হে মুসলিম যুবক

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৯ মে, ২০১৪, ০৫:২৩:১৭ বিকাল

হে মুসলিম যুবক !কান পেতে শুন সাগরের উত্তাল গর্জনের সাথে ভেসে আসে কাদের করুন আর্তনাদ ! লালিমার লোনাজলে কাননাড়া ঢেউখেলে তটে আছড়ে পড়ে শত বাদীর নীরব কান্না !

হে মুসলিম যুবক ! শুনতে কি পাওনা বন্দীশালা থেকে তোমার মা বোনের আহাজারি ? তার সাথে ভেসে আসা জালিমের নির্মম অট্টহাসি ! হে মুসলিম যুবক বুঝতে কি পারোনা ? ওরা জড়িয়ে নিচ্ছে তোমার ভাইকে তাগুতের জালে ! বিষাক্ত নাগিনী ছেয়ে যাচ্ছে পৃথিবী ! ওদের বিষাক্ত ছোবল নীল করে দিচ্ছে তোমার মমতাময়ী মায়ের আদর ! অনুভব করেছো কি কখনো শত শহীদি আত্মার অব্যক্ত বেদনা ? ওদের কদর্য নগ্নতা আর বীভৎস বিলাসিতা দিয়ে ঢেকে দিতে চায় সত্য বিধান! বিধাতার দেয়া করুণার মাটি ঢেকে দিতে চায় জঞ্জালে ! ওরা ইনসাফ আর মানবতাকে খুন করে গাইছে নিজেদের বন্দনা ! হে মুসলিম যুবক মনে রেখো তুমি হচ্ছো ইসলাম বৃক্ষের প্রস্ফুটিত গোলাপ !

তুমি দুর্বার ! তুমি ম্রধ্যাহ্ন মার্তণ্ডের প্রখরতা ! তুমি পূর্ব দিগন্তে উদিত ঊষার সোনালী আলো ! তুমি প্রলয়ংকারি ঝাঞ্ঝা ! কালবইশাখীর ঝড় ! তুমি সাইক্লোনের উন্মাদনায় বাজাও বাঁশি ! তুমি ফররুখের রেনেসাঁ ! তুমি নজরুলের বিদ্রোহ ! তোমার দেহে আছে খালিদের খুন মনে তারিকের পণ ! পায়ে বখতিয়ারের ঘোড়ার দুর্দান্ত বেগ ! বুকে তোমার কাশিমের সাহস ! তোমার ইমানের তীক্ষ্ণ তরবারি দিয়ে করে দাও বাতিলের শিরছছেদ ! হে মুসলিম যুবক ! তোমার মানসচুক্ষ দিয়ে দেখো সেই মুসলিম ভাইয়ের ইতিহাস !

যা লেখা হয়নিকো আজো কাগজে কলমে রক্ষিত আছে যা মহাকালের ভাঁজে ! নতুন জীবনের স্বপ্ন আর বুকভরা ভালোবাসা নিয়েও ধরতে পারেনি তার নববধূর মেহেদীরাঙা কোমল দুখানি হাত ! ধরতে হয়েছিল তাকে দ্বীন রক্ষায় কঠিন তরবারি ! ফুলেল সুবাসে নয় উত্তপ্ত রণাঙ্গনে হয়েছিল তার রক্তস্নাত বাসর ! কাপুরুষ হয়োনা তুমি হারিওনা বিবেক ! তোমার ভায়ের সেই ত্যাগের মূল্য তোমাকে দিতেই হবে! হে মুসলিম যুবক ! সময় যে বয়ে যায় কালের স্রোতে ! ঘুমিওনা আর গাফেলতির ঘুমে! হে মুসলিম যুবক ! তুমিই এখন ইসলামের কাণ্ডারি . অকুল দরিয়ায় নির্ভীক সাহসী নাবিক সিন্দাবাদ

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219493
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ফেরারী মন লিখেছেন : রক্ত গরম করা পোষ্ট ধন্যবাদ
235386
১৬ জুন ২০১৪ দুপুর ০২:১২
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ ফেরারি মন
235662
১৭ জুন ২০১৪ সকাল ০৫:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File