চলতে ফিরতে মোবাইল ক্যামেরা যখন তৎপর হয়ে ওঠে (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১২ জুন, ২০১৬, ১২:১১:৫১ দুপুর
রঙিলা বুবু....
শবে বরাতে যা আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকে
শাহবাগের জ্যামে আটকে থাকার একটি মুহুর্ত
আজিমপুর খেলার মাঠে ফেলে আসা তারুণ্য ফিরে পাওয়ার চেষ্টায় বৃদ্ধরা
একটু বৃষ্টিতেই যখন বন্যা দেখা দেয়
কথাগুলো সত্যিই ভাবায়
আশির পরে গিয়ে উনি তিন সন্তানের জন্ম দিলেন, আল্লাহ চাহেতো, আমি কেন নয়!
বাঁচতে হলে নাকি নাচতে হবে! কিতা করতাম আমি!
রমনা উদ্যানে নাচানাচি করে শতায়ু করার স্থান
বানানের যখন এমন শ্রী
দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও যদি বাসে উঠার সুযোগ পাওয়া না যায়, তখন তো মাথায় হাতটা অটোমেটিক চলে যায়
উঠতে পারার সম্ভাবনা ক্ষীণ। তবুও আশায় চোখ বুলায় যদি একখান সীট পাওয়া যায়
এ যুদ্ধের চেয়েও কোনো অংশে কম নয়। মৃত্যু ঝুঁকি নিয়েই যুদ্ধে যায়, এখানেও ঝুঁকি নিয়ে বাসে উঠতে হয়
রমজানে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করেও বাস না পাওয়ার কিছু চিত্র
প্রচন্ড গরমে রমনা উদ্যানে এভাবেই মানুষ স্বস্তির ঘুম ঘুমাচ্ছে
বিষয়: বিবিধ
১৬২২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপা, আগামী পর্বের জন্য কিছু লোককে দাওয়াত দিয়েছি। আপনিও দেন, যদি হাতে সময় থাকে।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিক
অবশ্যই দাওয়াত দেয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
একই দোয়া ও শুভেচ্ছা ছোট ভাইটির জন্যও রইলো। মহান রব আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুণ। আমীন।
আপনার কিন্তু আগামী পর্বে লেখা দেওয়ার কথা। রেডি করেছেন?
আবারো রমযানের আয়োজনে আপনার সরব উপস্থিতি ও লিখা উপহার দেয়ার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ রাতকানা সাকা ভাইয়া ।
মোবাইলের একটা ছবি অনেক ইঙ্গিত বহন করে, অনেক কিছু বুঝিয়ে দেয়।
আবার মোবাইলে ক্লিক ক্লিক সেলফী তোলাও নয়া জামানার অনেক কিছু বুঝিয়ে দেয়।
ভাগ্যিস এখনো দিনকানা হইনি। হইলে কি যে সাংঘাতিক অবস্থা হবে! বিয়েটা যাবে আটকে। হে খোদা রহম কইর।
এটা স্রেফ ভালো লাগা থেকেই করি।
কম দামি মোবাইল দিয়ে চাইলেও মনের মত করে ছবি তোলা যায়না, তবুও চেষ্টা করে যাই, যতদূর করা যায়।
আপনাকেও ধন্যবাদ
চিন্তাই করে যাই!!!
ভাই আজ সন্ধ্যার পরে ইফতার/ নামাজ শেষে কোনরকম একটা বাসের হ্যান্ডেল ধরে ঝুলেছিলাম।
আমিতো ভাবছি, সেই ছবিগুলোর মাঝে আপনি আছেন কিনা।
জানেন, অনেক লোক আছে গাড়িতে খুব অসহিষ্ণু হয়ে পড়ে, সহজে চটে যায়, ড্রাইভার হেলপারের মা বোনকে টেনে নিয়ে আসে গালাগালিতে, তা দেখে আমি কেবল হাসি।
একদিন টিপ্পনি কেটে দেখব, আমার পাশের লোকটি জুয়েল ভাই কিনা।
ঝুলে যে যেতে পেরেছেন, এও কম কিসে।
এর মানে কি! বিয়ে না করেই আইবুড়ু হতে চান? সমস্যা নেই আমরাও নাতি পুতিসহ বিয়ের অনুষ্ঠানে হাজিরা দেব।
আমিতো বুঝিনা এইসবের আগা মাথা!
সোজাসাপটা বলে ফেলেন
শুরু আর শেষ কি, নিচে দিলেও তো আপনি জিনিসটা দেখতেন।
জি মোবাইল ক্যামেরাম্যান
বুঝতে পেরেছেন জেনে খুশি হলাম জনাব
আমি কি ঢাকায় ক'দিনের জন্য আসছি নাকি! গত ছয় বছর ধরে এখানেই তো আছি মামুন সাহেব, বউ থেকেও বউ হারা শোকাহত যুবক!
কোনো এক সময় অনেক ছবিই তুলতাম, মানুষকে দেখিয়ে বেড়াতাম, কিন্তু এখন ছবি তোলা টা বিশেষ উদ্দেশ্যে। তবে আমি নিজের ছবি তুলিনা, কাউকে দেখাইনা।
জাইনা খুশি হইলাম।
মন্তব্য করতে লগইন করুন