time and tide wait for none
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৬:২০ রাত
ভোর ৬ টায় ঘুম থেকে উঠলেও বিশেষ কিছু কারনে আবার কিছুটা আলসেমিরও কারনে ৮ টার ক্লাসে ধরতে ২০ মিনিট লেট হয়ে গেল ! ক্লাসরুমের দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা বিব্রতবোধ করছিলাম। মাঝ ফ্লোরে দাঁড়িয়ে আছি । উপড়ে, নিচে সবগুলো ক্লাসরুমের দরজা অফ ! ক্লাস চলছে । ঝকঝকে, তকতকে করিডোর সুনসান নিরব ! আমি হতভাগা বেকুবের মত একা দাঁড়িয়ে আছি ।
একটা অস্বস্তি আর ইতস্তত ভাবনা নিয়ে ঢোক গিলে দরজা নক করে খুলতেই দেখি মাষ্টারমশাই এর গম্ভীর চেহারা আর ক্লাসের সবগুলি বিলাইয়ের(সহপাঠী ) চোখের মার্বেল আমার দিকে তাক করা।
হাবভাব আর অবস্থা এমন যে ক্লাসে যেন এক অপরাধী ঢুকছে ! কোনরকম নিজের ডেস্কে গিয়ে বসলাম। মাস্টারমশাই মুখে কিছু না বললেও গম্ভীর চেহারা আর ক্লাসের নিয়মভঙ্গের কারনে অপরাধবোধ সব কিছু মিলিয়ে করুন মাইনকা চিপায় পড়লাম !
''পানচুয়াল'' ''ডিসিপ্লিন'' শব্দগুলো তাদের সবপ্রতিশব্দসহ প্রশ্নবোধক(?) আর বিস্ময়কর( !) চিহ্ন নিয়ে মাথার চতুর্দিকে ঘুরছিল আর ঘাই মারছিল !
ক্লাসের স্বাভাবিক সময়টা কিছু মুহূর্তের জন্য অস্বাভাবিক হয়ে গিয়েছিল আমার অসময়ে ক্লাসে আসায় ।
দেরিতে আসার অপারাধবোধ কাটিয়ে মাষ্টারের লেকচারে মনযোগ দিতে সমস্যা হচ্ছিল ।
সময়ের এততুকু হেরফেরের কারনে কত অস্বস্তি আর চেনা মুখগুলো কত অচেনা লাগছিল !
সময় ,হ্যাঁ ''সময়'' ।
জীবন আর সময় মুদ্রার এপিঠ ওপিঠও বলা যায় কিংবা বলতে পারো কিছু সময়ের সমষ্টিই জীবন ।
সময় তোমাকে জীবনে দিবে টাকা -কড়ি, যশ -খ্যাতি, সুখ, প্রেম- ভালবাসা, সাফল্য সঅঅব যদি তুমি নিজেকে সময়ের মত করে নিতে পার ।
আবার সময় ই তোমাকে বিচ্ছিন্ন করবে এ সঅঅব কিছু থেকে যদি না সময়ের চাওয়াগুলো বুঝতে না পারো ।
time and tide wait for none
ছোট সময় অনেকই হয়ত এর ভাব সম্প্রসারন লিখে পরীক্ষার খাতায় দশে দশ পেয়েছে । কিন্তু পরবর্তীতে তারাই আবার জীবনের খাতায় পাওয়ার হিসাব অনেকের অনেক কম কিংবা শূন্য । এর জন্য নিয়তি যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী সময়ের অপব্যাবহার । Value has a value only if its value is valued.” ।
ইবনে সিনা, সক্রেটিস, প্লেটো, আইনস্টাইন, স্তিফেন হকিং থেকে শুরু করে কালের যত সেরা বিজ্ঞানি কিংবা দার্শনিক রয়েছে আথবা দিগবিজয়ী প্রতাপশালী শাসক উমর র থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন, রুজভেল্ট, মহাথির এরকম অনেক স্বপ্নবাজ সফল আর বিখ্যাতদের নাম আছে কালের আবর্তনেও যাদের নাম উজ্জল হয়ে জ্বলছে সব সময়ে ।
তেমনি ,ফিরাউন ,নমরুদ, আবু জাহেল থেকে শুরু করে জামাল নাসের, নিরু, হিটলার, চেঙ্গিস, শ্যারন আর বুশদের মত কুখ্যাতদের নামও সময় রেখে দিয়েছে অক্ষুন্নভাবে ।
হয়ত বলতে পার, গতানুগতিক টাইপে আমি কেন উনাদের নামগুলো বললাম ? হ্যাঁ এই জন্যই বললাম যে, তাদের নামের সাথে আজ আমরা ভাল- মন্দ, কুখ্যাত- বিখ্যাত যে তকমাগুলো দেখি সেগুলো ''সময়'' ই তাদের পরিয়ে দিয়েছে । যে যেভাবে ''সময়''কে ব্যাবহার করেছিল সেই আঙ্গিকেই ।
Every moment brings with it thousands of golden opportunities. Every minute is a store-house of ‘chances’. Therefore, we must not allow such precious time to slip away. If we do so, we allow those golden opportunities and chances to slip away too..........
তুমি প্রত্যেকটা সফল এবং সুখী জীবনের আড়ালে খুঁজে পাবে ''সময়''কে সঠিকভাবে কাজে লাগানোর গল্প ।
তোমাকে মহাথির কিংবা আনোয়ার ইব্রাহীমদের মত বিখ্যাত হতে হবে না । হতে হবে না কালের কোন বিখ্যাত সেলিব্রেটির মত । অর্জন করতে হবে না পুঁতিগত বিদ্যার শেষ পর্যায়ের কোন উচ্চ সার্টিফিকেট।
তুমি যেখানে আছো, যেভাবে আছো, সেই অবস্থান থেকেই নিজেকে ব্যাবহার কর ''সময়ে''র চাওয়া অনুযায়ী । দেখবে তুমিই হবে সাধারণে অসাধারণ আর পাবে অর্থপূর্ণ, সুখী, স্মার্ট জীবন ।
( কখনো পরতে হবে না লেট লতিফের মাইনকা চিপায় .আজকে আমার মত tongue emoticon )
if we want to succeed in life we ought to chalk out what we are going to do with the minutes, hours, days, months and years at our disposal. This is the first step to success. Secondly, work must never be postponed; tomorrow’ may never materialise. We can only be sure of the present’ which in our hands. Postponement and laziness are the ropes which strangle time. Thus, time can create us or destroy us. It all depends on how we utilise time...............
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঝকঝকে তকতকে করিডোর , আবার মাস্টার মশাই - কোথায় এই শিক্ষাঙ্গন এবং এটা কোন আমলের ঘটনা ?
মারহাবা ! Tongue
মিডল ইস্টের একটা শিক্ষাঙ্গন আর এই আমলেরই ঘটনা এটা ভাই হতভাগা ।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন