জমিদার বাড়িতে গড়ে ওঠা মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে একদিন

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৮ মে, ২০১৬, ০১:২৪:৪১ দুপুর



সাধ্য সীমিত থাকায় দেশের নানা প্রান্তে ভ্রমণ খুব একটা হয়ে ওঠেনি। এখন সাধ্য কিছুটা হলেও সময় সায় দেয়না। সপ্তাহান্তে একটা ছুটির দিন আসলেও কোথাও গিয়ে এতো অল্প সময়ে পোষায় না। গত শুক্রুবারের আগের শুক্রুবার একটা বিশেষ ট্রেইনিংয়ের কাজে দল বেধে গিয়েছিলাম নারায়নগঞ্জের রুপগঞ্জ ‘মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে’। গেঁয়ো একটা কলেজ এতোটা চোখ জুড়ানিয়া হতে পারে, না দেখলে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, দেশ বিভাগের সময় হিন্দু জমিদার গোবিন্দ চন্দ্র ব্যানার্জির ফেলে যাওয়া নান্দনিক বাড়িটিতেই গড়ে উঠেছে কলেজটি।

কলেজের মূল গেইট। তার সামনেই ইয়া বড় মাঠ। দেখলে চক্ষু শীতল না হয়ে পারেনা।



মূল গেইটের একটু ভেতরে জমিদার বাড়ির মন্দির



গেইটের পাশেই গাড়ি রেখে সকালের নাস্তা করতে হোটেলে ঢুকে চোখ ছানাবড়া। চতুর্পার্শে নীতিকথা আর নীতিকথা।















কলেজের দ্বিতীয় গেইট



কলেজের সামনে পুকুর। যার চতুর্পার্শ্বেই ঘাট।



নামাজ রুম। খুবই ভালো লেগেছে নামাজের জন্য আলাদা জায়গা দেখে। জানিনা, কেউ নামাজ পড়ে কিনা।



ছাত্র সংসদ। কলেজ ঘুরে এবং লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, ছাত্র সংসদের কার্যক্রম আছে, তবে এক পেশে। যাই হোক, তারাই নাকি আবার থানা, জেলা পর্যায়ের রাজনীতিতে নাম লেখায়।





ছাত্রদের কমনরুম। দেখে থমকে যাই। সব জায়গায় দেখলাম মেয়েদের জন্য কমনরুম, আর এখানে ছাত্রদের জন্য! লেখা যাই থাকুক, এটা আসলে মেয়েদেরই কমন রুম।



জমিদার বাড়ির অন্দর মহলের গেইট। ছুটির দিন হওয়ায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। বারান্দা শো দেখেই মন ভরালাম।



গেইটের ফাঁক দিয়ে ভেতরের অংশ ক্যামেরা বন্দী করলাম



জমিদার বাড়ির পেছনের অংশ। দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি।





ধ্বংস প্রায় কিছু ভবন। এর পাশেই আরেকটি ভাঙ্গাচোরা ভবন আছে, যেখানে কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা থাকে।



জমিদার বাড়ির আরও একটা গেইট



ভেতরের পুকুরে যাওয়ার গেইট। কেমন যেন গা ছম ছম করা ভূতুড়ে অবস্থা



ভেতরের পুকুর। লোক মুখে শোনা যায়, জমিদার বাড়ির মহিলারা এই পুকুরে গোসল করতো। পাশ দিয়ে যাওয়ার সময় কেউ উঁকি ঝুঁকি দিলে জমিদার তাদের চোখ উপড়ে ফেলতো।



যে চিপা গলি ঢাকার শহরেও দেখিনি, তার দেখা মিলল সেখানে



পাশেই আরেকটা জমিদার বাড়ি



ভূতুড়ে সিঁড়ি



কলেজ, এই জমিদার বাড়িটি সম্পর্কে অনেক অনেক কিছু জানার ছিল, কিন্তু কলেজ বন্ধ ছিল বিধায় ছাত্র শিক্ষক কাউকে না পেয়ে জানা থেকে বঞ্চিত হতে হল।

তারপরেও ঘুরে ঘুরে এলাকার লোকজনের সাথে কথা বলেছি, চেষ্টা করেছি এ সম্পর্কে সম্যক ধারণা নিতে। ১৯৪৭ সালের আগে ভারত পাকিস্তান ভাগের আগে আগেই হিন্দু এই জমিদার পালিয়ে দেশ ত্যাগ করেন। এলাকাবাসীর দাবি, হিন্দু রাজা ছিল খুবই অত্যাচারী। জমিদার বাড়ির আশপাশ দিয়ে কেউ ছাতা মাথায় দিয়ে যেতে পারতোনা। এছাড়াও অনেক অত্যাচারের কথা লোকমুখে শোনা যায়।

সত্যিই দিনটি ছিল আমার জন্য অনেক অনেক আনন্দের। আল্লাহর দরবারে শুকরিয়া। তিনি আমায় এতো সুন্দর স্থানটি ভ্রমণ করার তাওফীক দিয়েছেন।

বিষয়: বিবিধ

২১৮৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369476
১৮ মে ২০১৬ দুপুর ০১:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো, ভ্রমন সংক্রান্ত লিখাগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ হয়তো ঐ জায়গায় আমার যাওয়া নাও হতে পারে, তাই বলে কি ঐ জায়গার বিষয়ে অন্ধকারে থাকবোনাকি!! তাই ঐ সুযোগ মিস করার মত লোক আমি নই। ধন্যবাদ আবিইত্তা সালাউদ্দিন ভাইকে।
১৮ মে ২০১৬ বিকাল ০৪:০১
306665
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
তাহলে নেহায়েৎ আপনার চাহিদা ষোলকলায় মিটিয়ে যাচ্ছে।
ঢাকার পাশেই, এক ঘণ্টার রাস্তা। চাইলেই তো ঘুরে আসতে পারেন।
আপনার চাহিদা বুঝেই আলোতে নিয়ে আসলাম!
আপনাকেও ধন্যবাদ হে শোকাহত বিবাহিত যুবক
369477
১৮ মে ২০১৬ দুপুর ০২:০২
কুয়েত থেকে লিখেছেন : কতো সুন্দর আমাদের দেশ যখন আমাদের দেশে এতসুন্দর বিল্ডিং হয়েছে তখন এই আরব দেশে এতসুন্দর বিল্ডিং তারা কল্পনাও করতে পারে নাই। আর আজ এই আরবরা কত এগিয়ে এখন তাদের বিল্ডিং পৃথিবী সেরা। আমাদের নৈতিকতা না থাকার কারনে আমরা শুধূ পিছনের দিখেই যাচ্ছি। অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৮ মে ২০১৬ বিকাল ০৫:৪৯
306666
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিকই বলেছেন, আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর।
আরব দেশে তো যাইনি, তাই সেখানকার সাথে এখানকার তুলনা করতে পারছিনা।
আমরা দেশকে এগিয়ে নেওয়ার চেয়ে নিজেকে এগিয়ে নেওয়াতে ব্যস্ত বেশি।

আপনার অনেক অনেক ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম।
আল্লাহ আপনাকে ভালো রাখুন।
369480
১৮ মে ২০১৬ দুপুর ০২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য ধন্যবাদ।এটা সম্ভবত আগে বিশেষ জেল স্কুল ছিল। মুড়াপাড়া সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইতিহাসবিদ মরহুম ডঃ আবদুল করিম এর লিখায় অনেক তথ্য পেয়েছি। তিনি একসময় মুড়াপাড়া হাই স্কুল এর প্রধান শিক্ষক ছিলেন। এই এলাকায় আরো অনেক ঐতিহাসিক নিদর্শন আছে।
১৮ মে ২০১৬ বিকাল ০৫:৫৪
306667
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুন্দর মূল্যায়নের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
কলেজ এবং জমিদার বাড়ি সম্পর্কে জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু কলেজ বন্ধ থাকায় কোন শিক্ষক কিংবা ছাত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তাদের কথা পুরোপুরি নির্ভরযোগ্য মনে না হওয়াতে পোস্টে তুলে আনিনি।
আপনার সংগ্রহে প্রয়োজনীয় তথ্য থাকলে একদিন কষ্ট করে এ বিষয়ে একটা পোস্ট দেওয়ার অনুরধ থাকল।
369495
১৮ মে ২০১৬ বিকাল ০৫:৫৩
হতভাগা লিখেছেন : ওসমান সম্প্রদায় এটার ব্যাপারে জানে না মনে হয় । নারায়ন্জ গন্জ বিশাল জেলা । রুপগন্জ রামপুরা হতে উত্তর খানের প্যারালালি ।
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০২
306668
গাজী সালাউদ্দিন লিখেছেন : জানবেনা কেন? আর জানলে কি হতো?
ঠিকই বলেছেন। বেশ বড়ই
আপনি রাস্তা চিনিয়ে দিচ্ছেন? ভালো ভালো। মানব কল্যাণে নিয়োজিত হতভাগা হতচ্ছাড়া।
369501
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : দেখে আর পোষ্টার পড়ে ভাল লাগল৷ ধন্যবাদ।
১৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
306674
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাইনা খুশি অইলাম।
আমনেরেও ধন্যবাদ
369506
১৮ মে ২০১৬ রাত ০৮:১৮
আবু জান্নাত লিখেছেন : ভালই লাগলো, ভালো করে জেনে রাখুন, হয়তো কখনো আমাদের রাহবারী করতে (রাস্তা দেখাতে) পারবেন। ঈদের পরে ফেনীর দাওয়াতে আসছেন তো!
১৮ মে ২০১৬ রাত ০৮:২৫
306677
গাজী সালাউদ্দিন লিখেছেন : জেনে খুবই খুশি হলাম।
কারও জন্য সামান্যতম উপকার করতে পারার যে কি আনন্দ, তা বলে বুঝানো যাবেনা।
ইনশাআল্লাহ। সব ঠিক থাকলে হবে।
369547
১৯ মে ২০১৬ রাত ০৪:২২
awlad লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৬ সকাল ০৬:০৩
306687
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
প্রোফাইল পিক পরিবর্তন করে ফেলুন। আপনি বাদে অন্য যেকোনো কিছুর ছবি দিন
369568
১৯ মে ২০১৬ দুপুর ০২:০১
সন্ধাতারা লিখেছেন : Salam. Wonderful experience with lovely photographs. Thanks a millions to let people know many unkonwn things. Jajakallah.
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
306730
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
আপা, আসলেই কি এত্তো ধন্যবাদ দিয়েছেন? হিসেব রাখছেন কেমন করে? আমার ছোট্ট কপালে মিলিয়ন মিলিয়ন থ্যাঙ্কস আছে, ভেবে যে কূল কিনার পাইতেছিনা.
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিক.
369593
১৯ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম Good Luck

সালাম শুনে আবার হয়রান হয়ে যাইযেন না Waiting
, আল্লাহ
বলেছেন, তোমরা বেশি বেশি সালামের প্রচলন কর, তাই, সালাম জানাই,
আপনি হয়রান, বিরান, তেহরান হলে চোখ কান বন্ধ রাখেন। Frustrated At Wits' End


আমার এক ভাবীর কাছে মুড়াপারার গল্প শুনেছিলাম,, তাদের বাড়ী ঐ খানে। Day Dreaming
আজ ও তা গল্প ই রয়ে গেল, কারন ছবি গুলো দেখতে দিচ্ছে না ব্লগ। phbbbbt

ব্লগের মেহমানদারি খুব একটা সুবিধার না,
আজ দরজা বন্ধ করে রাখে, কাল জানালা বন্ধ করে রাখে,
এখন লেখা দেখতে দিচ্ছে কিন্তু ছবি দেখা যাচ্ছে না।
কি যন্ত্রণা At Wits' End Broken Heart
২৪ মে ২০১৬ সকাল ১১:৩৩
307027
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
হয়রান হলেই কি, আপনি তো বেজানী!
কিন্তু এই সালাম তো আমি শুনতে পাইনা!!!!! কিতা করতাম আমি!
মাথায় বায়ুচারা হয়েছে নাকি, খালি চুল ছিড়তেছেন!
ইশ, আপনার সাথে আগে যোগাযোগ করে গেলে তো আপনার ভাবিদের বাসায় বড় বড় দেশি রাতার রান চাবায়ে চিবায়ে বাক্কা করি খাইতাম।
লেখাটা পোস্ট করার দুই দিন পর্যন্ত ছবিগুলো ছিল, তারপর থেকে হাওয়া! আমী কিতা করতাম গো!
কি মেহদানদারী করবে, মেহমানের সাথে চেনা অচেনা দুর্বৃত্তরা এসে ঝামেলা পাকায়, তাই দরজা বন্ধ থাকে। বুইঝতেন হাইচ্ছেন নি।
থাক আর চুল ছিড়ার দরকার নাই। ভবিষ্যতে যা আবার বিয়ে দেওয়া লাগবে না, এই কথা আপনি হলফ করে বলতে পারেন না। তাইনা।
২৪ মে ২০১৬ দুপুর ০১:০২
307036
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখন ছবি দেখা যাচ্ছে।
২৪ মে ২০১৬ বিকাল ০৪:৩২
307054
বিবর্ন সন্ধা লিখেছেন : হুম্ম
দেখলাম
আপনার কমদামী মোবাইল এ তোলা ছবি, কম খারাপ হয় নি। Tongue Tongue
""লেখা যাই থাকুক, এটা আসলে মেয়েদেরই কমন রুম। ""
কিভাবে নিশ্চিত হলেন, :Thinking
অবশ্য আপনারা জ্ঞানি মানুষ," ক" দেখলে বুঝে নেন " কলকাতা " হবে, পৃথিবীতে ক দিয়ে আর কোন শব্দ হয় না কিনা। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
"
২৪ মে ২০১৬ বিকাল ০৫:৫৬
307058
গাজী সালাউদ্দিন লিখেছেন : ক দিয়ে আরো হয় কেলা, আর ব দিয়ে হয় ব কলম ও বিবর্ণ সন্ধ্যা।
প্রত্নতত্ত্ব বিদদের সাহায্য নিয়ে জেনেছি, ত্র এবং ব এর মাঝে একটি আকার ছিল, পরে তা ক্ষয় হয়ে গেছে।
১০
369667
২০ মে ২০১৬ রাত ০৯:০১
awlad লিখেছেন : AssalamuAlaikum can you advise me how to change username ?thanks for good advice
২১ মে ২০১৬ সকাল ০৭:৪৬
306796
গাজী সালাউদ্দিন লিখেছেন : No one change his/her username except blogg moderator like Facebook.
১১
369752
২১ মে ২০১৬ রাত ০৯:৩০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছবি তো একটাও দেখা যাচ্ছেনা Worried Worried
জাস্ট ভ্রমণের ভন ভন শব্দ শুনছি।
২৪ মে ২০১৬ সকাল ১১:৪৫
307028
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রথম দুই দিন দেখা গেছে, এখন কেন দেখা যাচ্ছেনা, হেইডা তো আমিও বুঝতে পারছিনা।
ভ্রমণের শব্দ যদি ভন ভন হয়, তাহলে মাছির শব্দ শুনতে কেমন ঘুম?
২৪ মে ২০১৬ দুপুর ০১:০২
307037
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখন ছবি দেখা যাচ্ছে।
১২
369955
২৪ মে ২০১৬ সকাল ১১:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জমিদার নামটি শুনলেই জুলুম-নির্যাতনের ছবি ভেসে উঠে..!অনেক জমিদার ওপারে পাড়ি দিয়েছে তাদের নির্যাতনের শিকার লোকদের প্রতিশোধ নেয়ার ভয়ে হয়তবা(আমার অনুমান)..জানের ভয়ে মালের হদিস কে নেয়?ছবিগুলো আর শো করতেছে না যে!
২৪ মে ২০১৬ দুপুর ০১:০৪
307038
গাজী সালাউদ্দিন লিখেছেন : জমিদার বলে কথা। মানুষকে মেরে হুমকি ধমকী না দিতে পারলে জমিদারীপনা যে ষোল কলায় ফুটে উঠেনা!
এটা অনুমান নয়, সত্যিকার অর্থেই অনেক জমিদার এ দেশ ছেড়ে চলে গেছে।
ছবিগুলো এখন শো করছে। দেখে নিন।
২৪ মে ২০১৬ দুপুর ০১:১৩
307040
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর ছবিগুলো,ফটোগ্রাফার কে ভাইয়া?
২৪ মে ২০১৬ দুপুর ০১:৫৩
307048
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি নিজেই। আমার কম দামি মোবাইলে দিয়েই তোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File