তোমরা আমায় জবাই করে দিও, তবুও এমন অত্যাচার করো না
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০৯:৪৬ রাত
আমিতো ভয়ে একাকার, আমার বিয়ের সময় এমন অত্যাচার করা হবে না তো?
-বিয়ের আগেই কনের জন্য ৪ ভরি স্বর্ণ দিতে বাধ্য করা হয়েছে।
-বিয়ের দিন আরো ৪ ভরি স্বর্ণ কনেকে দেওয়ার প্রতিশ্রুতি বাধ্যতামূলকভাবে আদায়।
-কনের অন্যান্য কেনাকাটার জন্য কনের বাড়িতে ৫০ হাজার টাকা অগ্রীম প্রেরণে বাধ্যবাধকতা আরোপ।
-তাতেও হয়নি, কিছু খরচ বাদ পড়ে যাওয়াই আরো ২০ হাজার টাকা হবু বরের কাছ থেকে গ্রহণ।
-কনের বাড়িতে যাওয়ার পর পেন্ডেলে প্রবেশের আগে গেইটে ১০ হাজার টাকা ওসুল!
-খাবার গ্রহণের আগে হাত ধোয়ার নামে ৫ হাজার টাকা জোরপূর্বক গ্রহণ।
-পরের দিন খাবার খেতে গেলে আবারও হাত ধোয়ার নামে ৫ হাজার টাকা আদায়।
-রাতে দুজন নিকট্মাতীয় কনেকে বাসর ঘরে স্বামীর কাছে সমর্পন করেছে, সেজন্য ১০ হাজার টাকা দাবি এবং আদায়।
............................................
............................................
পরে আরো আরো অনেক দিতে হয়েছে। যার হিসাব বেহিসাবই থেকে যায়।
প্রথা, এইসব করা নাকি প্রথা! এগুলো নাকি করতেই।
আমি বলি কি, আল্লাহ্ চাহেতো, যদি বিয়ের আসরে বসি, এমন যদি করতেই হয় আমার সাথে, তবে অনুরোধ তোমাদের কাছে, এর আগেই আমায় জবাই করে দিও..................... তবুও ভাল, এমন নিষ্ঠুর প্রথার কাছে জবাই হতে হবেনা!
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ সব প্রথার বিরুদ্ধে কঠিন আন্দোলন দরকার।
আমার ৫ টা দুলাভাই। কখনো মুখ ফুটে কিছু চাইতে পারিনি! আল্লাহ্ এমন বেশরম করে তৈরি করেন নি আলহামদুলিল্লাহ্।
জানি জানি জানি, ছেলে মেয়ে সবাই স্ব স্ব ক্ষেত্রে এমন নির্যাতনের শিকার হয়।
আমার ভাবির জন্য এমনভাবে টাকা নেওয়া হয়েছিল বলে আমার জানা নাই। কারণ আমার এইসব টোটালি গ্রাহ্য করেন না।
মন্তব্য করতে লগইন করুন