গণতন্ত্র হত্যায় খায়রুল ‘মীরজাফর’, মানিক বিচারাঙ্গনের ‘খলনায়ক’: বিএনপি

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৮ জানুয়ারি, ২০১৬, ০৭:২৯:৫৪ সন্ধ্যা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যায়

লুকিয়ে থাকা ‘মীরজাফর’ ও বিচারপতি শামসুদ্দিন

মানিককে বিচারাঙ্গনের ‘খলনায়ক’ বলে আখ্যা

দিয়েছে বিএনপি। এদের দিয়ে বিচার বিভাগকে

দখলের অপচেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করে

দলটি। তাদের সেই অপচেষ্টার বিষয়ে যখন কেউ সত্য কথা

বলে তখনই সরকারের গা জ্বালা করে বলেও দলটির পক্ষ

থেকে মন্তব্য করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ নয়াপল্টনস্থ

দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব

মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান মাননীয় প্রধান বিচারপতি এস কে

সিনহা ন্যায়সঙ্গত, আইনসঙ্গত, সংবিধানসঙ্গত বক্তব্য দেয়ার

কারণেই অবৈধ ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে বিএনপি

চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট ও

মিথ্যা, দেশদ্রোহী মামলা দায়ের করেছে। তারা

জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতীক খালেদা

জিয়াকে গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে

জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে সারাদেশটা দখল

করতে চায়। কিন্তু তাদের দিবাস্বপ্ন ও স্বেচ্ছাচারী

পাথরপ্রতীম দুঃশাসন যে যেকোন মুহূর্তে জনরোষে ধুলোয়

লুটিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়: রাজনীতি

৮৬১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357902
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : ধুলোয় লুটিয়ে পড়ার স্বপ্ন দেখেই চলেছি৷ কথাটা সত্যে পরিনত করার প্রচেষ্টা করার মত কেউ আছেকি? যদি থাকে তবে আর কত অপেক্ষা করতে হবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File