Roseআলহামদুলিল্লাহ্‌। আমার অনুবাদকৃত ওমর সিরিজের ৯ম ও ১০ পর্ব বাংলা সাবটাইটেল আকারে প্রকাশ হয়েছে (ভিডিওসহ পোস্ট)Rose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৪ জুলাই, ২০১৬, ১২:১০:২০ দুপুর



চলছে ওমর সিরিজের বাংলা সাবটাইটেলের কাজ। ইতোমধ্যেই বাংলা সাবটাইটেলসহ প্রকাশ হয়েছে ১০ টি পর্ব আলহামদুলিল্লাহ্। এই উদ্যোগ এবং উত্তম প্রচেষ্টার পেছনে শত কর্ম ব্যস্ততার মাঝেও যারা দিন রাত পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদানে ধন্য করুন। আর আমিও এই ৯ম ও ১০ম পর্বের অনুবাদের কাজটি করার পর পর্ব দুইটির প্রকাশ দেখে কৃতজ্ঞতায় সিজদায় পড়ে আল্লাহ্র নিকট মাথা নত করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও সামান্যতম উপকারে আসে, তবেই আমার কষ্ট স্বার্থক।



৯ম পর্বে দেখতে পাবেন মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত এবং নাজ্জাসীর দরবারে জাফর ইবনে আবু তালিব (রাHappy ও আমর ইবনুল আসের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা এবং বাদশাহর দরবারে মুসলমানদের জয়। কাফেরদের মুসলমানদের উপর অবরোধ এবং নৈতিক পরাজয়। যার ফলে আরবের অন্যান্য অংশে ইসলামের প্রভাব বিস্তার।



১০ম পর্বে দেখতে পাবেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাHappy এর মদীনায় হিজরতের কাহিনী। দেখতে পাবেন কিভাবে আবু জেহেলদের রাসূল (সাঃ) কে হত্যা করার ষড়যন্ত্র বতিল হয়ে গিয়েছিল আল্লাহর রহমত আর ক্ষুরধার দূরদর্শীর কারণে। দেখতে পাবেন, কত আনন্দ উল্লাসের সাথে মদীনাবাসী রাসূলুল্লাহ (সাঃ) কে স্বাগত জানায়। আরো আছে মনোমুগ্ধকর সব ঘটনাসমূহ।

এই ধরণের ইসলামিক মুভি বেশি বেশি দেখুন, মনোযোগকে অসুস্থ বিনোদন থেকে ফিরিয়ে রাখুন, ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য দেখে মনোবল চাঙ্গা রাখুন, এবং বন্ধুদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন।

আর হ্যাঁ, আমার জন্য দোয়া করতে ভুলবেন না। ২৯ এবং ৩০ অর্থাৎ শেষ পর্ব দু'টির অনুবাদও আমি করছি।

বাকী আটটি পর্বও দেখে ফেলুন। সম্পূর্ণ Playlist at Dailymotion



বিষয়: বিবিধ

২৩২৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375151
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:২২
আবু জারীর লিখেছেন : খুব ভালো একটা কাজে হাত দিয়েছেন। উর্দূতে অনেক ইসলামী সিরিজের ডাবিং পাওয়া যায় কিন্তু বাংলা নাই বললেই চলে। যদি ডাবিং করতে পারতেন তাহলে আরো ভালো হত। তবে সেটা বানিজ্যিক ভিত্তিতে না হলে মনেহয় খুবই কঠিন।
ধন্যবাদ।
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:৪২
311122
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিকই বলেছেন।
হিন্দী মুভি, সিরিয়াল প্রিয় ভাই, মা বোনদের ইসলামিক মুভি বাংলায় দেখানোর মত বেশি কিছু নেই। আমরা কিছু দিতে পারছিনা বলেই বাধা সত্ত্বেও তারা সেগুলোর দিকেই ধাবিত হয়।
সাবটাইটেল যখন হয়ে গেছে, ডাবিংও হয়ে যাবে, ইনশাআল্লাহ।
ঠিকই বলেছেন। বাণিজ্যিক ভিত্তিতে না হলে মানুষের কাছে পৌছাবে কম, কিন্তু এটার জন্য কিছু মানুষকে এগিয়ে আসতে হবে।
আপনাকেও ধন্যবাদ ভাই।
২৫ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৯
311140
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
২৫ জুলাই ২০১৬ রাত ০৮:০৬
311169
আবু জারীর লিখেছেন : আরবী মুভিটা আমি বছর খানেক আগেই ডাউনলোড করেছিলাম ২/১ পর্ব দেখা হয়েছিল। সব কথা বুঝতে না পারায় আর দেখা হয়নি। তবে উর্দূতে ওমর মোখতার, বেহলুল দানা, হযরত ইউসুফ সহ বেশ কয়েকটা মুভি দেখেছি।
375152
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:২৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই।

অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!! Thumbs Up Thumbs Up Thumbs Up

ভীষণভাবে আনন্দিত হলাম আপনার সুন্দর কর্মের সুঘ্রাণ পেয়ে। Bee Rose Bee

অনেক অনেক দোয়া ও শুভকামনা। Cheer Rose Cheer

জাজাকাল্লাহু খাইর।
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:৪৫
311123
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু আপা।
আপনার অভিনন্দন পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত আপা। আলহামদুলিল্লাহ্‌।
আপা, গত কয়েক দিন ধরে আমি ব্লগে ঢুকতে পারছিলাম না। আমার আইডি পাসওয়ার্ড ঝামেলা করছিল। এখন সেরে গেছে। আলহামদুলিল্লাহ্‌।
আমার এই ক্ষুদ্র কন্ট্রিবিউশন আপনাকে আনন্দিত করেছে জেনে আমারও যে ভীষণ ভালো লাগছে।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
জাযাকাল্লাহু খাইর
২৫ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৯
311141
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
375153
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর উদ্যোগ। আল্লাহ কবুল করুন।
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:৪৬
311124
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
সুন্দর মূল্যায়নের জন্য বুবুকে অনেক ধন্যবাদ
আমিন
২৫ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৯
311142
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
375159
২৪ জুলাই ২০১৬ দুপুর ০২:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:০৪
311130
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লাগা অব্যাহত রাখুন
২৫ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৯
311143
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
375175
২৪ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার উদ্যোগ সফলতা কামনা করছি। কিভাবে পাওয়া যাবে সেটাও জানা দরকার।
২৫ জুলাই ২০১৬ সকাল ১০:০০
311144
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌।
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
২৫ জুলাই ২০১৬ সকাল ১০:০২
311145
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌।
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
আর সবগুলো পর্বে পাবে নিচের লিংকে
https://tune.pk/video/4127733/hazrat-omar-ra-series-episode-no1-in-arabic-language-with-english-subtitles-
375185
২৪ জুলাই ২০১৬ রাত ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : আপনার জন্য আমার প্রাণভরা দোওয়া রইল। আপনি নীরবে একটা বিরাট ভাল কাজ করে চলেছেন। আল্লাহ আপনার সেচ্ছা পূরণ করুক। ধন্যবাদ।
২৫ জুলাই ২০১৬ সকাল ১০:০৩
311146
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার জন্য আপনার অকৃত্তিম দুয়া আল্লাহ যেন কবুল করেন।
আমিন আমিন
আপনাকেও ধন্যবাদ শেখ ভাই
২৫ জুলাই ২০১৬ সকাল ১০:০৩
311147
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার জন্য আপনার অকৃত্তিম দুয়া আল্লাহ যেন কবুল করেন।
আমিন আমিন
আপনাকেও ধন্যবাদ শেখ ভাই
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
375206
২৫ জুলাই ২০১৬ রাত ০২:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রিয়তে যুক্ত করলাম।
২৫ জুলাই ২০১৬ সকাল ১০:০৩
311148
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনে খুশি হলাম।
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
375208
২৫ জুলাই ২০১৬ রাত ০২:৫৮
কুয়েত থেকে লিখেছেন : এই উদ্যোগ এবং উত্তম প্রচেষ্টার পেছনে শত কর্ম ব্যস্ততার মাঝেও যারা দিন রাত পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদানে ধন্য করুন। অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৫ জুলাই ২০১৬ সকাল ১০:০৪
311149
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনাকেও ধন্যবাদ
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
৩১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
311468
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ধন্যবাদ
বাকি পর্বগুলো পোস্টে সংযোজন করা দেখে নেবেlGood Luck Good Luck
375246
২৫ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
আরাফাত হোসাইন লিখেছেন : অনেক ধন্যবাদ
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১৮
313132
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই আরাফাত
১০
377665
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০৩
অক্টোপাশ লিখেছেন : বাংলা সাবটাইটেল হওয়াতে আরো ভালো হবে।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১৮
313131
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেই জন্যই আমারদের ক্ষুদ্র প্রচেষ্টা
১১
377797
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সবগুলো শেষ করুন, তারপর একবারেই দেখে নিমু
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১৮
313130
গাজী সালাউদ্দিন লিখেছেন : সর্বশেষ ২৯ ও ৩০ পর্বের অনুবাদও আমি করেছি। এখন শুধু পাব্লিশ হওয়ার অপেক্ষায়।
জনাব, আপনাকে অনেক ধন্যবাদ
১২
381551
২৯ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:০৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার ফেইসবুক আইডির লিংকটা দিন
২৯ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৫৯
315516
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে
৩০ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:০৩
315530
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার ফেইসবুক আইডির নাম কি?
১৩
381553
২৯ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সাবটাইটেলের চেয়েও যদি বাংলা ডাবিং করতে পারতেন তাহলে আরো ভালো হত। এখন সাবটাইটেল পড়তে গিয়ে মুভি দেখার মনযোগটা কমে যায়
২৯ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৩৮
315518
গাজী সালাউদ্দিন লিখেছেন : হবে, একটু সময় লাগবে ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File