লালমনিরহাটে অন্যরকম অবরোধ কর্মসূচি
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৬ জানুয়ারি, ২০১৫, ০৭:০২:৩৯ সন্ধ্যা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' রাখার প্রতিবাদে মঙ্গলবার লালমনিরহাটে ব্যতিক্রমী অবরোধ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা লালমনিরহাটে অন্যরকম অবরোধ কর্মসূচি মহাসড়কেই চলছে পাঠদান কর্মসূচি- সমকাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলায় অবস্থান নেন। তারা রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়কের এক কিলোমিটার অবরোধ করে রাখেন। নারী কর্মীরা রান্নার সামগ্রী এনে মহাসড়কেই রান্না করে দুপুরের খাওয়ার ব্যবস্থা করেন। অবরোধ কর্মসূচিতে অংশ নেয় বেশকিছু স্কুল-শিক্ষার্থী। তারা বইখাতা নিয়ে আসে এবং মহাসড়কে চলে তাদের পাঠদান। স্থানীয় বড়বাড়ি কিন্টার গার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া তামান্না জানায়, সে তার মা-বাবার সাথে অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছে। এদিকে মহাসড়কে কয়েক দফা টহল দেয় পুলিশ ও বিজিবি। তবে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়নি। লালমনিরহাটের পুলিশ সুপার পিএএম মোজাহিদুল ইসলাম বলেন, 'যেহেতু সেখানে নারী ও শিশু রয়েছে তাই বল প্রয়োগ করা যাচ্ছেনা। স্থানীয় বিএনপি নেতাদের সাথে এ বিষয় আলোচনা হয়েছে। তাদের বলা হয়েছে মহাসড়ক থেকে নারী ও শিশুদের সরিয়ে নেয়ার জন্য।' বিএনপি নেতা আসাদুল হাবীব দুলু জানান, যেহেতু ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে কাজেই কর্মসূচি পরিবর্তিত হতে পারে। রাতে মহাসড়কে অবস্থান করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এখনও ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।'
তথ্যসূত্র সমকাল: Click this link
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন।
মন্তব্য করতে লগইন করুন