বিশ্বাসে মিলে মুক্তি ,ভরসায় দরিয়া পার।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৮ ডিসেম্বর, ২০১৫, ১১:০৭:২৬ রাত

বিশ্বাসে মিলে মুক্তি ,ভরসায় দরিয়া পার।



আলহামদুলিল্লাহ ।আল্লাহ আমাকে আবার পিচিতে লেখার সুযোগ করে দিয়েছেন । মোবাইলে আমি লিখালেখির তেমন সুবিধা পাইনি ।তাই চেষ্টা অব্যাহত রেখেই আল্লাহর সাহায্য চেয়েছি ।আমার বিশ্বাস ছিল আমার মনিবের উপর যে তিনি আমার জন্য যা উত্তম সেই ব্যাবস্থ্যা করে দিবেন । এখন আমার জন্য আল্লাহ সেই সুযোগ দেরীতে হলেও সবরের মাধ্যমে মিলিয়ে দিলেন।আমার সময় তখন বেশি দিয়েছি মাঠ পর্যায়ে , কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নে।আলহামদুলিল্লাহ।

তারানা আপা তাইরে নাইরে করে যাই করছে ,আল্লাহ তাতেই ইসলামের লাভই করছেন।কারন মুমিনের জন্য সুখে দুঃখে দুই অবস্থ্যায় লাভ আর লাভ । কারন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সমগ্র প্রচেষ্টা চালিয়ে যাব মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত।ইনশাল্লাহ।আমাদের অতীতই আমাদের প্রেরনা।

ইব্রাহীম আঃ আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন। তাই নমরুদের বানান অগ্নিকুণ্ডলীর অগ্নিশিখা উনার একটা পশমও স্পর্শ করার সাহস পায় নাই। আল্লাহতালার হুকুমে অগ্নিকুণ্ডলী হয়ে যায় জান্নাতের একটুকরা বাগান।সুবহানআল্লাহ।

মুসা আঃআল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন।আমার প্রভু সেই ভরসার মর্যাদার রক্ষক হয়ে নীল নদের মাঝে রহমতের রাস্তা করে দেন।বিশ্বাসে মুক্তি পায়,ভরসায় দরিয়া পার।

তেমনি অটুট ভরসাকারী ছিলেন ইসমাইল আঃ ও নুহ আঃ। তাই চুরি পারেনি গলা কাটতে আর প্রলয়ঙ্করী প্লাবন পারেনি তরী ডুবাতে।

যুগে যুগে মহিয়ষী নারী দের মধ্যেও তাওয়াককুলকারী ছিলেন।বিবি মরিয়ম কুমারী মাতা হয়ে লোক লজ্জার ভয় না করে আল্লাহর উপর ভরসা করেই সদ্যপ্রসূত শিশুসন্তান কে নিয়ে লোকালয়ে যান।আর আল্লাহ সেই নবজাতক শিশুর জবানখুলে দিয়ে মরিয়ম আঃ এর সন্মান আর বৃদ্ধি করলেন।

বিবি হাজেরার নির্জন মরুনির্বাসনের স্থান কে আজ লক্ষাধিক লোকের বিচরম ক্ষেত্রে পরিনত করলেন।তেমনি মা আয়েশা রাঃ গলার হার খুজতে গিয়ে কাফেলা হারানোর পরের কলঙ্কিত ঘটনাকে কোরানের আয়াত নাজিল করে উনাকে আরো স্পন্মানিত করলেন।

আমার বিশ্বাস অনুসারেই আমার মালিক আমার কার্য্য সম্পাদান করে থাকেন। এই বিশ্বাস আমাদের যত মজবুত হবে ততই আল্লাহর রহমতে আমরা দু'জাহানে পার ফেয়ে যাব ।ইন শা আল্লাহ।

তাই আমাদের সময় নেই বিশ্রামের । লক্ষস্থলে পৌছতে আরো অনেক শ্রম সাধনা করে যেতে হবে ।আমাদের জীবন মরন সব আমাদের মালিকের কাছে জমা দেওয়া । আমরা আল্লাহকে ভয় করি ।কোন তাগুতশক্তিকে ভয় করি না। তাই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ।তিনি আমাদের চিন্তা ও কাজ উত্তম ভাবে সম্পাদান কারি।তিনি আমাদের শ্রেষ্ট অভিভাবক বন্ধু ও সর্ব অবস্থ্যায় উত্তম সাহায্যকারী ।

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353261
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

স্মরণ করিয়ে দিলেন,
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ

সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৬
293463
সত্যলিখন লিখেছেন :
353281
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৪৯
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৬
293465
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File