তোমরা আমায় জবাই করে দিও, তবুও এমন অত্যাচার করো না

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০৯:৪৬ রাত

আমিতো ভয়ে একাকার, আমার বিয়ের সময় এমন অত্যাচার করা হবে না তো?

-বিয়ের আগেই কনের জন্য ৪ ভরি স্বর্ণ দিতে বাধ্য করা হয়েছে।

-বিয়ের দিন আরো ৪ ভরি স্বর্ণ কনেকে দেওয়ার প্রতিশ্রুতি বাধ্যতামূলকভাবে আদায়।

-কনের অন্যান্য কেনাকাটার জন্য কনের বাড়িতে ৫০ হাজার টাকা অগ্রীম প্রেরণে বাধ্যবাধকতা আরোপ।

-তাতেও হয়নি, কিছু খরচ বাদ পড়ে যাওয়াই আরো ২০ হাজার টাকা হবু বরের কাছ থেকে গ্রহণ।

-কনের বাড়িতে যাওয়ার পর পেন্ডেলে প্রবেশের আগে গেইটে ১০ হাজার টাকা ওসুল!

-খাবার গ্রহণের আগে হাত ধোয়ার নামে ৫ হাজার টাকা জোরপূর্বক গ্রহণ।

-পরের দিন খাবার খেতে গেলে আবারও হাত ধোয়ার নামে ৫ হাজার টাকা আদায়।

-রাতে দুজন নিকট্মাতীয় কনেকে বাসর ঘরে স্বামীর কাছে সমর্পন করেছে, সেজন্য ১০ হাজার টাকা দাবি এবং আদায়।

............................................

............................................

পরে আরো আরো অনেক দিতে হয়েছে। যার হিসাব বেহিসাবই থেকে যায়।

প্রথা, এইসব করা নাকি প্রথা! এগুলো নাকি করতেই।

আমি বলি কি, আল্লাহ্‌ চাহেতো, যদি বিয়ের আসরে বসি, এমন যদি করতেই হয় আমার সাথে, তবে অনুরোধ তোমাদের কাছে, এর আগেই আমায় জবাই করে দিও..................... তবুও ভাল, এমন নিষ্ঠুর প্রথার কাছে জবাই হতে হবেনা!

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381780
১০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যৌতুক এর নামে নারী নির্যাতন এর বিরুদ্ধে আইন আছে। এই রকম পুরুষ নির্যাতন এর বিরুদ্ধে কোন আইন নাই!!!
এ সব প্রথার বিরুদ্ধে কঠিন আন্দোলন দরকার।
২৬ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:৩৮
315800
গাজী সালাউদ্দিন লিখেছেন : নারী নির্যাতন নারী পুরষ কুল নির্বিশেষে এতো ব্যস্ত যে, পুরুষ নির্যাতন নিয়ে সামনে এগুনোর সময় কি আর কারো আছে!
381782
১০ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:২৭
মহিউদ্দিন মাহী লিখেছেন : আল্লাহ আপনাকে এবং আমাদেরকে এমন অত্যাচার থেকে রক্ষা করুন...আমীন।
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫৪
315932
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছুম্মা আমীন
382006
২৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আরে ভাই যখন নিজে শালা থাকে তখন আদায় করতে মজা লাগে আর যখন নিজে দুলা হয় তখন কেন আন্দোলন?????????? এমন অনেক দেখলাম। আরো দেখলাম এখানে ভাই আপনি পুরুষ মানে বর নির্যাতনের কথা বললেন আর কণে নির্যাতনও হয় অনেক সে খবর কে রাখে? বউ ঘরে তোলার সময় মা কেন আঁচলে টাকার পুটলি বেঁধে দিলোনা। শশুর বাড়ির গেইটে বউ থেকে জরিমানা নেয়া,বাসর ঘরে ঢুকাতে মামী শাশুড়ীরা সহ সকল রকমের ননদেরা বউকে আটকিয়ে জামাই থেকে টাকা উসুল। ভাবতে পারেন কতটা নিম্মবোস্থানে আছে আমাদের সামাজিক অবস্থা? শুধু নিজের হিসাব করলে হবেনা খুজে দেখুন এমন লোক আপনার পরিবারে আছে কিনা যে, বউ থেকে গেইটে টাকা নেবে?
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫৭
315933
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
আমার ৫ টা দুলাভাই। কখনো মুখ ফুটে কিছু চাইতে পারিনি! আল্লাহ্‌ এমন বেশরম করে তৈরি করেন নি আলহামদুলিল্লাহ্‌।
জানি জানি জানি, ছেলে মেয়ে সবাই স্ব স্ব ক্ষেত্রে এমন নির্যাতনের শিকার হয়।
আমার ভাবির জন্য এমনভাবে টাকা নেওয়া হয়েছিল বলে আমার জানা নাই। কারণ আমার এইসব টোটালি গ্রাহ্য করেন না।
382134
০৬ মার্চ ২০১৭ সকাল ১০:০৭
দ্য স্লেভ লিখেছেন : আমাদের অন্য সাংষ্কৃতির মত বিয়ের সাংষ্কৃতির সাথে হিন্দুয়ানী বিষয়ের মিল বেশী। এর সাথে আরোপিত কিছু যুলুম। এসবের মুখে লাথি মারি। ছোটলোকী দেখলে পিত্তি জ্বলে। বিয়ে করব একেবারে সুন্নতি স্টাইলে।
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫৮
315934
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার এই দৃঢ় অবস্থান যেন সর্বদাই একই রমম থাকে। সেই দুয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File