আলহামদুলিল্লাহ্। আমার অনুবাদকৃত ওমর সিরিজের ৯ম ও ১০ পর্ব বাংলা সাবটাইটেল আকারে প্রকাশ হয়েছে (ভিডিওসহ পোস্ট)
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৪ জুলাই, ২০১৬, ১২:১০:২০ দুপুর
চলছে ওমর সিরিজের বাংলা সাবটাইটেলের কাজ। ইতোমধ্যেই বাংলা সাবটাইটেলসহ প্রকাশ হয়েছে ১০ টি পর্ব আলহামদুলিল্লাহ্। এই উদ্যোগ এবং উত্তম প্রচেষ্টার পেছনে শত কর্ম ব্যস্ততার মাঝেও যারা দিন রাত পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদানে ধন্য করুন। আর আমিও এই ৯ম ও ১০ম পর্বের অনুবাদের কাজটি করার পর পর্ব দুইটির প্রকাশ দেখে কৃতজ্ঞতায় সিজদায় পড়ে আল্লাহ্র নিকট মাথা নত করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও সামান্যতম উপকারে আসে, তবেই আমার কষ্ট স্বার্থক।
৯ম পর্বে দেখতে পাবেন মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত এবং নাজ্জাসীর দরবারে জাফর ইবনে আবু তালিব (রা ও আমর ইবনুল আসের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা এবং বাদশাহর দরবারে মুসলমানদের জয়। কাফেরদের মুসলমানদের উপর অবরোধ এবং নৈতিক পরাজয়। যার ফলে আরবের অন্যান্য অংশে ইসলামের প্রভাব বিস্তার।
১০ম পর্বে দেখতে পাবেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা এর মদীনায় হিজরতের কাহিনী। দেখতে পাবেন কিভাবে আবু জেহেলদের রাসূল (সাঃ) কে হত্যা করার ষড়যন্ত্র বতিল হয়ে গিয়েছিল আল্লাহর রহমত আর ক্ষুরধার দূরদর্শীর কারণে। দেখতে পাবেন, কত আনন্দ উল্লাসের সাথে মদীনাবাসী রাসূলুল্লাহ (সাঃ) কে স্বাগত জানায়। আরো আছে মনোমুগ্ধকর সব ঘটনাসমূহ।
এই ধরণের ইসলামিক মুভি বেশি বেশি দেখুন, মনোযোগকে অসুস্থ বিনোদন থেকে ফিরিয়ে রাখুন, ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য দেখে মনোবল চাঙ্গা রাখুন, এবং বন্ধুদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন।
আর হ্যাঁ, আমার জন্য দোয়া করতে ভুলবেন না। ২৯ এবং ৩০ অর্থাৎ শেষ পর্ব দু'টির অনুবাদও আমি করছি।
বাকী আটটি পর্বও দেখে ফেলুন। সম্পূর্ণ Playlist at Dailymotion
বিষয়: বিবিধ
২৩২৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
হিন্দী মুভি, সিরিয়াল প্রিয় ভাই, মা বোনদের ইসলামিক মুভি বাংলায় দেখানোর মত বেশি কিছু নেই। আমরা কিছু দিতে পারছিনা বলেই বাধা সত্ত্বেও তারা সেগুলোর দিকেই ধাবিত হয়।
সাবটাইটেল যখন হয়ে গেছে, ডাবিংও হয়ে যাবে, ইনশাআল্লাহ।
ঠিকই বলেছেন। বাণিজ্যিক ভিত্তিতে না হলে মানুষের কাছে পৌছাবে কম, কিন্তু এটার জন্য কিছু মানুষকে এগিয়ে আসতে হবে।
আপনাকেও ধন্যবাদ ভাই।
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
ভীষণভাবে আনন্দিত হলাম আপনার সুন্দর কর্মের সুঘ্রাণ পেয়ে।
অনেক অনেক দোয়া ও শুভকামনা।
জাজাকাল্লাহু খাইর।
আপনার অভিনন্দন পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত আপা। আলহামদুলিল্লাহ্।
আপা, গত কয়েক দিন ধরে আমি ব্লগে ঢুকতে পারছিলাম না। আমার আইডি পাসওয়ার্ড ঝামেলা করছিল। এখন সেরে গেছে। আলহামদুলিল্লাহ্।
আমার এই ক্ষুদ্র কন্ট্রিবিউশন আপনাকে আনন্দিত করেছে জেনে আমারও যে ভীষণ ভালো লাগছে।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
জাযাকাল্লাহু খাইর
সুন্দর মূল্যায়নের জন্য বুবুকে অনেক ধন্যবাদ
আমিন
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
আর সবগুলো পর্বে পাবে নিচের লিংকে
https://tune.pk/video/4127733/hazrat-omar-ra-series-episode-no1-in-arabic-language-with-english-subtitles-
আমিন আমিন
আপনাকেও ধন্যবাদ শেখ ভাই
আমিন আমিন
আপনাকেও ধন্যবাদ শেখ ভাই
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনাকেও ধন্যবাদ
বাকি পর্বগুলোও পোস্টে সংযোজন করা হয়েছে। দয়া করে দেখে নেবেন।
বাকি পর্বগুলো পোস্টে সংযোজন করা দেখে নেবেl
জনাব, আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন