লৌহ দ্বীপ !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৯ মে, ২০১৪, ০৫:১৩:০৪ বিকাল
প্রথমে নীল জলরাশির রোমাঞ্চকর হাতছানি, অতঃপর রুটিন মাফিক জীবন জীবিকার ভারসাম্মে এই ছোট্ট দ্বীপে আগমন ।
ইমেইল আর স্যাটেলাইট দুরালাপনির যোগাযোগ ছাড়া, প্রায়শই এই দ্বীপটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । যেদিকেই তাকাও অপার জলরাশি ; কখনও হালকা নীল,কখনও চোখ ধাঁধানো নীল, কখনও হাল্কা সবুজ, কখনওবা কালচে কর্দমাক্ত বাদামী । সৌম্য মনোরম প্রকৃতির পাশাপাশি প্রবল উত্তাল বিক্ষুদ্ধ প্রকৃতি সাথে হরহামেশা দেখা । ভূগোলে পড়া কমলালেবুকার পৃথিবীর জলজ্যান্ত উপস্থিতি এখানে । কে কোন ধর্মের , কোন জাতের, কোন দেশের , এখানে এসব বিবেচনাহীন। একেকটা দ্বীপ যেন মিনি জাতিসংঘ , বিভিন্ন ধর্মের , গোত্রের আর সংস্কৃতির লোকের মিলন মেলা । এই দ্বীপে লোকের সংখ্যা মোটামুটি নির্দিষ্ট । তবে কিছুদিন পর পর পুরানো মুখের বদলে নতুন মুখ আসে ।
খোলা আকাশ আর অবাধ লোনা বাতাসে, ভিতরের জিপসি আমির সাথে দান্দিক সংঘর্ষে দিনের পর দিন কাটে তাদের।। কখনও ঘড়ির কাঁটায় বাঁধা জীবন কখনওবা দিন রাত নির্বিশেষে ঘড়িহীন কর্ম জীবন। এখানে সবাই নিয়মের তাঁরে বাঁধা । কেউ সচরাচর তা ভাঙতেও চায়না । হরেক রকমের অপেক্ষার সুতোয় বাঁধা তাদের জীবন । অফ ডিউটির অপেক্ষা , ই মেলের অপেক্ষা ; দূরালাপনির অপেক্ষা , মুল ডাঙ্গায় আসবার অপেক্ষা ; নিজ পরিবার ; বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনদের কাছে ফিরবার অপেক্ষা ।
Life is about not knowing the text,
making the best of it
without knowing
what's going to happen next.
বিষয়: সাহিত্য
১২১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন