা নিয়ে লেখাপড়া শেষ করে বের হয় তখন বেশিরভাগ ছাত্রের সার্টিফিকেটের বেহাল অবস্থার পাশাপাশি নামের আগে পিছে যোগ হয় পশুত্বের কুখ্যাত উপাধি ,পিস্তল- চাপাতি দিয়ে প্রশিক্ষিত হাতে হাতে থাকে সিগারেট আর গাঞ্জায় টান মারার অসাধারন দক্ষতা !!
সুন্দর জীবন গড়ার পরিবর্তে বিক্ষিপ্ত বর্তমান নিয়ে আনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া !
আমি ঢালাওভাবে সব শিক্ষকের কথা বলছিনা । এখনো অনেক আদর্শ আর সত্যিকারের শিক্ষক রয়েছে কিন্তু উনাদের সত্য চেষ্টা আর মহৎ আদর্শ এইসব শিক্ষক( জানোয়ারের প্রেতাত্মা ) আর কালো রাজনীতির কাছে আজ বড় অসহায় !
কোনদিনওকি তাহলে আর ফিরে আসবেনা আমাদের দেশের শিক্ষাঙ্গনে সুস্থ-নির্মল শিক্ষার পরিবেশ ?
পাবেনা ছাত্ররা নিঃস্বার্থ আর আন্তরিক সহযোগিতায় তাদের ন্যায্য শিক্ষা !?
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন