আমরাও ভুলে গেছি !!

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৬ জানুয়ারি, ২০১৫, ০৬:৪২:২৮ সন্ধ্যা

আমরা এখন বাস করছি আধুনিক বিজ্ঞানের যুগে । যে সময়টাতে নিত্য নতুন আর আশ্চর্য আবিস্কারকে আমরা স্বাভাবিক দৃষ্টিতেই গ্রহণ করছি । আর আমরা এটাও জানি পৃথিবীতে মানুষকে এমন একটা সময়ে বসবাস করতে হয়েছে যখন বিজ্ঞান ও প্রযুক্তির অভাবে অনেক কষ্টের জীবন কাটাতে হয়েছে । কিন্তু সেই সময়টা থেমে থাকেনি । আস্তে আস্তে সবকিছুরই উন্নতি হয়েছে । দিন, মাস, বছর, যুগ আর শতাব্দীর পরিক্রমায় আমরা এমন একটা সময়ে এসেছি যখন আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রই বিজ্ঞানের উপর নির্ভরশীল। এই যে বিজ্ঞান দ্বারা আমাদের জীবন আজ এত উপকৃত আর প্রভাবিত সেই বিজ্ঞান আবিস্কারের পেছনে কাদের অবদান আমরা কি জানি ? আর যতটুকু জানি তা কতটুকুইবা সঠিক ? কোন বড় আবিস্কার আর বিজ্ঞানীর উদাহারন আসলেই আমরা পাশ্চাত্য , ইউরোপ, আমেরিকা আর নিউটন , আইনস্টাইনের নাম টেনে নিয়ে আসি ।

দুর্ভাগ্য আমাদের মত মুসলমানদের যারা আজ এক প্রতারণার জালে আটকে আছি । মহান রাব্বুল আলামিন মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যাবস্থা হিসেবে দিয়েছেন ইসলাম । এই জীবন ব্যাবস্থায় উঠে এসেছে মানুষের জীবন সম্পর্কিত সকল সমস্যার সমাধান । আর এই জীবন ব্যাবস্থা পরিচালনার জন্য সংবিধানরুপে দেয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআন । যাতে মানব জীবনের, প্রাণীকুল, বিশ্বভ্রমানড ও জ্ঞান- বিজ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আর সমস্যার সমাধান রয়েছে এই পবিত্র মহাগ্রন্থে । আর বিজ্ঞান কথাটাই এসেছে কোরআন থেকে ।

আজ এই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানের আবিষ্কার আছে সেই সবের পেছনে আশি ভাগই মুসলমানদের অবদান । আর মুসলমানরা আবিষ্কারের মূল সূত্রগুলো নিয়েছিলো আল কোরআন থেকেই । সেটা শুরু হয়েছিল ইসলামীর সোনালী যুগ থেকেই । কিন্তু সময়ের পরিক্রমায় মুসলমানদের দুর্বলাতার সুযোগ নিয়ে চরম নিচু আর হীনমন্যতার পরিচয় দিয়েছে পাশ্চাত্যরা । যার প্রমানস্বরূপ আজ আমরা চোখ বন্ধ করে ওদেরকে বিজ্ঞানের অগ্রপথিক বলে স্বীকৃতি দেই

(সংগৃহীত)

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299586
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
নোমান২৯ লিখেছেন : আপনাকে বড় বলে বড় সে নয়,
লোকে যাকে বড় বলে বড় সে হয় _____
তারা পড়েনি বোধহয় Rolling on the Floor Rolling on the Floor
ভাল্লাগ্লো Happy ।ধন্যবাদ আপনাকে Rose
299594
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
299612
০৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নিজেদের ভিতর হানাহানি মারামারির কারণেই
299625
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:২৮
লজিকাল ভাইছা লিখেছেন : আজকের উজ্জ্বল ইউরোপ ততকালীন মুসলিম স্পেনের জ্ঞানের আলোয় আলোকিত। স্পেনে যখন অট্টালিকা, প্রাসাদ তৈরি হচ্ছিলো, বিজ্ঞানের দৃপ্ত শিখায় আলোকিত তখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File